বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: বিশ্বকাপ জয়ের পর ভুললেন না প্রাণের বন্ধুকে, সুয়ারেজকে ফোন করে ট্রফি দেখালেন মেসি

FIFA World Cup 2022: বিশ্বকাপ জয়ের পর ভুললেন না প্রাণের বন্ধুকে, সুয়ারেজকে ফোন করে ট্রফি দেখালেন মেসি

লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ।

২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে উঠলেও সেই বার সফল হয়নি মেসির স্বপ্ন। জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়ে ট্রফি অধরা থেকে গিয়েছিল লিওর। সেই হতাশা এ বার সুদে আসলে মিটিয়ে নিলেন কাতারে।

শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্তিনা দীর্ঘ দিন বাদে তাদের ট্রফির খরা কাটিয়েছে। লিওনেল মেসি দেশের হয়ে তাঁর শেষ বিশ্বকাপে বাজিমাত করেছেন। তাঁর ট্রফি ক্যাবিনেটে যে ট্রফিটি এতদিন ছিল না, সেটার অভাবও পূরণ করেছেন তিনি। বিশ্বকাপ ট্রফি জয়টা তাঁর কাছে কতটা যে গুরুত্বপূর্ণ, তা বার বার ট্রফি হাতে তিনি বুঝিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে বাদ পড়েন, ফাইনালে ফ্রান্সের হারের পর দিনই জাতীয় দলকে বিদায় বেঞ্জেমার

ট্রফি হাতে তাঁর শিশুসুলভ উচ্ছ্বাস ছিল‌ দেখার মতন। আর সেই উচ্ছ্বাস আরও একবার ধরা পড়ল ক্যামেরায়। ফাইনাল ম্যাচ শেষে তিনি তাঁর দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজকে ভিডিয়ো কলে ধরেন। বিশ্বকাপের ট্রফিটা সুয়ারেজকে দেখিয়ে উচ্ছ্বাসটা ভাগ করে নেন মেসি। তিনি যেন হবলতে চান, ‘দেখ বন্ধু আমি পেরেছি! স্বপ্নকে সত্যি করতে পেরেছি।’

আরও পড়ুন: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের

মেসির ট্রফি জয়ের উদযাপনে এ বার যোগ দিয়েছিলেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ফুটবলাররাও। যোগ দিয়েছিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। উল্লেখ্য, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ক্লাবে একদা মেসির সতীর্থ ছিলেন সুয়ারেজ। এর পর সুয়ারেজ চলে যান অ্যাটলেটিকো মাদ্রিদে। আর অন্য দিকে মেসি চলে যান পিএসজি-তে। তবে তাঁদের বন্ধুত্ব অটুট থেকে যায়। সেই বন্ধুত্বের খাতিরেই সুয়ারেজকে ভিডিয়ো কল করেন মেসি। সেই ভিডিয়ো কলের একটি স্ক্রিনশট পোস্ট করেন লুইস সুয়ারেজ। তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবিটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে বন্ধু সুয়ারেজকে তাঁর বিশ্বকাপের ট্রফিটি দেখাচ্ছেন তাঁর বন্ধু লিও মেসি।

<p>সুয়ারেজকে ফোন করে বিশ্বকাপ ট্রফি দেখালেন মেসি।</p>

সুয়ারেজকে ফোন করে বিশ্বকাপ ট্রফি দেখালেন মেসি।

প্রসঙ্গত ৩৬ বছর পরে আর্জেন্তিনা বিশ্বকাপের ট্রফি জিততে সমর্থ হয়। তবে লিওনেল মেসি কিন্তু তাঁর কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিততে সমর্থ হলেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় মেসির। তার পর থেকে পাঁচটি বিশ্বকাপে খেলে একেবারে শেষ বিশ্বকাপে এসে পূরণ হল তাঁর স্বপ্ন। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে উঠলেও সে বার সফল হয়নি মেসির স্বপ্ন। জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়ে ট্রফি অধরা থেকে গিয়েছিল লিওর। সেই হতাশা এ বার সুদে আসলে মিটিয়ে নিলেন কাতারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভিডিয়ো: ধোনির কথা মনে করালেন রিচা ঘোষ! ফাতিমার ক্যাচ নিয়ে সকলকে চমকে দিলেন ৫৮ বছরের ভাইজানের জন্য পাত্রী খুঁজছেন ‘পুকী বাবা’,কেমন বউ চাই? জানিয়ে দিলেন সলমন অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা করল ঘাসফুল শিবির মাত্র ৩৮এ মৃত্যু দক্ষিণী অভিনেতার মেয়ের, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে আল্লু অর্জুন শোন নদীতে তলিয়ে গেল একই আদিবাসী পরিবারের ৭ নাবালক, উদ্ধার ৫ দেহ শাহরুখ বা করণ নন, বলিউডে সবচেয়ে বড়লোক এই ব্যক্তি, সম্পত্তি ১০০ কোটির বেশি 'বাংলা না বুঝলেও রসগোল্লাটা বুঝে গিয়েছি', লাল-পাড় সাদা শাড়িতে মনু যেন বাঙালি! ধর্ষিতাকে থানায় ডেকে অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে পুলিশ! জুনিয়রদের অনশনে সিসি ক্যামেরা,স্বচ্ছতায় এগিয়ে কারা? সিঙ্গুর নাকি ডাক্তাররা? IPL 2025: MI ছেড়ে কি RCB-তে আসবেন রোহিত? জল্পনায় জল ঢাললেন এবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.