বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > অনুমতি ছাড়াই সৌদিতে, PSG কড়া পদক্ষেপ করতেই ক্ষমা চাইলেন মেসি- রিপোর্ট

অনুমতি ছাড়াই সৌদিতে, PSG কড়া পদক্ষেপ করতেই ক্ষমা চাইলেন মেসি- রিপোর্ট

সৌদিতে সপরিবারে মেসি (REUTERS)

গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্তাইন তারকা। তিনি ক্ষমা চেয়েছেন ক্লাব সতীর্থদের কাছে। লিগা ওয়ানে গত রবিবার লরিয়ঁর বিপক্ষে পিএসজি ৩-১ গোলে হেরে যায়। এর পরের দিন সপরিবারে সৌদি আরবে উড়ে যান মেসি।

শুভব্রত মুখার্জি: ফরাসি ফুটবল ক্লাব পিএসজিতে চুক্তি শেষের পরে মেসি থাকবেন নাকি থাকবেন না সেই বিষয়ে জল্পনা রয়েইছে। তাঁর মাঝেই বিতর্ক তৈরি হয়েছে বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে। বিশ্ব ফুটবল গত কয়েকদিন ধরেই সরগরম রয়েছে লিওনেল মেসির 'অনাকাঙ্ক্ষিত' সৌদি আরব সফর নিয়ে। তাঁর বর্তমান ক্লাব পিএসজির অনুমতি না নিয়ে দেশটিতে যাওয়ায় শাস্তিও পেয়েছেন তিনি। তাঁকে নিষিদ্ধ করা হয় দুই সপ্তাহের জন্য। এবার সেই বিষয় নিয়েই নিজের ভুল স্বীকার করে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন তিনি।

গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্তাইন তারকা। তিনি ক্ষমা চেয়েছেন ক্লাব সতীর্থদের কাছে। লিগা ওয়ানে গত রবিবার লরিয়ঁর বিপক্ষে পিএসজি ৩-১ গোলে হেরে যায়। এর পরের দিন সপরিবারে সৌদি আরবে উড়ে যান মেসি। দেশের পর্যটনের শুভেচ্ছাদূত তিনি। সেই কারণেই গিয়েছিলেন তিনি। আর তাতেই সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। ঘটনার পরিপ্রেক্ষিতে মেসিকে দু-সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। এই সময়ে ম্যাচ খেলা বা অনুশীলন করতে পারবেন না তিনি তা জানিয়ে দেওয়া হয়। তার দু-সপ্তাহের পারিশ্রমিকও নাকি কেটে নেওয়া হবে এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম।

দলের কোচ ক্রিস্টফ গালতিয়ের আগেই জানিয়েছিলেন মেসির এই শাস্তিতে তাঁর কোনও ভূমিকা নেই। এরপরেই ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় পুরো ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মেসি। তিনি বলেন 'যা ঘটছে তার সব কিছু বিবেচনা করে আমি এই ভিডিয়োটি বানাচ্ছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ফের ক্ষমা চাইছি। সত‍্যি বলতে ভেবেছিলাম, ম্যাচের পরদিন আমরা ছুটি পাব, যেমনটা আগের কয়েক সপ্তাহে পেয়েছিলাম। সেই কারণে আমি সৌদি আরবে এই সফরটা আগে থেকেই ঠিক করেছিলাম। এর আগে আমি এমন সফর বাতিল করেছি, এবার পারিনি। আমি যা করেছি তার জন্য আবারও আমি ক্ষমাপ্রার্থী। ক্লাবের সিদ্ধান্ত আমি মেনে নেব। আলিঙ্গণ।' ম‍্যাচ জেতার পর সাধারণত সোমবার ছুটি পান পিএসজির ফুটবলাররা। কিন্তু লরিয়ঁর বিপক্ষে হারার পর সেদিন তারা অনুশীলন করেছিলেন। মেসির দীর্ঘ ফুটবল ক‍্যারিয়ারে শৃঙ্খলা ভাঙার নজির এই প্রথম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন