বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Switzerland vs Spain: উত্তেজক পেনাল্টি শুট-আউটে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে স্পেন
ম্যাচের নায়ক গোলকিপারকে ঘিরে স্পেনের উচ্ছ্বাস। ছবি- উয়েফা।

Switzerland vs Spain: উত্তেজক পেনাল্টি শুট-আউটে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে স্পেন

প্রথমার্ধে জোর্ডি আলবার নেওয়া শটে বল জাকারিয়ার গায়ে লেগে সুইজারল্যান্ডের জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল করেন শাকিরি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল।

ইউরো ২০২০-র প্রি-কোয়ার্টারে ফ্রান্সকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। অন্যদিকে স্পেন ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করে। এবার সেমিফাইনালে যোগ্যতা অর্জনের লক্ষ্যে পরস্পরের মুখোমুখি হয় সুইজারল্যান্ড ও স্পেন। পেলাল্টি শুট-আউটে বাজিমাত করে স্পেন। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সুইজারল্যান্ড।

03 Jul 2021, 12:34:56 AM IST

সেমিফাইনালে স্পেন

চলতি ইউরোয় ফের অঘটন ঘটানোর উপক্রম করেছিল সুইজারল্যান্ড। শেষমেশ স্পেনের কাছে পেনাল্টি শুট-আউটে হারতে হয় তাদের। ম্যাচের প্রথমার্ধে জোর্ডি আলবার নেওয়া শটে বল জাকারিয়ার গায়ে লেগে সুইজারল্যান্ডের জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল করেন শাকিরি। নির্ধারিত ৯০ মিনিটে স্কোর ছিল ১-১। অতিরিক্তি সময়েও ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। শেষে পেনাল্টি শুট-আউটে স্পেন ৩-১ গোলে জয়লাভ করে এবং ইউরো ২০২০-র সেমিফাইনালে জায়গা করে নেয়। 

03 Jul 2021, 12:13:58 AM IST

মিকেলের গোল, স্পেন-৩ সুইজারল্যান্ড ১

মিকেলের গোল। ৩-১ ব্যবধানে শুট-আউট জিতে ইউরোর সেমিফাইনালে স্পেন। সুইজারল্যান্ডের শেষ শট নেওয়ার প্রয়োজন পড়েনি।

03 Jul 2021, 12:12:49 AM IST

ভার্গাসের পেনাল্টি মিস, স্পেন-২ সুইজারল্যান্ড ১

ভার্গাসের পেনাল্টি মিস। সুইজারল্যান্ড ১-২ গোলে পিছিয়ে।

03 Jul 2021, 12:12:07 AM IST

মোরেনোর গোল, স্পেন-২ সুইজারল্যান্ড ১

গোল করলেন মোরেনো। স্পেন ২-১ এগিয়ে।

03 Jul 2021, 12:11:25 AM IST

আকাঞ্জির পেনাল্টি মিস, স্পেন-১ সুইজারল্যান্ড ১

আকাঞ্জির শট বাঁচিয়ে দেন উনাই। স্কোর ১-১।

03 Jul 2021, 12:10:47 AM IST

রড্রির পেনাল্টি মিস, স্পেন-১ সুইজারল্যান্ড ১

রড্রির শট বাঁচিয়ে দেন সোমার। স্কোর ১-১।

03 Jul 2021, 12:09:59 AM IST

ফ্যাবিয়ানের পেনাল্টি মিস, স্পেন-১ সুইজারল্যান্ড ১

ফ্যাবিয়ানের পেনাল্টি মিস। তাঁর শট বাঁচিয়ে দেন উনাই। স্কোর ১-১।

03 Jul 2021, 12:08:55 AM IST

ওমলোর গোল, স্পেন-১ সুইজারল্যান্ড-১

দানি ওমলোর গোল। স্পেন ১-১ সমতা ফেরায়।

03 Jul 2021, 12:08:18 AM IST

গাভরানোভিচ গোল, স্পেন-০ সুইজারল্যান্ড-১

গাভরানোভিচ গোল করেন। সুইজারল্যান্ড ১-০ এগিয়ে।

03 Jul 2021, 12:07:19 AM IST

সার্জিওর পেনাল্টি মিস, স্পেন-০ সুইজারল্যান্ড-০

সার্জিওর পেনাল্টি মিস। তাঁর শট পোস্টে প্রতিহত হয়। স্পেন-০ সুইজারল্যান্ড-০

03 Jul 2021, 12:06:22 AM IST

শুট আউট শুরু

শুট আউট শুরু। প্রথম শট নিচ্ছে স্পেন।

03 Jul 2021, 12:02:01 AM IST

অতিরিক্ত সময়ের খেলা শেষ 

অতিরিক্ত সময়ের খেলা শেষ। ম্যাচ এখনও ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। ফলাফল নির্ধারিত হবে পেনাল্টি শুট-আউটে। ১০ জনের সুইজারল্যান্ড দুরন্ত লড়াই চালিয়ে আটকে দেয় স্পেনকে। দুর্ভেদ্য দেখায় সুইস গোলকিপার সোমারকে।

03 Jul 2021, 12:01:17 AM IST

শট লক্ষ্যভ্রষ্ট

১২০+২ মিনিটে রদ্রির শট লক্ষ্যভ্রষ্ট হয়।

03 Jul 2021, 12:00:40 AM IST

হলুদ কার্ড

১২০+১ মিনিটে হলুদ কার্ড দেখেন গাভরানোভিচ।

03 Jul 2021, 12:00:13 AM IST

১ মিনিট ইনজুরি টাইম

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১ মিনিট সময় সংযোজিত হয়।

02 Jul 2021, 11:59:45 PM IST

স্পেনের পরিবর্ত

১১৯ মিনিটে পেদ্রিকে তুলে নিয়ে রদ্রিকে মাঠে নামায় স্পেন। পেনাল্টি শুট-আউটের প্রস্তুতি নিচ্ছে স্পেন।

02 Jul 2021, 11:59:05 PM IST

সোমারের সেভ

১১৮ মিনিটে মোরেনোর শট বাঁচিয়ে দেন সুইস গোলকিপার।

02 Jul 2021, 11:56:01 PM IST

সোমারের সেভ

স্পেনের একতরফা আক্রমণ চলছেই। এবার সার্জিওর শট প্রতিহত করেন সোমার।

02 Jul 2021, 11:53:08 PM IST

স্পেনের পরিবর্ত

১১৩ মিনিটের মাথায় পাউ তোরেসকে তুলে নিয়ে অ্যালকান্তারাকে মাঠে নামায় স্পেন। ডিফেন্ডার সরিয়ে বাড়তি মিডফিল্ডার আমদানি করে স্পেন।

02 Jul 2021, 11:52:13 PM IST

সোমারের সেভ

১১১ মিনিটে ওলমোর শট প্রতিহত করেন সোমার।

02 Jul 2021, 11:51:45 PM IST

হ্যান্ড বল

১১০ মিনিটের মাথায় হ্যান্ড বল করেন লরেন্তে।

02 Jul 2021, 11:46:18 PM IST

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

02 Jul 2021, 11:43:37 PM IST

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচ এখনও ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে।

02 Jul 2021, 11:43:19 PM IST

সোমারের সেভ

পরপর দলের পতন রোধ করছেন সোমার। এবার ১০৫+১ মিনিটে মিকেলের শট প্রতিহত করেন তিনি।

02 Jul 2021, 11:42:37 PM IST

১ মিনিট ইনজুরি টাইম

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ১ মিনিট সময় সংযোজিত হয়।

02 Jul 2021, 11:39:46 PM IST

ফের সেভ সোমারের

১০৩ মিনিটের মাথায় মিকেলের শট আটকান সোমার।

02 Jul 2021, 11:39:04 PM IST

সোমারের সেভ

১০১ মিনিটের মাথায় মোরেনোর শট প্রতিহত করেন সোমার।

02 Jul 2021, 11:37:44 PM IST

জোড়া পরিবর্ত

১০১ মিনিটের মাথায় সুইজারল্যান্ড উইডমার ও জাকারিয়াকে তুলে নিয়ে এমবাবু ও ফ্যাবিয়ানকে মাঠে নামায়। একজন মিডফিল্ডারকে সরিয়ে বাড়তি ডিফেন্ডার মাঠে নামায় সুইজারল্যান্ড।

02 Jul 2021, 11:36:42 PM IST

শট লক্ষ্যভ্রষ্ট

১০০ মিনিটের মাথায় মোরেনোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 11:33:09 PM IST

ফের পতন রোধ করলেন সোমার

৯৬ মিনিটে লরেন্তের শট বাঁচালেন সোমার।

02 Jul 2021, 11:32:20 PM IST

সোমারের সেভ

৯৬ মিনিটে জোর্ডি আলবার শট প্রতিহত করেন সুইস গোলকিপার সোমার।

02 Jul 2021, 11:28:56 PM IST

স্পেনের সুযোগ নষ্ট

৯২ মিনিটে মোরেনোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। গোলের সহজ সুযোগ হাতছাড়া স্পেনের।

02 Jul 2021, 11:27:02 PM IST

স্পেনের পরিবর্ত

৯১ মিনিটে ফেরান তোরেসকে তুলে নিয়ে মিকেলকে মাঠে নামায় স্পেন।

02 Jul 2021, 11:26:22 PM IST

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু।

02 Jul 2021, 11:22:47 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শেষ

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। সুতরাং অতিরিক্ত সময়ে গড়াল লড়াই।

02 Jul 2021, 11:21:44 PM IST

হলুদ কার্ড

৯০+১ মিনিটে গাভরানোভিচকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার লাপোর্তে। 

02 Jul 2021, 11:20:37 PM IST

সুইজারল্যান্ডের পরিবর্ত

৯০+২ মিনিটে জুবেরকে তুলে নিয়ে ক্রিশ্চিয়ানকে মাঠে নামায় সুইজারল্যান্ড।

02 Jul 2021, 11:19:48 PM IST

স্পেনের পরিবর্ত

৯০+১ মিনিটে কোকের পরিবর্তে লরেন্তেকে মাঠে নামায় স্পেন।

02 Jul 2021, 11:18:58 PM IST

৪ মিনিট ইনজুরি টাইম

দ্বিতীয়ার্ধে ৪ মিনিট সময় সংযোজিত হয়।

02 Jul 2021, 11:12:38 PM IST

সোমারের সেভ

৮৪ মিনিটে মোরেনোর শট প্রতিহত করেন সুইস গোলকিপার সোমার।

02 Jul 2021, 11:11:55 PM IST

জোড়া পরিবর্ত সুইজারল্যান্ডের

৮১ মিনিটে শাকিরিকে তুলে নিয়ে জিবরিল শো-কে মাঠে নামায় সুইজারল্যান্ড। ৮২ মিনিটে সেফেরোভিচের বদলে মাঠে নামেন গাভরানোভিচ।

02 Jul 2021, 11:10:12 PM IST

স্পেনের আক্রমণ ব্যর্থ

৭৯ মিনিটে মোরেনোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 11:06:29 PM IST

লাল কার্ড দেখলেন ফ্রেউলার

৭৭ মিনিটে মোরেনোকে ফাউল করে লাল কার্ড দেখেল রেমো ফ্রেউলার। কিছুক্ষণ আগে শাকিরিকে গোলের পাস বাড়িয়েছিলেন তিনি। ফ্রেউলার মাঠ ছাড়ায় বাকি সময়টায় ১০ জনে খেলতে হবে সুইজারল্যান্ডকে

02 Jul 2021, 11:05:05 PM IST

শট লক্ষ্যভ্রষ্ট

৭৭ মিনিটে পাউ তোরেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 11:04:22 PM IST

শাকিরির রেকর্ড

সুইজারল্যান্ডের হয়ে ইউরোয় সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়লেন শাকিরি। এই নিয়ে তিনি ইউরোয় মোট ৪টি গোল করলেন।

02 Jul 2021, 11:00:43 PM IST

অফসাইড

৭৩ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন ফেরান তোরেস। স্পেনের আক্রমণ ভেস্তে যায়।

02 Jul 2021, 10:55:11 PM IST

শাকিরির গোল

৬৮ মিনিটে শাকারির গোলে ১-১ সমতা ফেরাল সুইজারল্যান্ড। লাপোর্তে ও পাউ তোরেসের ভুল বোঝাবুঝির সুযোগে স্পেনের বক্সের ঠিক সামনে বল পেয়ে যান ফ্রেউলার। তিনি বল বাড়িয়ে দেন শাকিরির কাছে। ডান পায়ের শটে গোল করতে ভুল করেননি শাকিরি।

02 Jul 2021, 10:54:30 PM IST

হলুদ কার্ড

৬৭ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন সুইস ডিফেন্ডার উইডমার।

02 Jul 2021, 10:53:35 PM IST

অফসাইড

৬৫ মিনিটে অফসাইডের আওতায় পড়েন ভার্গাস।

02 Jul 2021, 10:52:08 PM IST

উনাইয়ের সেভ

৬৪ মিনিটের মাথায় জুবেরের শট প্রতিহত করেন স্প্যিনশ গোলরক্ষক উনাই সাইমন।

02 Jul 2021, 10:45:53 PM IST

সুইজারল্যান্ডের আক্রমণ ব্যর্থ

৫৬ মিনিটের মাথায় জাকারিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 10:42:02 PM IST

স্পেনের পরিবর্ত

৫৪ মিনিটের মাথায় মোরাতাকে তুলে নিয়ে মোরেনোকে মাঠে নামায় স্পেন।

02 Jul 2021, 10:38:34 PM IST

স্পেনের আক্রমণ

৫০ মিনিটের মাথায় কোকের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 10:37:56 PM IST

সুইজারল্যান্ডের আক্রমণ ব্যর্থ

৪৮ মিনিটের মাথায় আকাঞ্জি বল স্পেনের জালে রাখতে ব্যর্থ হন।

02 Jul 2021, 10:37:04 PM IST

অফসাইড

৪৭ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন মোরাতা। স্পেনের আক্রমণ ভেস্তে যায়।

02 Jul 2021, 10:36:20 PM IST

স্পেনের পরিবর্ত

দ্বিতীয়ার্ধে সারাবিয়াকে তুলে নিয়ে দানি ওলমোকে মাঠে নামায় স্পেন।

02 Jul 2021, 10:35:04 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে স্পেন।

02 Jul 2021, 10:16:44 PM IST

হাফ-টাইম

প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে স্পেন এগিয়ে ১-০ গোলে।

02 Jul 2021, 10:15:01 PM IST

১ মিনিট ইনজুরি টাইম

প্রথমার্ধে ১ মিনিট সময় সংযোজিত হয়। 

02 Jul 2021, 10:12:46 PM IST

অফসাইড

৪১ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন সুইজারল্যান্ডের জুবের।

02 Jul 2021, 10:11:47 PM IST

আক্রমণ ব্যর্থ

৩৯ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের আক্রমণ ব্যর্থ হয়। স্পেনের পোস্ট লক্ষ্য করে উইডমারের নেওয়া শট মাঠের বাইরে চলে যায়।

02 Jul 2021, 10:05:59 PM IST

সুইজারল্যান্ডের আক্রমণ ব্যর্থ

৩৪ মিনিটের মাথায় আকাঞ্জি স্পেনের পোস্ট লক্ষ্য করে শট নেন। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 10:04:18 PM IST

আত্মঘাতী গোলের রেকর্ড

জাকারিয়ার গোলের সঙ্গে সঙ্গে চলতি ইউরোয়া আত্মগাতী গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছে গেল। এই নিয়ে মোট ১০টি আত্মঘাতী গোল হল এবারের ইউরো কাপে। আগের সবগুলি ইউরো মিলিয়ে মোট ৯টি আত্মঘাতী গোল হয়েছিল। এবার একটি টুর্নামেন্টই সব আগের মিলিত নজির ছাপিয়ে যায়।আরও পড়ুন: EURO 2020: আত্মঘাতী গোলের অবিশ্বাস্য রেকর্ড ইউরোয়, দেখুন গোলকিপারের হাস্যকর ভুলের ভিডিও

02 Jul 2021, 10:00:22 PM IST

সোমারের সেভ

২৫ মিনিটের মাথায় অ্যাপিলিকুয়েতার শট জালে জড়ানো থেকে প্রতিহত করেন সুইস গোলকিপার সোমার।

02 Jul 2021, 09:59:17 PM IST

আলবার গোলটিকে জাকারিয়ার আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা

জোর্ডি আলবার শট সুইজারল্যান্ডের জালে জড়ানোর আগে সুইস মিডফিল্ডার জাকারিয়ার শরীরে লেগে প্রতিহত হয়। ফলে গোলটিকে জাকারিয়ার আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করা হয়।

02 Jul 2021, 09:57:39 PM IST

সুইজারল্যান্ডের পরিবর্ত

২৩ মিনিটের মাথায় বাধ্য হয়েই এমবোলোকে তুলে নিয়ে রুবেন ভার্গাসকে মাঠে নামায় সুইজারল্যান্ড।

02 Jul 2021, 09:48:52 PM IST

স্পেনের আক্রমণ

১৭ মিনিটের মাথায় কোকেট শট লক্ষ্যভ্রষ্ট হয়।

02 Jul 2021, 09:45:02 PM IST

অফসাইড

১৩ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন সেফেরোভিচ।

02 Jul 2021, 09:39:24 PM IST

আলবার গোল

ম্যাচের ৮ মিনিটের মাথায় জোর্ডি আলবার গোলে ১-০ এগিয়ে গেল স্পেন। কোকের কর্ণার থেকে গোল করেন আলবা। স্প্যানিশ কোচ কোয়ার্টারের শুরু থেকে মাঠে নামান আলবাকে। তাঁর পরিকল্পনা পুরোপুরি সফল বলে প্রমাণিত হল।

02 Jul 2021, 09:38:01 PM IST

অফসাইড

৭ মিনিটের মাথায় শাকিরি অফসাইডের আওতায় পড়েন।

02 Jul 2021, 09:35:53 PM IST

দু'দলের প্রি-কোয়ার্টারের ফলাফ

ইউরো ২০২০-র প্রি-কোয়ার্টারে ফ্রান্সকে পেনাল্টি শুট-আউটে ৫-৪ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ও অতিরিক্তি সময়ের পর ম্যাচের স্কোর-লাইন ছিল ৩-৩। অন্যদিনে স্পেন ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করে।

02 Jul 2021, 09:32:00 PM IST

ম্যাচ শুরু

দু'দেশের জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে ম্যাচ শুরু।

02 Jul 2021, 09:30:37 PM IST

মুখোমুখি সাক্ষাৎ

নিরপেক্ষ মাঠে ৩ বারের মুখোমুখি সাক্ষাতে স্পেন জিতেছে ২ বার। একবার জিতেছে সুইজারল্যান্ড। তিনটি ম্যাচই ছিল বিশ্বকাপের। ১৯৬৬ সালে গ্রুপ পর্যায়ে ২-১ গোলে জেতে স্পেন। ১৯৯৬ সালে প্রি-কোয়ার্টারে ৩-০ গোলে জেতে স্পেন। ২০১২ এর গ্রপর পর্যায়ে স্পেন হারে ০-১ গোলে। শেষ ২২ বারের সম্মুখসমরে স্পেন একবার মাত্র হেরেছে সুইসদের বিরুদ্ধে। জিতেছে ১৬টি ম্যাচ। ড্র হয়েছে ৫টি ম্যাচ।

02 Jul 2021, 09:12:16 PM IST

স্পেনের প্রথম একাদশ

পাউ তোরেস ও জোর্ডি আলবাকে শুরু থেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় স্পেন। এরিক গার্সিয়া ও গায়াকে বসতে হয় রিজার্ভ বেঞ্চে।

02 Jul 2021, 09:12:16 PM IST

সুইজারল্যান্ডের প্রথম একাদশ

কার্ড সমস্যায় খেলতে পারবেন না জাকা। নিঃসন্দেহে বড় ধাক্কা সুইজারল্যান্ড শিবিরে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢোকেন জাকারিয়া। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.