প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স পরের ম্যাচে এসসি ইস্টবেঙ্গল, দুই ম্যাচ জিতে দারুণ খুশি এটিকে মোহনবাগানের ফুটবলাররা। টুর্নামেন্টের শুরুটা ভালো করায় দলে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে সেটা সবুজ মেরুন ফুটবলারদের গলাতেই স্পষ্ট। তবে জয়ের এই ধারাটা ধরে রাখতে চাইছেন টিম এটিকে মোহনবাগান। ডার্বি ম্যাচের পরের দিন মরশুমের প্রথম বড় ম্যাচ নিয়ে মুখ খুললেন বাগানের দুই স্কোরার লিস্টন কোলাসো ও মনবীর সিং।
এদিন বাগানের অন্যতম তারকা ফুটবলার মনবীর সিং বলেন, ‘ফের ডার্বিতে গোল করেছি। অবশ্যই ভালো লাগছে। ডার্বিতে গোল করার আনন্দ সব সময়ই আালাদা। কিন্তু সব থেকে বড় কথা দল জিতেছে এবং আমরা তিন পয়েন্ট পেয়েছি। গতবারের মতোই আমাদের শুরুটা ভালো হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে আমরা অনেক উন্নত ফুটবল খেলেছি। গোল অক্ষত রেখে ড্রেসিংরুমে ফিরতে পেরেছি। ডার্বিতে কত গোলে জিততে পারতাম সেটা ভেবে লাভ নেই। তিন পয়েন্ট পাওয়াটাই আসল।’
ডার্বির অন্য গোলদাতা লিস্টন কোলাসো বলেন, ‘ছোট বেলা থেকেই ডার্বি খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নপূরণ করতেই কলকাতায় আসা। সবুজ মেরুন জার্সিতে সেই সুযোগটা পেয়েছি এবং গোল করেছি। আমার অনেক বন্ধু জানতে চাইছেন, পরপর দু ম্যাচে করা দুটো গোলের মধ্যে কোনটা সেরা। আমার মতে দুটোই। কারণ কেরালা ম্যাচের গোলটা ছিল এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল, তাই তৃপ্তি পেয়েছিলাম। আর ডার্বির গোলে স্বপ্ন পূরণ হয়েছে। ডার্বির গোলটা আমি কলকাতার সবুজ মেরুন সমর্থকদের উৎসর্গ করছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।