বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > 'মেসিদের গোল বিশ্বকাপে, সুনীলের সাফে', ছেত্রীর ৮০ গোল নিয়ে দ্বিমত বিশেষজ্ঞদের

'মেসিদের গোল বিশ্বকাপে, সুনীলের সাফে', ছেত্রীর ৮০ গোল নিয়ে দ্বিমত বিশেষজ্ঞদের

সুনীল ছেত্রী (ছবি সৌজন্য ফেসবুক @TheIndianFootballTeam)

সাফ গেমসের ফাইনালে নেপালের বিরুদ্ধে গোল করে মেসিকে ছুঁয়ে ফেলেছেন ভারতের সুনীল ছেত্রী। দু'জনেরই আন্তর্জাতিক গোলসংখ্যা ৮০।

খুব একটা হইচই হয়নি। কিন্তু ভরতীয় ফরোয়ার্ড সুনীল ছেত্রী এর মধ্যেই একটা কৃতিত্বের অধিকারী হয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরিখে ফুটবল-সম্রাট পেলেকে তিনি আগেই পিছনে ফেলেছিলেন, এবার ছুঁলেন লিওনেল মেসিকে। মেসির মতোই সুনীল আন্তর্জতিক ফুটবলে ৮০টি গোল করেছেন। আন্তর্জাতিক ম্যাচে গোল করার ক্ষেত্রে এক নম্বরে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ভারতে খেলার ক্ষেত্রে প্রচারের সব আলো নিয়ে নেয় ক্রিকেট। অলিম্পিকের আসরে সোনা, রুপো, ব্রোঞ্জজয়ীদের নিয়ে দিনকয়েক হইচই হয়। তারপর আবার সবাই তাদের ভুলে যান। ফুটবলের অবস্থা তো শোচনীয়। ভারতীয় ক্রীড়াজগতে ফুটবল হল দুয়োরানি। এখন কোনক্রমে সাফ গেমস জেতাটাই ভারতীয় ফুটবলের বড় সাফল্য। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে টিমগুলির সাফল্যের পিছনে বিদেশি প্লেয়ারদের অবদান থাকে সব চেয়ে বেশি। তা সত্ত্বেও সুনীল ছেত্রীর আন্তর্জাতিক ফুটবলে এতগুলো গোল দেওয়ার কৃতিত্ব উড়িয়ে দেওয়া যায় না।

সামাজিক মাধ্যমে নিছক মজা করেই একটা মন্তব্য ঘুরছে। সুব্রত ভট্টাচার্য কলকাতার মাঠে পেলেকে আটকে দিয়েছিলেন। গোল করতে দেননি। আর সুব্রতের জামাই সুনীল ছেত্রী পেলের থেকেও বেশি আন্তর্জাতিক গোল করে ফেলেছেন।

গুরুত্ব কতটা?

দীর্ঘদিনের ক্রীড়া সাংবাদিক ও লেখক রূপক সাহা ডয়চে ভেলেকে জানিয়েছেন, 'মেসি, রোনাল্ডোর সঙ্গে সুনীল ছেত্রীর কোনও তুলনাই হয় না। সুনীল গোল করছেন সাফ গেমসে। আর মেসি, রোনাল্ডো বিশ্বকাপে। ফুটবলার হিসেবেও মেসি, রোনাল্ডোর সঙ্গে কোনো তুলনাই চলে না ছেত্রীর।'

রূপক সাহা মনে করেন, 'নিছক রেকর্ডের পিছনে ছোটা মানুষরা হইচই করছেন। আমরা ক্রিকেটের ক্ষেত্রে এই জিনিস হামেশা দেখতে পাই। কোথায় চারটি বিশ্বকাপ খেলা এবং একাধিক বিশ্বকাপ জেতা প্লেয়ার, আর কোথায় সাফ গেমসে সাফল্য পাওয়া সুনীল ছেত্রী। এটা হল, ভারতীয় ফুটবলকে গ্লোরিফাই করার চেষ্টা।'

তবে এবিষয়ে ভিন্নমত উত্তরবঙ্গ সংবাদের কার্যনির্বাহী সম্পাদক ও দীর্ঘদীনের ক্রীড়া সাংবাদিক রূপায়ণ ভট্টাচার্য। ডয়চে ভেলেকে তিনি বলেছেন, 'ভারতীয় ফুটবলের ইতিহাসে তো এতগুলি গোল কেউ করেননি। তাছাড়া, আজ যদি ব্রাজিল বা আর্জেন্টিনার কোনও কাগজ দেশের হয়ে সব চেয়ে বেশি গোল করার তালিকা তৈরি করে, তাহলে সেখানে সুনীল ছেত্রীর নাম রাখতেই হবে।' রূপায়ণের বক্তব্য, 'একটা সময় সুনীল প্রায় হারিয়েই গিয়েছিলেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান কেউ নেয়নি। কলকাতার চার-পাঁচ নম্বর টিম ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলতে হয়েছে। সেখান থেকে সুনীল কামব্যাক করেছেন। বেশি বয়সে কামব্যাক। সেখান থেকে এই জায়গায় পৌঁছানো বড় ব্যাপার। বাইচুং, বিজয়নকেও ছাপিয়ে গিয়েছেন। তবে অতীত দিনের প্লেয়াররা এত বেশি খেলার সুযোগ পাননি। সুনীল পেয়েছেন এবং সেটাকে কাজে লাগিয়েছেন।'

সুনীল যা বলেছেন

সুনীল ছেত্রী মনে করেন, রোন্যাল্ডো ও মেসির মতো দুই মহাতারকার সঙ্গে তার কোনও তুলনাই চলে না। এই তুলনা অর্থহীন। তিনি দেশের হয়ে গোল করতে ভালোবাসেন। আরো গোল করতে চান। আর পেলেকে নিয়ে তার মন্তব্য, 'ফুটবল সম্রাটকে গোলসংখ্যার নিরিখে পিছনে ফেলে দেওয়া নিয়ে আলাদা কোনও অনুভূতি নেই। আমি শুধু খুশি, গোল করতে পেরেছি বলে।' সুনীল ছেত্রী জানিয়েছেন, তিনি প্রতিদিন উন্নতি করার চেষ্টা করেন। তবে তিনি মনে করেন, ভারতকে সাফল্য পেতে হলে, তাঁর থেকে অনেক প্রতিভাবান ফুটবলার তুলে আনতে হবে। তা না হলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না।

তবে বিশেষজ্ঞদের মতে,উপেক্ষিত ভারতীয় ফুটবলে কম শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে গোল করলেও সুনীলের এই রেকর্ড ছোঁয়ার ঘটনাকে উপেক্ষা করা যাচ্ছে না। সুনীল এই গোলগুলি না করলে অনেক দেশের বিরুদ্ধেই সম্ভবত জিততে পারত না ভারত।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হিটস্ট্রোক হলে শরীরে দেখা দেয় এই ৫ লক্ষণ, মৃত্যু এড়াতে জেনে নিন প্রতিরোধের উপায় IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি লেবু থেকে রস বেশি পাওয়া যায় এইভাবে রেখে দিলে! খুব সহজ উপায়টি দেখে নিন গর্ভে সন্তান নিয়ে বিয়ে, তারপরই ডিভোর্স হয় কঙ্কনার! নতুন প্রেমে অপর্ণা সেনের মেয়ে বাড়িতে অশ্বত্থ গাছ কি শুভ? দেওয়ালে গজিয়ে উঠলে কী করণীয়? রইল বাস্তুটিপস নিজেদের স্বভাবের কারণে অস্বস্তিতে পড়েন এই রাশির জাতকেরা! কারা তাঁরা ভারতের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি DRDO-র! বাঁচাবে সর্বোচ্চ বিপদ থেকেও কেউ মারা গেল শোক নয়, উৎসব হয়! মৃতদেহকেই আগলে রাখে পরিবার, অদ্ভুত রীতি এই গ্রামের সৌরভের বায়োপিক কি আরও পিছলো, করণ জোহরের স্পাই হতে গিয়ে আয়ুষ্মান ভুলছেন মহারাজকে পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ

Latest IPL News

IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.