চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল লিভারপুল। ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। শুরু থেকেই ঘরের মাঠে দাপট বজায় রেখেছিল লিভারপুল। খেলার ২২ মিনিটেই আক্রমণ থেকে প্রায় গোল তুলে নিয়েছিল তারা। কিন্তু গোল লাইন সেভ করে সেই যাত্রায় রিয়ালকে বাঁচায় রাউল আসেনসিও। এরপর আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তোলে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে এবারের শুরুটা ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়নদের। আগের ম্যাচে এসি মিলানের কাছেও ৩-১ গোলে পরাজিত হতে হয়েছিল তাদের। তবে এদিনের ম্যাচে মুহুর্মুহু আক্রমণ সত্ত্বেও প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি লিভারপুল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ৫৪ মিনিটে প্রথম গোলটি পায় লিভারপুল। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিয়ে গোল মারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার। এর ঠিক ৪ মিনিটের মধ্যে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। লুকাস ভাসকেজকে বক্সের মধ্যে ট্যাকেল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে, মিস করেন শটটি। তবে ম্যাচে ড্রামা আরও বাকি ছিল। এবার মহম্মদ সালাহকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু এবার দ্য রেডসের হয়ে শট গোলে রাখতে ব্যর্থ হন সালাহ। এরপর ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি পায় লিভারপুল। ভাসানো বলে হেড করে গোল করেন কোডি গাকপো।
এই হারের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, ‘সত্যি বলতে তারা এই জয়টা দাবি করে। ফলাফল যা হয়েছে একদম সঠিক। এই মুহূর্তে তারা অসাধারণ ফর্মে রয়েছে। তাদের পদ্ধতি একদম সঠিক ছিল, আমরা ভালো ডিফেন্স করেছি। কিন্তু আমরা সুযোগ হাতছাড়া করেছি। পেনাল্টি পাওয়ার আগে পর্যন্ত আমরা লড়াই করেছি, আমরা সমতায় ফিরতে পারতাম। দল ভালো লড়েছে।’ এমবাপে সম্পর্কে বলতে গিয়ে কোচ বলেন, ‘এটা অনেক সময় হয় যে স্ট্রাইকারদের কাছে গোল করা কঠিন হয়ে পড়ে এবং সেটা তাদের হতাশ করে। এটার একটা ওষুধ আছে, সেটা হল আপনাকে ধৈয্য ধরতে হবে। ধৈয্য ধরুন সব কিছু দ্রুতই পরিবর্তন হবে।’ এমবাপে কী আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন? এই বিষয়ে কোচ বলেন, ‘মনে হচ্ছে সামান্য রয়েছে, তবে এটা ক্ষণস্থায়ী। পদ্ধতি একটাই, আপনাকে সহজ ভাবে খেলতে হবে। আর তাতে কোনও ভুল নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।