বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Italy vs Spain: দানির পর পেনাল্টি মিস মোরাতার, শুট-আউটে জিতে ইউরোর ফাইনালে ইতালি
জয়ের পর ইতালির ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি- উয়েফা।

Italy vs Spain: দানির পর পেনাল্টি মিস মোরাতার, শুট-আউটে জিতে ইউরোর ফাইনালে ইতালি

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পর ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল।

কোয়ার্টার ফাইনালে স্পেন পেনাল্টি শুট-আউটে ৩-১ গোলে পরাজিত করে সুইজারল্যান্ডকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। অন্যদিকে, ইতালি শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হারিয়ে দেল বেলজিয়ামকে। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে সম্মুখসমরে নামে ইতালি ও স্পেন। পেনাল্টি শুট-আউটে স্পেনকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় ইতালি।

07 Jul 2021, 03:26:37 AM IST

ট্র্যাডিশন বজায় রইল

এপর্যন্ত কোনও দল ইউরোর একটি আসরে দু'বার পেনাল্টি শুট-আউটে জেতেনি। স্পেন ইতালির কাছে শুট-আউটে হেরে বসায় সেই ট্র্যাডিশন বজায় রইল। কেননা স্পেন কোয়ার্টার ফাইনালে শুট-আউটে পরাজিত করে সুইজারল্যান্ডকে।

07 Jul 2021, 03:13:59 AM IST

স্পেনের পেনাল্টি শুট-আউট

মিস, গোল, গোল, মিস। পঞ্চম শট মারার প্রয়োজন হয়নি।

07 Jul 2021, 03:13:26 AM IST

ইতালির পেনাল্টি শুট-আউট

মিস, গোল, গোল, গোল, গোল।

07 Jul 2021, 03:12:32 AM IST

ইতালি জয়ী

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে থাকার পর ইতালি সেমিফাইনাল জিতে নেয় পেনাল্টি শুট-আউটে।  শুট-আউটের ফর ইতালির পক্ষে ৪-২।

07 Jul 2021, 03:11:14 AM IST

ইতালির গোল

গোল করেন জোরগিনহো।

07 Jul 2021, 03:10:46 AM IST

স্পেনের পেনাল্টি মিস

মোরাতার শট বাঁচিয়ে দেন গোলকিপার।

07 Jul 2021, 03:10:02 AM IST

ইতালির গোল

গোল করেন বার্নারদেসচি।

07 Jul 2021, 03:08:49 AM IST

স্পেনের গোল

গোল করেন আলকান্তারা।

07 Jul 2021, 03:08:07 AM IST

ইতালির গোল

গোল করেন বোনুচ্চি।

07 Jul 2021, 03:07:46 AM IST

স্পেনের গোল

গোল করেন মোরেনো।

07 Jul 2021, 03:07:25 AM IST

ইতালির গোল

গোল করেন বেলোত্তি।

07 Jul 2021, 03:07:01 AM IST

স্পেনের পেনাল্টি মিস

দানি ওলমোর শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।

07 Jul 2021, 03:05:25 AM IST

ইতালির পেনাল্টি মিস

লোকাতেল্লির শট বাঁচিয়ে দেন গোলকিপার।

07 Jul 2021, 03:04:23 AM IST

শুট-আউট শুরু

পেনাল্টি শুট-আউট শুরু।

07 Jul 2021, 03:00:17 AM IST

অতিরিক্ত সময়ের খেলা শেষ

অতিরিক্ত সময়ের খেলা শেষ। ম্যাচ এখনও ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। ফলাফল নির্ধারিত হবে পেনাল্টি শুট-আউটে।

07 Jul 2021, 02:57:47 AM IST

হলুদ কার্ড

১১৮ মিনিটের মাথায় মোরাতাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বোনুচ্চি।

07 Jul 2021, 02:55:32 AM IST

অফসাইড

১১৬ মিনিটের মাথায় ফের অফসাইডের আওতায় পড়েন ইতালির বেলোত্তি।

07 Jul 2021, 02:53:08 AM IST

অফসাইড

১১৩ মিনিটে ইতালির বেলোত্তি অফসাইডের আওতায় পড়েন।

07 Jul 2021, 02:49:57 AM IST

অফসাইড

১১০ মিনিটের মাথায় ইতালির বেরারদি অফসাইডের আওতায় পড়েন।

07 Jul 2021, 02:48:56 AM IST

স্পেনের পরিবর্ত

১০৯ মিনিটের মাথায় গার্সিয়াকে তুলে নিয়ে পাউ তোরেসকে মাঠে নামায় স্পেন।

07 Jul 2021, 02:47:26 AM IST

ইতালির পরিবর্ত

১০৭ মিনিটে সিয়েসাকে তুলে নিয়ে বার্নারদেসচিকে মাঠে নামায় ইতালি।

07 Jul 2021, 02:45:13 AM IST

স্পেনের পরিবর্ত

১০৫ মিনিটে সার্জিও বদলে স্পেন মাঠে নামায় আলকান্তারাকে।

07 Jul 2021, 02:44:18 AM IST

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

07 Jul 2021, 02:42:08 AM IST

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে।

07 Jul 2021, 02:41:08 AM IST

অফসাইড

১০৩ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন ইতালির বেলোত্তি।

07 Jul 2021, 02:36:19 AM IST

দোনারুমার সেভ

৯৮ মিনিটে ওলমোর আক্রমণ প্রতিহত করেন দোনারুমা।

07 Jul 2021, 02:35:30 AM IST

হলুদ কার্ড

৯৮ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ইতালির রাফায়ে।

07 Jul 2021, 02:27:07 AM IST

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু।

07 Jul 2021, 02:21:58 AM IST

দ্বিতীয়ার্ধের খেলা শেষ

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। স্বাভাবিকভাবেই ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে।

07 Jul 2021, 02:18:44 AM IST

মোরাতার রেকর্ড

ইউরোয় স্পেনের হয়ে সবথেকে বেশি ৬টি গোল করার রেকর্ড গড়লেন মোরাতা। তিনি পিছনে ফেলে দিলেন ফার্নান্দো তোরেসকে (৫)।

07 Jul 2021, 02:17:02 AM IST

স্পেনের পরিবর্ত

৮৫ মিনিটে অ্যাজপিলিকুয়েতার বদলে স্পেন মাঠে নামায় মার্কোস লরেন্তেকে।

07 Jul 2021, 02:16:11 AM IST

ইতালির জোড়া পরিবর্ত

৮৫ মিনিটে বারেল্লা ও ইনসাইনকে তুলে নিয়ে লোকাতেল্লি ও বেলোত্তিকে মাঠে নামায় ইতালি।

07 Jul 2021, 02:12:57 AM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৮৩ মিনিটের মাথায় ইতালির জালে বল জড়ানোর চেষ্টা করেন সার্জিও। যদি বল টার্গেটে রাখতে পারেননি তিনি।

07 Jul 2021, 02:09:45 AM IST

মোরাতার গোল

পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করলেন মোরাতা। ৮০ মিনিটে ওলমোর পাস থেকে মোরাতার করা গোলের সুবাদেই ম্য়াচে ১-১ সমতা ফেরায় স্পেন।

07 Jul 2021, 02:08:39 AM IST

উনাইয়ের সেভ

৮০ মিনিটের মাথায় বেরারদির আক্রমণ প্রতিহত করেন উনাই।

07 Jul 2021, 02:01:27 AM IST

ইতালির জোড়া পরিবর্ত

৭৪ মিনিটে ভেরাত্তিকে মাঠে নামিয়ে মাতেওকে মাঠে নামায় ইতালি। এমারসনের বদলে মাঠে নামেন রাফায়েল।

07 Jul 2021, 01:58:30 AM IST

স্পেনের জোড়া পরিবর্ত

৭০ মিনিটের মাথায় মিকেল ও কোকের বদলে মোরেনো ও রদ্রিকে মাঠে নামায় স্পেন।

07 Jul 2021, 01:57:32 AM IST

উনাইয়ের সেভ

৬৮ মিনিটের মাথায় বেরারদির শট প্রতিহক করেন উনাই।

07 Jul 2021, 01:56:58 AM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৬৭ মিনিটের মাথায় ওলমোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

07 Jul 2021, 01:52:52 AM IST

স্পেনের পরিবর্ত

৬২ মিনিটের মাথায় ফেরান তোরেসকে তুলে নিয়ে মোরাতাকে মাঠে নামায় স্পেন। একজন মিডফিল্ডারের বদলে স্ট্রাইকার নামিয়ে স্পেন তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দেয়।

07 Jul 2021, 01:51:38 AM IST

ইতালির পরিবর্ত

৬১ মিনিটের মাথায় ইমমোবিলকে তুলে নিয়ে বেরারদিকে মাঠে নামায় ইতালি।

07 Jul 2021, 01:48:23 AM IST

সিয়েসার গোল

৬০ মিনিটের মাথায় গোল করেন সিয়েসা। তিনি স্পেনের শেষ ডিফেন্স ভেঙে ইতালিকে ১-০ গোলে এগিয়ে দেন।

07 Jul 2021, 01:46:17 AM IST

দোনারুমার সেভ

৫৮ মিনিটের মাথায় মিকেলের আক্রমণ প্রতিহত করেন ইতালির গোলকিপার দোনারুমা।

07 Jul 2021, 01:42:21 AM IST

উনাইয়ের সেভ

৫৩ মিনিটের মাথায় সিয়েসার শট প্রতিহত করেন স্প্যানিশ গোলরক্ষক।

07 Jul 2021, 01:41:04 AM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৫২ মিনিটের মাথায় সার্জিওর ডানপায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

07 Jul 2021, 01:39:18 AM IST

হলুদ কার্ড

৫১ মিনিটের মাথায় ইমমোবিলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্জিও।

07 Jul 2021, 01:38:42 AM IST

ইতালির আক্রমণ

৪৯ মিনিটের মাথায় ইমমোবিল স্পেনের রক্ষণ ভাঙার চেষ্টা করেন। তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। বল মাঠের বাইরে চলে যায়।

07 Jul 2021, 01:34:15 AM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

07 Jul 2021, 01:19:47 AM IST

হাফ-টাইম

প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে ম্যাচ গোলশূন্য। ম্যাচের প্রথমার্ধে স্পেন তুলনায় পরিকল্পিত ফুটবল উপহার দেয়। তাদের দাপটই ছিল বেশি।

07 Jul 2021, 01:19:05 AM IST

ক্রসবারে প্রতিহত বল

গোলের সুযোগ হাতছাড়া ইতালির। ৪৫ মিনিটে এমারসনের শট ক্রসবারে প্রতিহত হয়। ম্যাচের প্রথমার্ধে এটিই স্পেনের পোস্ট লক্ষ্য করে ইতালির একমাত্র যথাযথ শট। 

07 Jul 2021, 01:11:51 AM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৩৯ মিনিটে মিকেলের শট ইতালির পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।

07 Jul 2021, 01:05:12 AM IST

স্পেনের আক্রমণ ব্যর্থ

৩৩ মিনিটের মাথায় ইতালির পোস্ট লক্ষ্য করে শট নেন ওলমো। যদিও বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।

07 Jul 2021, 12:57:27 AM IST

দোনারুমার সেভ

২৫ মিনিটের মাথায় দানি ওলমোর শট প্রতিহত করেন ইতালির গোলরক্ষক দোনারুমা। 

07 Jul 2021, 12:48:00 AM IST

স্পেনের আক্রমণ ব্যর্থ

ম্যাচের ১৫ মিনিটের মাথায় ফেরান তোরেস ইতালির জালে বল জড়ানোর চেষ্টা করেন। যদিও টার্গেটে ছিল না তাঁর শট।

07 Jul 2021, 12:36:30 AM IST

অফসাইড

৫ মিনিটের মাথায় ফের একবার ইতালির আক্রমণ থমকে যায় ইমমোবিল অফসাইডের আওতায় পড়ায়।

07 Jul 2021, 12:35:28 AM IST

অফসাইড

৩ মিনিটের মাথায় ইতালির বারেল্লা অফসাইডের আওতায় পড়েন। ভেস্তে যায় ইতালির আক্রমণ। যদিও বারেল্লার শট এক্ষেত্রে পোস্টে প্রতিহত হয়।

07 Jul 2021, 12:32:03 AM IST

ম্যাচ শুরু

ইতালি ও স্পেন, দু'দেশের জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে শুরু ইউরো ২০২০-র হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ।

07 Jul 2021, 12:09:30 AM IST

স্পেনের পরিবর্ত ফুটবলার

ডেভিড ডি'গেয়া, দিয়েগো লরেন্তে, পাউ তোরেস, মার্কস লরেন্তে, মোরাতা, মোরেনো, আলকান্তারা, স্যাঞ্চেজ, গায়া, রদ্রি, পেনা, ত্রাওরে।  

07 Jul 2021, 12:07:11 AM IST

ইতালির পরিবর্ত ফুটবলার

সিরিগু, লোকাতেল্লি, বেলোত্তি, বেরারদি, মাতেও, ফ্রান্সেসকো, ক্রিসতান্তে, বার্নারদেসচি, বাস্তনি, ফ্লোরেঞ্জি, রাফায়েল, অ্যালেক্স।

06 Jul 2021, 11:53:59 PM IST

প্রথম একাদশে রদবদল

ইতালি স্পিনাজ্জোলাকে বসিয়ে মাঠে নামায় এমারসনকে। স্পেন রিজার্ভ বেঞ্চে পাঠায় পাউ তোরেস ও মোরাতাকে। দলে নেই সারাবিয়া। তারা মাঠে নামায় গার্সিয়া, ওলমো ও মিকেলকে।

06 Jul 2021, 11:53:59 PM IST

স্পেনের প্রথম একাদশ

উনাই সিমন, আলবা, লাপোর্তে, গার্সিয়া, অ্যাজপিলিকুয়েতা, পেদ্রি, সার্জিও, কোকে, ওলমো, মিকেল, ফেরান তোরেস।

06 Jul 2021, 11:53:59 PM IST

ইতালির প্রথম একাদশ

দোনারুমা, লরেঞ্জো, বোনুচ্চি, চিয়েল্লিনি, এমারসন, বারেল্লা, জোরগিনহো, ভেরাত্তি, সিয়েসা, ইমমোবিল, ইনসাইন।

06 Jul 2021, 11:53:59 PM IST

অনবদ্য নজির ইতালির

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ইতালি এই নিয়ে মোট ১২ বার বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। ইউরোপের দেশগুলির মধ্যে একমাত্র জার্মানি তাদের থেকে বেশি ২০ বার এমন কৃতিত্ব দেখিয়েছে।

06 Jul 2021, 11:53:59 PM IST

১০০ শতাংশ জয়ের রেকর্ড

চলতি ইউরোয় যে চারটি দল সেমিফাইনালে উঠেছে, একমাত্র ইতালিই ৫টি ম্যাচের সবক'টিতে জিতেছে। 

06 Jul 2021, 11:53:59 PM IST

ইউরোয় স্পেন-ইতালি

এই নিয়ে ইউরোয় মোট ৭ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে স্পেন ও ইতালি। টানা চারটি ইউরোর নক-আউটে সম্মুখসমরে নামছে দু'দল। ২০০৮ ও ২০১২ সালে স্পেন জেতে। ২০১৬ সালে ইতালি ছিটকে দেয় স্পেনকে।

06 Jul 2021, 11:54:00 PM IST

বড় টুর্নামেন্টে ইতালি-স্পেন

ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় টুর্নামেন্টে এর আগে ৯ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে ইতালি ও স্পেন। ইতালি জিতেছে ৪টি ম্যাচ। ড্র হয়েছে ৪টি ম্যাচ। স্পেন জিতেছে ১টি ম্যাচ।  

06 Jul 2021, 11:54:00 PM IST

মুখোমুখি সাক্ষাতের ফলাফল

স্পেনের বিরুদ্ধে শেষ ১৪টি ম্যাচে মাঠে নেমে মাত্র ২ বার জিতেছে ইতালি। ২০১১ সালে ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোলে জয় পায় ইতালি। ২০১৬ সালে ইউরোর প্রি-কোয়ার্টারে ২-০ গোলে জয় তুলে নেয় তারা। ৭টি ম্য়াচ ড্র হয়। ৫টি ম্যাচ জেতে স্পেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গা? প্রশ্ন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ‘‌বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, বিস্ফোরক দাবি অভিষেকের গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন ভারতের চিকেন টিক্কা এবং পাও ভাজিতে মজেছেন SRH অধিনায়ক, এই দেশের আর কী মনে ধরেছে? কলকাতায় বড় বিপদ! বাড়িতে থাকলেও গরমে নিরাপদ নন এই সব অসুখে আক্রান্তরা 'কাজ করলে প্রচার কই'! ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী, আঙুল উঁচিয়ে ধমক বক্তব্য রাখার সময় সভামঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি, মহারাষ্ট্রে তোলপাড় ঘটনা মুঠোর মধ্যে যখন কিছু ধরেন, সবচেয়ে বেশি খাটে কে? কোন আঙুল, জানলে চমকে যাবেন রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও

Latest IPL News

গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.