বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > England vs Germany: জার্মানিকে ২-০ গোলে বিধ্বস্ত করে ইউরোর শেষ আটে ইংল্যান্ড
গোলের পর হ্যারি কেনের উচ্ছ্বাস। ছবি- উয়েফা।

England vs Germany: জার্মানিকে ২-০ গোলে বিধ্বস্ত করে ইউরোর শেষ আটে ইংল্যান্ড

ম্যাচের দ্বিতীয়ার্ধে ১টি করে গোল করেন স্টার্লিং ও হ্যারি কেন।

ডি-গ্রুপের তিন ম্যাচে ২টি জয় ও একটি ড্র-সহ ৭ পয়েন্ট নিয়ে নক-আউট রাউন্ডে প্রবেশ করে ইংল্যান্ড। অন্যদিকে, জার্মানি এফ-গ্রুপে নিজেদের তিনটি ম্যাচের ১টিতে জিতেছে, ১টি ড্র করেছে এবং ১টি ম্যাচে হেরেছে। এই অবস্থায় ইউরো কাপ ২০২০-র কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে সম্মুখসমরে নামে দু'দল। ওয়েম্বলিতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে চলতি ইউরোর শেষ আটে জায়গা করে নেন হ্যারি কেনরা।

29 Jun 2021, 11:28:20 PM IST

লজ্জার নতুন অধ্যায়

এই প্রথমবার কোনও বড় টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হল জার্মানিকে।

29 Jun 2021, 11:23:26 PM IST

ম্যাচ শেষ, ইংল্যান্ড ২-০ গোলে জয়ী

ম্যাচ শেষ। ওয়েম্বলিতে বিজয়রথ এগিয়ে চলল ইংল্যান্ডের। জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে ইংল্যান্ড ইউরো ২০২০-র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

29 Jun 2021, 11:21:06 PM IST

জার্মানির পরিবর্ত

৯০+২ মিনিটে মুলারকে তুলে নিয়ে মুসিয়ালাকে মাঠে নামায় জার্মানি।

29 Jun 2021, 11:20:16 PM IST

জার্মানির আক্রমণ ব্যর্থ

৯০+১ মিনিটে গোরেত্জকার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

29 Jun 2021, 11:19:48 PM IST

৪ মিনিট ইনজুরি টাইম

দ্বিতীয়ার্ধে ৪ মিনিট সময় সংযোজিত হয়।

29 Jun 2021, 11:19:17 PM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৯০ মিনিটে গোরেত্জকার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

29 Jun 2021, 11:18:41 PM IST

জার্মানির পরিবর্ত

৮৮ মিনিটে গোসেন্সকে তুলে নিয়ে লিরয় শেনকে মাঠে নামায় জার্মানি।

29 Jun 2021, 11:17:37 PM IST

ইংল্যান্ডের পরিবর্ত

৮৮ মিনিটে রাইসকে তুলে নিয়ে হেনডারসনকে মাঠে নামায় ইংল্যান্ড।

29 Jun 2021, 11:16:38 PM IST

জার্মানির পরিবর্ত

৮৭ মিনিটে জিন্টারকে তুলে নিয়ে ক্যানকে মাঠে নামায় জার্মানি।

29 Jun 2021, 11:13:58 PM IST

হ্যারি কেনের গোল

৮৬ মিনিটে গ্রেলিশের পাস থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।

29 Jun 2021, 11:11:21 PM IST

অফসাইড

৮৩ মিনিটে অফসাইডের আওতায় পড়েন স্টার্লিং।

29 Jun 2021, 11:09:55 PM IST

সুযোগ নষ্ট

৮১ মিনিটে মুলারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় জার্মানির।

29 Jun 2021, 11:05:58 PM IST

হলুদ কার্ড

৭৭ মিনিটের মাথায় কিমিখকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন হ্যারি মাগুইর।

29 Jun 2021, 11:04:07 PM IST

স্টার্লিংয়ের গোল

৭৫ মিনিটে শ'য়ের পাস থেকে গোল করেন স্টার্লিং। ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সিতে নিজের শেষ ২০টি ম্যাচে এই নিয়ে ১৫টি গোল করলেন স্টার্লিং।

29 Jun 2021, 11:00:02 PM IST

হলুদ কার্ড

৭২ মিনিটে ট্রিপিয়ারকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন জার্মানির গোসেন্স।

29 Jun 2021, 10:58:30 PM IST

ইংল্যান্ডের পরিবর্ত

৬৯ মিনিটে মিডফিল্ডার সাকার বদলে ইংল্যান্ড মাঠে নামায় অপর মিডফিল্ডার জ্যাক গ্রেলিশকে।

29 Jun 2021, 10:57:33 PM IST

জার্মানির পরিবর্ত

৬৮ মিনিটে স্ট্রাইকার ওয়ার্নারকে তুলে নিয়ে মিডফিল্ডার সার্জ ন্যাব্রিকে মাঠে নামায় জার্মানি।

29 Jun 2021, 10:47:33 PM IST

এক ঘণ্টার খেলা অতিক্রান্ত

ম্যাচের ৬০ মিনিটের খেলা অতিক্রান্ত। এখনও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কোনও দল।

29 Jun 2021, 10:42:39 PM IST

জার্মানির আক্রমণ ব্যর্থ

৫৩ মিনিটের মাথায় গোসেন্সের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

29 Jun 2021, 10:36:41 PM IST

পিকফোর্ডের সেভ

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ওঠে জার্মানি। ৪৮ মিনিটের মাথায় হাভার্টজের শট প্রতিহত করেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড।

29 Jun 2021, 10:35:27 PM IST

ওয়েম্বলিতে ইংল্যান্ড-জার্মানি

ওয়েম্বলি স্টেডিয়ামে এই নিয়ে ১৩টি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও জার্মানি। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড ৪টি জিতেছিল ও ১টি ম্যাচে হেরেছিল। তবে পরের ৭টি ম্যাচে ইংল্য়ান্ড জিততে পারেনি। ড্র হয়েছে ২টি ম্যাচ ও জার্মানি জিতেছে ৫টি ম্যাচে।

29 Jun 2021, 10:33:26 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

29 Jun 2021, 10:32:35 PM IST

ইংল্যান্ডের মাইলস্টোন

ওয়েম্বলিতে এটি ইংল্যান্ডের ৩০০তম ম্যাচ। ইংল্যান্ড জিতেছে ১৮৭টি ম্যাচে। ড্র করেছে ৭৩টি ম্যাচ। হেরেছে ৩৯টি ম্যাচে। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ১৪টি ম্যাচে তারা ওয়েম্বলিতে অপরাজিত রয়েছে।

29 Jun 2021, 10:18:28 PM IST

হাফ-টাইম

প্রথমার্ধের খেলা শেষ। আক্রমণ প্রতিআক্রমণের উত্তেজক ম্যাচ হলেও হাফ-টাইমে খেলা গোলশূন্য।

29 Jun 2021, 10:17:31 PM IST

১ মিনিট ইনজুরি টাইম

প্রথমার্ধে ১ মিনিট সময় সংযোজিত হয়।

29 Jun 2021, 10:17:10 PM IST

হলুদ কার্ড

৪৫ মিনিটে টনি ক্রুসকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন ফিলিপস।

29 Jun 2021, 10:09:31 PM IST

অফসাইড

৩৯ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন ওয়ার্নার। ভেস্তে যায় জার্মানির আক্রমণ।

29 Jun 2021, 10:06:08 PM IST

অফসাইড

৩৫ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন কিমিখ।

29 Jun 2021, 10:03:21 PM IST

পিকফোর্ডের অনবদ্য সেভ

৩২ মিনিটের মাথায় ওয়ার্নারের শট প্রতিহত করেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড।

29 Jun 2021, 10:02:29 PM IST

৩০ মিনিটের খেলা অতিক্রান্ত

৩০ মিনিটের খেলা অতিক্রান্ত। ইংল্যান্ডের দাপট বেশি। যদিও ম্যাচ এখনও গোলশূন্য।

29 Jun 2021, 10:00:39 PM IST

ইংল্যান্ডের আক্রমণ ব্যর্থ

২৭ মিনিটের মাথায় হ্যারি মাগুইর হেডে গোল করার চেষ্টা করেন। তবে বল মাঠের বাইরে চলে যায়। 

29 Jun 2021, 09:59:34 PM IST

হলুদ কার্ড

২৫ মিনিটে শ'কে ফাউল করে হলুদ কার্ড দেখলেন জিন্টার।

29 Jun 2021, 09:54:41 PM IST

ওয়েম্বলিতে ইংল্যান্ডের রেকর্ড

পেনাল্টি শুট-আউট বাদ দিয়ে ইংল্যান্ড ওয়েম্বলি স্টেডিয়ামে কোনও বড় টুর্নামেন্টের মূলপর্বে কখনও হারেনি। জিতেছে ৯টি। ড্র করেছে ৪টি ম্যাচ। ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ১৩টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে ১১টি ম্যাচে।

29 Jun 2021, 09:52:09 PM IST

অফসাইড

২০ মিনিটের মাথায় অফ-সাইডের আওতায় পড়েন ট্রিপিয়ার।

29 Jun 2021, 09:47:56 PM IST

সেভ

১৭ মিনিটের মাথায় ফের জার্মানির পতন রোধ করেন ন্যুয়ের। এবার মাগুইরের শট আটরকান তিনি।

29 Jun 2021, 09:46:57 PM IST

ন্যুয়েরের সেভ

১৬ মিনিটের মাথায় স্টার্লিংয়ের শট প্রতিহত করেন জার্মান গোলরক্ষর ন্যুয়ের।

29 Jun 2021, 09:45:26 PM IST

ইংল্যান্ডের আক্রমণ ব্যর্থ

১৪ মিনিটের মাথায় হ্যারি মাগুইরের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে এটিই ইংল্যান্ডের প্রথম যথাযথ আক্রমণ।

29 Jun 2021, 09:44:30 PM IST

ফাউল

১৩ মিনিটের মাথায় সাকাকে ফাউল করেন রুডিগার। 

29 Jun 2021, 09:41:51 PM IST

ছন্দে রয়েছে জার্মানি

শেষ ২১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে জার্মানি হেরেছে মাত্র ৩টি ম্যাচে। জিতেছে ১১টি ম্যাচ। ড্র হয়েছে ৭টি ম্যাচ।

29 Jun 2021, 09:40:40 PM IST

লড়াই সেয়ানে-সেয়ানে

শেষ ৩২ বারের মুখোমুখি সাক্ষাতে ইংল্যান্ড ও জার্মানি উভয় দলই ১৩টি করে ম্যাচ জিতেছে। ৬টি ম্যাচ ড্র হয়েছে।

29 Jun 2021, 09:39:24 PM IST

হলুদ কার্ড

৮ মিনিটের মাথায় গোরেত্জকাকে ফাউল করে হলুদ কার্জ দেখেন ইংল্যান্ডের মিডফিল্ডার রাইস।

29 Jun 2021, 09:36:05 PM IST

পিকফোর্ডের সেভ

৪ মিনিটের মাথায় গোরেত্জকার শট প্রতিহত করেন ইংল্যান্ড গোলরক্ষর পিকফোর্ড। ম্যাচে এটিই প্রথম আক্রমণ।

29 Jun 2021, 09:34:43 PM IST

শুরুতেই কর্ণার আদায় করে নেয় জার্মানি

শুরুতেই কর্ণার আদায় করে নেয় জার্মানিষ ম্যাচের তিন মিনিটের মাথায় টনি ক্রুস কর্ণার কিক নেন।

29 Jun 2021, 09:32:49 PM IST

বৈষম্যের বিরুদ্ধে বার্তা

ম্যাচ শুরুর আগে দু'দলের ফুটবলাররা হাঁটু গেড়ে বসে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বার্তা দেন।

29 Jun 2021, 09:31:29 PM IST

ম্যাচ শুরু

দু'দেশের জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে শুরু ওয়েম্বলির মহারণ।

29 Jun 2021, 09:19:42 PM IST

গ্রুপে জার্মানির ফলাফল

প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ০-১ গোলে পরাজিত হয়।
দ্বিতীয় ম্যাচে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে দেয়।
তৃতীয় ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করে।

29 Jun 2021, 09:18:06 PM IST

গ্রুপে ইংল্যান্ডের ফলাফল

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে পরাজিত করে।
দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে।
তৃতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নেয়।

29 Jun 2021, 09:15:08 PM IST

রিজার্ভ বেঞ্চে একঝাঁক তারকা

ফডেন, মাউন্ট, স্যাঞ্চো, রাশফোর্ডকে রিজার্ভ বেঞ্চে রাখল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর কথা ভেবেই তরুণ তুর্কিদের লুকিয়ে রাখলেন সাউথগেট।

29 Jun 2021, 09:00:56 PM IST

রুনি ও ওয়েনের সঙ্গে একাসনে সাকা

রুনি ও ওয়েনের পর তৃতীয় টিন-এজার হিসেবে ইংল্যান্ডের হয়ে কোনও বড় টুর্নামেন্টের নক-আউট ম্যাচের শুরু থেকে মাঠে নামছেন সাকা।

29 Jun 2021, 09:00:56 PM IST

জার্মানির প্রথম একাদশ

ম্যানুয়েল ন্যুয়ের, অ্যান্তোনিও রুডিগার, ম্যাটস হুমেলস, ম্যাথিয়াস জিন্টার, রবিন গোসেন্স, টনি ক্রুস, লিয়ন গোরেত্জকা, জোশুয়া কিমিখ, থমাস মুলার, কাই হাভার্টজ, টিমো ওয়ার্নার।

29 Jun 2021, 09:00:56 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জর্ডন পিকফোর্ড, কাইল ওয়াকার, হ্যারি মাগুইর, জন স্টোনস, কিয়েরান ট্রিপিয়ার, কেলভিন ফিলিপস, ডেকলান রাইস, লিউক শ, বুকায়ো সাকা, হ্যারি কেন, রহিম স্টার্লিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজ কারা ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন? কী বলছে আজকের প্রেম রাশিফল এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক ৫০ এর বেশি যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি!ওড়িশায় মৃত ১, নিখোঁজ ৭, চলছে উদ্ধারকাজ IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির পুলিশে চাকরি করেছি, আইন জানিনা ভাবাটা ভুল- অস্ত্র আইনে মামলা নিয়ে বললেন দেবাশিস হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি?

Latest IPL News

IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.