জামশেদপুরের বিরুদ্ধে অবিশ্বাস্য গোল লিস্টন কোলাসোর। শনিবার মোহনবাগানের হয়ে তিনি যেই স্কিল দেখিয়েছেন মাঠে তা ভুলতে পারছে না কেউ। অনেকে তাঁর মধ্যে খুঁজে পাচ্ছেন আইএম বিজয়ন, কৃশানু দে, সুভাষ ভৌমিককে। আবার কেউ মেসির ছায়াও লক্ষ্য করতে পারছেন। তবে সে যাই হোক আপাতত লিস্টনের তুলনা লিস্টনই। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে তিনি যেই ভাবে ৫ জন ফুটবলারকে কাটিয়ে গোল দিলেন তা এক কথায় অনবদ্য। তাঁর এই গোলে মজেছেন ময়দানের প্রাক্তনীরা। তাঁদের মতে এটাই সেরা গোল। তবে ওই যে বললাম না লিস্টনের তুলনা লিস্টন, তিনি মোটেও মানতে রাজি নন এটা তাঁর সেরা গোল। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘গত মরশুমে মুম্বই সিটির বিরুদ্ধে যেই গোলটি করেছিলাম সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, ওটা আমাদের শিল্ড জিততে সাহায্য করেছিল।’
ট্রফি জয়ের দিক থেকে যদি সেই গোলটি এগিয়ে থাকে তবে স্কিলের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে শনিবার রাতের গোল। অন্তত সেরকমই মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তিনি বলেন, ‘লিস্টন যেই পজিশনে খেলে আমিও একই পজিশনে খেলতাম। ফুটবলারদের ড্রিবল করে আমিও একধিক গোল করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি বলের উপর মারাত্মক নিয়ন্ত্রণ না থাকলে এরকম কিছু করা সম্ভব নয়। পুরো বিষয়টা কিছু সেকেন্ডের মধ্যেই করতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমি সুভাষ ভৌমিককে এরকম গোল করতে দেখেছি। তবে তিনি বডি অ্যাডভান্টেজ বেশি পেতেন। তবে, অনেকদিন পর ময়দানে কৃশানু দে’র ঝলক দেখতে পেলাম।’
ময়দানের আরেক প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস লিস্টনের মধ্যে আইএম বিজয়নের ছায়া দেখতে পাচ্ছেন। তিনি বলেন, ‘বিজয়নের ড্রিবল দেখার মতো ছিল। তবে এদিন লিস্টন যেন তাঁকেও ছাপিয়ে গেল। কৈশোরে কৃশানুকে এরকম করতে দেখেছি। লিস্টন সবসময় এরকম কিছু করার তাগিদে থাকে, কিন্তু সামান্য ভুল হলেই আটকে যায়। শনিবার সব কিছু একদম নিখুঁত ছিল। অবশ্যই এটা ISL-এর সেরা গোল।’ আরেক ফুটবলার অ্যালভিটো ডি’কুনহার গলাতেও লিস্টনকে নিয়ে বিস্ময়ের সুর ধরা পড়েছে। তিনি বলেন, ‘লিস্টনের মতো এতো ভালো না হলেও আমি তুলুঙ্গা এবং সঞ্জু প্রধানকে এরকম ভাবে গোল করতে দেখেছি। নিঃসন্দেহে এটা ISL-এর সেরা গোল। উল্লেখ্য, শনিবারের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-০ ব্যবধানে জয় লাভ করে। সবুজ-মেরুনের হয়ে গোল ৩টি করেন যথাক্রমে টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। এদিনের জয়ের পরে মোহনবাগান ISL-এর লিগ টেবিলে প্রথম স্থানে উঠে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।