বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Brazil vs Argentina: ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার আর্জেন্তিনার
মেসিকে ঘিরে উচ্ছ্বাস আর্জেন্তিনার। ছবি- কোপা আমেরিকা।

Brazil vs Argentina: ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার আর্জেন্তিনার

আর্জেন্তিনার হয়ে ম্যাচের প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া।

সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে, শেষ চারে কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারিয়ে দেয় আর্জেন্তিনা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এবার কোপার খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামে ব্রাজিল-আর্জেন্তিনা। শেষমেশ ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপার খেতাব পুনরুদ্ধার করে আর্জেন্তিনা।

11 Jul 2021, 07:37:14 AM IST

১৫ বার চ্যাম্পিয়ন

সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা মিলিয়ে মোট ১৫ বার খেতাব জিতল আর্জেন্তিনা। তারা ছুঁয়ে ফেলে উরুগুয়েকে। আপাতত সবথেকে বেশি ১৫ বার করে কোপা জয়ের রেকর্ড যুগ্মভাবে লেখা রইল উরুগুয়ে ও আর্জেন্তিনার নামে। যদিও সবথেকে বেশি ২৯ বার ফাইনালে ওঠা ও ৩৬ বার প্রথম চারে শেষ করার সুবাদে কোপার ইতিহাসে সবথেকে সফল দলে পরিণত হল আর্জেন্তিনা।

11 Jul 2021, 07:35:24 AM IST

খেতাব পুনরুদ্ধার আর্জেন্তিনার

১৯৯৩ সালের পর অবশেষে শাপমুক্তি। ২৮ বছর পর ফের কোপার খেতাব পুনরুদ্ধার করল আর্জেন্তিনা।

11 Jul 2021, 07:25:25 AM IST

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

অবশেষে বড় মঞ্চে ব্রাজিলের হার্ডল টপকাতে পারল আর্জেন্তিনা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০২১-এ চ্যাম্পিয়ন হলেম মেসিরা। 

11 Jul 2021, 07:24:09 AM IST

ম্যাচ শেষ, আর্জেন্তিনা জয়ী

দ্বিতীয়ার্ধের খেলা শেষ। ডি মারিয়ার একমাত্র গোলে জয়ী আর্জেন্তিনা।

11 Jul 2021, 07:22:56 AM IST

সেভ

৯০+৩ মিনিটে ডি'পলের আক্রমণ প্রতিহত করেন এডারসন।

11 Jul 2021, 07:20:36 AM IST

৫ মিনিট স্টপেজ টাইম

দ্বিতীয়ার্ধে ৫ মিনিট সময় সংযোজিত হয়।

11 Jul 2021, 07:18:50 AM IST

সহজ সুযোগ নষ্ট মেসির

৮৯ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করেন মেসি। ৬ গজ দূরত্ব থেকে ব্রাজিলের গোলকিপারকে পরাস্ত করলেই আর্জেন্তিনা লিড বাড়িয়ে নিতে পারত। সুযোগ নষ্ট করেন মেসি।

11 Jul 2021, 07:16:13 AM IST

হলুদ কার্ড

৮৯ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন আর্জেন্তিনার মন্তিয়েল। তার আগে ৮৭ মিনিটের মাথায় বারবোসার শট প্রতিহত করেন আর্জেন্তিনা গোলকিপার মার্টিনেজ।

11 Jul 2021, 07:15:32 AM IST

সুযোগ নষ্ট

৮৫ মিনিটের মাথায় নেইমারের কর্ণার কিক থেকে হেডে আর্জেন্তিনার জালে বল জড়ানোর চেষ্টা করেন থিয়াগো সিলভা। তবে তাঁর হেডার ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।

11 Jul 2021, 07:13:18 AM IST

শট বাইরে

৮৩ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে দানিলোর শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে উড়ে যায়।

11 Jul 2021, 07:12:09 AM IST

আক্রমণ ব্যাহত

৮৩ মিনিটে পেজেল্লার আক্রমণ ব্যাহত হয় ভিনিসিয়াসের পায়ে। 

11 Jul 2021, 07:09:20 AM IST

হলুদ কার্ড

ওতামেন্দির চ্যালেঞ্জের পর আগ্রাসী আচরণের জন্য ৮২ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের মারকিনহোস।

11 Jul 2021, 07:08:36 AM IST

হলুদ কার্ড

৮১ মিনিটের মাথায় নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্তিনার ওতামেন্দি।

11 Jul 2021, 07:07:51 AM IST

আর্জেন্তিনার তিনটি পরিবর্ত

৭৯ মিনিটে একসঙ্গে তিনজন পরিবর্ত ফুটবলারকে মাঠে নামায় আর্জেন্তিনা। রোমেরো, ডি মারিয়া ও এল মার্টিনেজকে তুলে নিয়ে আর্জেন্তিনা মাঠে নামায় পেজেল্লা, পালাসিয়স ও গঞ্জালেজকে।

11 Jul 2021, 07:03:26 AM IST

ব্রাজিলের জোড়া পরিবর্ত

৭৬ মিনিটে রেনান লোদি ও পাকুয়েতাকে তুলে নিয়ে ব্রাজিল মাঠে নামায় এমার্সন ও বারবোসাকে।

11 Jul 2021, 07:01:08 AM IST

হলুদ কার্ড

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ম্যাচ। ৭২ মিনিটের মাথায় ট্যাগলিয়াফিকোকে ফাউল করার জন্য রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের পাকুয়েতাকে।

11 Jul 2021, 06:59:59 AM IST

আক্রমণ ব্যর্থ

৭১ মিনিটে পাকুয়েতার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

11 Jul 2021, 06:57:13 AM IST

হলুদ কার্ড

৭০ মিনিটের মাথায় ডি'পলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের রেনান লোদি।

11 Jul 2021, 06:55:02 AM IST

হলুদ কার্ড

৬৮ মিনিটের মাথায় নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্তিনার ডি'পল।

11 Jul 2021, 06:52:34 AM IST

ব্রাজিলের পরিবর্ত

৬৩ মিনিটে এভার্টনকে তুলে নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামায় ব্রাজিল।

11 Jul 2021, 06:51:46 AM IST

আর্জেন্তিনার পরিবর্ত

৬৩ মিনিটে লো সেলসোকে তুলে নিয়ে ট্যাগলিয়াফিকোকে মাঠে নামায় আর্জেন্তিনা।

11 Jul 2021, 06:45:12 AM IST

মার্টিনেজের সেভ

৫৫ মিনিটের মাথায় রিচার্লিসনের আক্রমণ প্রতিহত করেন আর্জেন্তিনা গোলকিপার মার্টিনেজ।

11 Jul 2021, 06:43:47 AM IST

আর্জেন্তিনার পরিবর্ত

৫৪ মিনিটের মাথায় পারেদেসকে তুলে নিয়ে রডরিগেজকে মাঠে নামায় আর্জেন্তিনা।

11 Jul 2021, 06:41:37 AM IST

গোল বাতিল

৫২ মিনিটের মাথায় আর্জেন্তিনার জালে বল জড়ান রিচার্লিসন। তবে অফসাইডের জন্য গোল বাতিল হয়।

11 Jul 2021, 06:38:46 AM IST

হলুদ কার্ড

৫১ মিনিটের মাথায় নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অর্জেন্তিনার লো সেলসো।

11 Jul 2021, 06:38:05 AM IST

ব্রাজিলের আক্রমণ

৪৮ মিনিটের মাথায় রিচার্লিসন আক্রমণ শানান আর্জেন্তিনার বক্সে। যদিও তা ফলপ্রসূ হয়নি।

11 Jul 2021, 06:34:22 AM IST

ব্রাজিলের পরিবর্ত

দ্বিতীয়ার্ধে ফ্রেডের পরিবর্তে রবার্তো ফির্মিনোকে মাঠে নামায় ব্রাজিল।

11 Jul 2021, 06:33:29 AM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

প্রথমার্ধে এক গোলে এগিয়েছিল আর্জেন্তিনা। কোপা ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

11 Jul 2021, 06:20:05 AM IST

হাফ-টাইম

প্রথমার্ধের খেলা শেষ। ডি মারিয়ার গোলে বিরতিতে ১-০ এগিয়ে আর্জেন্তিনা।

11 Jul 2021, 06:18:54 AM IST

১ মিনিট স্টপেজ টাইম

প্রথমার্ধে ১ মিনিট সময় সংযোজিত হয়।

11 Jul 2021, 06:18:28 AM IST

আক্রমণ ব্যর্থ

৪৪ মিনিটে নেইমারের কর্ণার থেকে বল ধরে আক্রমণ শানান রিচার্লিসন। যদিও তা মাঠের বাইরে চলে যায়।

11 Jul 2021, 06:16:30 AM IST

মার্টিনেজের সেভ

৪২ মিনিটের মাথায় এভার্টনের আক্রমণ প্রতিহত হয় আর্জেন্তিনা গোলরক্ষক মার্টিনেজের দস্তানায়।

11 Jul 2021, 06:10:00 AM IST

ফ্রি-কিক কাজে লাগাতে ব্যর্থ ব্রাজিল

২৫ গজের বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ৩৪ মিনিটে নেইমারের ফ্রি-কিক দেওয়ালে প্রতিহত হয়।  

11 Jul 2021, 06:08:12 AM IST

হলুদ কার্ড

৩৩ মিনিটে নেইমারকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন পারেদেস।

11 Jul 2021, 06:07:11 AM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৩২ মিনিটে মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়।

11 Jul 2021, 06:06:02 AM IST

৩০ মিনিটের খেলা অতিক্রান্ত

৩০ মিনিটের খেলা অতিক্রান্ত। নেইমারকে সেই অর্থে সক্রিয়ে দেখায়নি।

11 Jul 2021, 06:05:17 AM IST

মার্টিনেজের দস্তানায় বল

২৬ মিনিটের মাথায় ক্যাসেমিরোর শট মার্টিনেজের দস্তানায় জমা পড়ে।

11 Jul 2021, 06:04:09 AM IST

ডি মারিয়ার নজির

২০০৪ সালে সিজার দেলগাদোর পর দি মারিয়া প্রথম আর্জেন্তাইন ফুটবলার, যিনি কোপার ফাইনালে গোল করলেন।

11 Jul 2021, 05:52:58 AM IST

ডি মারিয়ার গোল

২২ মিনিটের মাথায় ডি মারিয়ার গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্তিনা। ফাইনালের প্রথম একাদশে ডি মারিয়াকে ফিরিয়ে তাঁর উপর আস্থা রেখেছিলেন আর্জেন্তিনা কোচ। আস্থার যথাযথ মর্যাদা রাখেন তিনি। মাঝমাঠ থেকে ডি'পলের বাড়ানো বল ধলে ব্রাজিল গোলকিপার এডারসনের মাথার উপর তা জালে জড়িয়ে দেন ডি মারিয়া। এক্ষেত্রে রেনান লোদির সামনে সুযোগ ছিল ডি মারিয়া বল ধরার আগেই তা প্রতিহত করার। যদিও তিনি ব্যর্থ হন। তাঁর ভুলের সুযোগে আর্জেন্তিনা ম্যাচে লিড নিয়ে নেয়।

11 Jul 2021, 05:50:34 AM IST

ব্রাজিলের আক্রমণ ব্যাহত

১৩ মিনিটের মাথায় বক্সে নেইমারের দিকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন রিচার্লিসন। তবে বাধা দেন ওতামেন্দি।

11 Jul 2021, 05:43:11 AM IST

১০ মিনিটের খেলা অতিক্রান্ত

১০ মিনিটের খেলা অতিক্রান্ত। উভয় দলই একে অপরকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। বেশ কয়েকটা কড়া ট্যাকল চোখে পড়েছে ইতিমধ্যেই। রেফারিকে বাড়তি ঘাম ঝরাতে হবে সন্দেহ নেই।

11 Jul 2021, 05:35:57 AM IST

হলুদ কার্ড

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ফ্রেড। ম্যাচের ৩ মিনিটের মাথায় মন্তিয়েলকে ফাউল করার জন্য রেফারি কার্ড দেখিয়ে সতর্ক করেন তাঁকে।

11 Jul 2021, 05:33:12 AM IST

ম্যাচ শুরু

দু'দেশের জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে মারাকানায় শুরু কোপা আমেরিকার ফাইনাল।

11 Jul 2021, 05:30:02 AM IST

কোপায় সাফল্য

এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্তিনা আর ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর্জেন্তিনা শেষবার কোপা আমেরিকা জেতে ১৯৯৩ সালে। অন্যদিকে ব্রাজিল কোপার গতবারের চ্যাম্পিয়ন। আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হলে ২৮ বছর পর খেতাব জিতবে। ব্রাজিল ১৯৯৭ থেকে এ পর্যন্ত পাঁচবার ট্রফি ঘরে তুলেছে। আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হলে তারা সবথেক বেশি বার কোপা জয়ের নিরিখে উরুগুয়েকে (১৫) ছুঁয়ে ফেলবে। 

11 Jul 2021, 05:24:42 AM IST

কোপায় মুখোমুখি সাক্ষাৎ

কোপা আমেরিকার দ্বৈরথে এগিয়ে মেসির দেশ। কোপায় এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্তিনা। যারমধ্যে আর্জেন্তিনা জিতেছে ১৫টি ম্যাচ ও ব্রাজিল জিতেছে ১০টিতে, ড্র হয়েছে ৮টি ম্যাচ। গোলের সংখ্যার দিকেও এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। আর্জেন্তিনা কোপায় ব্রাজিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৫২টি গোল করেছে। অন্যদিকে, আর্জেন্তিনার বিরুদ্ধে নেইমারের ব্রাজিল করেছে ৪০টি গোল।

11 Jul 2021, 05:13:48 AM IST

কোন পথে ফাইনালে আর্জেন্তিনা

আর্জেন্তিনার গ্রুপের লড়াই:-
১. চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে।
২. উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দেয়।
৩. প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে।
৪. বলিভিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে।কোয়ার্টার ফাইনাল:- ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দেয়।সেমিফাইনাল:- কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১।

11 Jul 2021, 05:13:08 AM IST

কোন পথে ফাইনালে ব্রাজিল

ব্রাজিলের গ্রুপের লড়াই:-
১. ভেনেজুয়েলাকে ৩-০ গোলে পরাজিত করে।
২. পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করে।
৩. কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয়।
৪. ইকুয়েডরর সঙ্গে ১-১ গোলে ড্র করে।কোয়ার্টার ফাইনাল:- চিলিকে ১-০ গোলে হারিয়ে দেয়।সেমিফাইনাল:- পেরুকে ১-০ গোলে পরাজিত করে।

11 Jul 2021, 05:09:07 AM IST

প্রথম একাদশে রদবদল

ব্রাজিল সেমফাইনালের অপরিবর্তিত প্রথম একাদশে ফাইনালেও মাঠে নামার সিদ্ধান্ত নেয়। এমনকি তাদের পরিবর্ত ফুটবলারের তালিকাও অপরিবর্তিত। তবে আর্জেন্তিনা প্রথম একাদশে একসঙ্গে পাঁচটি রদবদল করে। রিজার্ভ বেঞ্চে পাঠানো হয় জেল্লা, গঞ্জালেজ, মলিনা, ট্যাগলিয়াফিকো ও রডরিগেজকে। প্রথম একাদশে ঢোকেন আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও ডি মারিয়া।

11 Jul 2021, 05:04:33 AM IST

আর্জেন্তিনার পরিবর্ত ফুটবলার

আর্মানি, ট্যাগলিয়াফিকো, পেজেল্লা, মার্চেসিন, অগুয়েরো, পালাসিয়স, গঞ্জালেজ, রডরিগেজ, কোরেয়া, গোমেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মলিনা।

11 Jul 2021, 05:04:33 AM IST

ব্রাজিলের পরিবর্ত ফুটবলার

অ্যালিসন, অ্যালেক্স সান্দ্রো, রিবেইরো, উইভার্টন, এমার্সন, মিলিতাও, ফ্যাবিনহো, ভিনিসিয়াস জুনিয়র, রবার্তো ফির্মিনো, বারবোসা, অর্টিজ, ডগলাস লুইজ।

11 Jul 2021, 04:44:37 AM IST

আর্জেন্তিনার প্রথম একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, ডি'পল, মেসি, ওতামেন্দি, লো সেলসো, মার্টিনেজ এল, আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও ডি মারিয়া।

11 Jul 2021, 04:44:37 AM IST

ব্রাজিলের প্রথম একাদশ

এডারসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকিনহোস, ক্যাসোমিরো, রিচার্লিসন, ফ্রেড, নেইমার, রেনান লোদি, লুকাস পাকুয়েতা ও এভার্টন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন নওয়াদায় অধীর চৌধুরীর প্রচারে TMCর হামলার নিন্দা করলেন দলেরই বিধায়ক ১৯ দিন পর ছেলের বিয়ে! আদৃতকে নিয়ে আবেগঘন বাবা, কী লিখলেন কৌশাম্বির হবু শ্বশুর? বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ Luton Town vs Brentford Live Score, Luton Town 0-0 Brentford EPL 2023 Sheffield United vs Burnley Live Score, Sheffield United 0-0 Burnley EPL 2023 Everton vs Nottingham Forest Live Score, Everton 0-0 Nottingham Forest EPL 2023 'রাজনৈতিক মতাদর্শ বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীরের, নিশানায় কোন দল?

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.