গোড়ালি ফুলে পুরো ঢোল হয়ে গিয়েছে লিওনেল মেসির। আর্জেন্তিনার কোপা জয়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়ে গেল। যে ছবিটা দেখে শিউরে উঠেছেন নেটিজেনদের একাংশ। ওরকম যদি কারও গোড়ালির অবস্থা হয়, তাহলে হেঁটে যাওয়াটাও দুঃসাধ্য মনে হয়। দৌড়ানো তো বহুদূরের ব্যাপার। একটা করে পা ফেললে মনে হয় যে জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু সেই পরিস্থিতিতেও কোনওক্রমে হেঁটে এসে পুরো দলের সঙ্গে হাডলে দাঁড়িয়ে পড়েন মেসি। তিনি না এলেও কিছু হত না। কিছু বলতেন না কেউই। তারপরও তিনি খুব কষ্ট করে এসেছেন। কারণ তিনি মেসি। কারণ তিনি দলের বাকিদের বোঝাতে চেয়েছেন যে 'মাঠে হয়তো খেলতে পারছি না আমি। কিন্তু আমি আছি। আমি আছি'। আর তাতেই মজেছেন নেটিজেনরা। তাঁকে কুর্নিশ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়োটি।
স্যালুট মেসি
আর সত্যিই মেসির কুর্নিশ প্রাপ্য। কারণ তিনি তো শুধু বিশ্ব ফুটবলের ‘রাজপুত্র’ নন, তিনি 'নেতা'। যে ‘নেতা’ ভাবেন না যে নিজে কতগুলো গোল করেছেন, বরং দলই তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর তাই হয়তো ফুটবল দেবতাও তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ২০২১ সালের কোপা আমেরিকা জিতেছেন মেসি। ২০২২ সালের বিশ্বকাপ জিতেছেন। আর এবার জিতলেন ২০২৪ সালের কোপা আমেরিকার খেতাব। ২০০৮ সাল থেকে ২০১২ সালের মধ্যে যেভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পেনের আধিপত্য ছিল, ত্রিমুকুট ছুঁয়ে সেরকমই আধিপত্য বিস্তার করেছে মেসির আর্জেন্তিনা।
‘হে ভগবান! কী ভয়ংকর অবস্থা’
কিন্তু সেই ত্রিমুুকুট জয়ের ম্যাচের পুরোটা খেলতে পারেননি মেসি। ৬৬ মিনিটে চোটের জন্য চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হন। ডাগ-আউটে বসে হাউ-হাউ করে কাঁদতে থাকেন আর্জেন্তিনার অধিনায়ক। পরে যখন টিভির পর্দায় তাঁর গোড়ালির অবস্থা দেখানো হয়, তখন শিউরে ওঠেন অনেকেই। ওই দৃশ্য দেখে এক নেটিজেন বলেন, ‘মেসির গোড়ালিটা পুরো শেষ হয়ে গিয়েছে।’ অপর একজন বলেন, ‘হে ভগবান! কী ভয়ংকর অবস্থা।’
অপর একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে আর্জেন্তিনার দল খেলোয়াড়রা নিজেদের ডাগ-আউটের সামনে হাডলে দাঁড়িয়ে আছেন। মেসি কোনওক্রমে হেঁটে-হেঁটে আসতে থাকেন। মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে খুব কষ্ট হচ্ছে। তারপরও আসতে থাকেন। কিছুটা পরে একজন সাপোর্ট স্টাফ দেখতে মেসিকে সাহায্য করেন। আর তারপর মেসিও হাডলে দাঁড়িয়ে পড়েন।
‘যে মাঠে মেসির চোখের জল পড়েছে….'
আর সেই দৃশ্য দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। একজন বলেন, ‘যে মাঠে মেসির চোখের জল পড়েছে, সেই মাঠ থেকে ট্রফি তো আসতেই হবে। নাহলে বড্ড বেমানান হত।’ অপর একজন নেটিজেন বলেন, ‘মেসি, আজ তোমায় কাঁদতে দেখে আমিও কেঁদেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।