বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > World Cup 2026: বিশ্বকাপ ২০২৬-এর আসরে বল পায়ে আবারও দেখা যাবে মেসিকে? নিজেই জানালেন তারকা

World Cup 2026: বিশ্বকাপ ২০২৬-এর আসরে বল পায়ে আবারও দেখা যাবে মেসিকে? নিজেই জানালেন তারকা

লিওনেল মেসি। ছবি- রয়টার্স

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের পর মনে করা হয়েছিল ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন লিওনেল মেসি। কিন্তু তিনি অবসর না নিয়ে খেলা চালিয়ে যান। এবার তিনি ২০২৬-এর বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করলেন।

সদ্য জিতেছেন বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর বিশ্বকাপ গিয়েছে আর্জেন্তিনার ঘরে। ফুটবল জীবনের প্রায় সব ট্রফি জিতলেও বিশ্বকাপ অধরা ছিল এলএম টেনের। সেই স্বপ্নপূরণ হয়েছে তাঁর। তবে কি ২০২২ কাতার বিশ্বকাপে শেষ বিশ্বকাপ ছিল মেসির? তিনিও অনেকবার ইঙ্গিতে তাই বলেছেন। তবে বিশ্বকাপ জেতার পর খিদে যেন আরও বেড়ে গেছে লিওনেলের। ক্লাব ফুটবলে মেসি তাঁর দল পিএসজির হয়ে গোল করে চলেছেন। লিগ ওয়ানে মঁপেইয়ের বিরুদ্ধে গোল করে ইউরোপের সবচেয়ে বেশি গোলদাতা হন তিনি। টপকালেন ক্রিশ্চিয়ানো রোনান্ডোকে। গোলের সংখ্যা ৬৯৭।

বিশ্বকাপের পর মেসি বলেন, এটি তাঁর শেষ টুর্নামেন্ট হতে চলেছে। কিন্তু এখন মনে করা হচ্ছে ২০২৬ বিশ্বকাপও খেলতে পারেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বয়সের জন্য ২০২৬ বিশ্বকাপ খেলা বেশ কঠিন হয়ে উঠবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি। যতক্ষণ আমি অনুভব করব আমি ভালো অবস্থায় আছি এবং খেলা উপভোগ করছি, ততক্ষণ আমি খেলা চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনও অনেকটাই দেরি। তবে আমি খেলব কিনা তা এখনই নিশ্চিত নয়। আমার ফিটনেস কতটা থাকবে তার উপর নির্ভর করবে।’

লিওনেল মেসি যদি পরবর্তী বিশ্বকাপ খেলেন তাহলে খুশি হবেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। এমনটাই জানিয়েছেন তিনি। গত মাসে এক সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি মনে করি মেসি পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নিতে পারেন। তিনি কী চান এবং সময়ের সঙ্গে সঙ্গে কী ঘটবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। মেসির জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে। মেসি খেললে আমাদের জন্য ভালো হবে।’

কাতার বিশ্বকাপে মেসি সাতটি গোল করেন। তিনি যদি আগামী বিশ্বকাপের অংশ হন তাহলে বিশ্বকাপের সর্বকালীন শীর্ষ গোলের রেকর্ড ভেঙে দিতে পারেন। বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬টি গোল রয়েছে। মেসির গোলের সংখ্যা ১৩। ২০২৬ বিশ্বকাপ খেললেই সেই রেকর্ড তিনি ভেঙে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আগামী বিশ্বকাপ আমেরিকা ও কানাডাতে অনুষ্ঠিত হবে।

বন্ধ করুন