বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > '২০২৪ সালে ছেড়ে যাওয়া ঠিক হবে না', স্ত্রীর কথা শুনেই লিভারপুলের সঙ্গে চুক্তি বাড়ালেন ক্লপ

'২০২৪ সালে ছেড়ে যাওয়া ঠিক হবে না', স্ত্রীর কথা শুনেই লিভারপুলের সঙ্গে চুক্তি বাড়ালেন ক্লপ

লিভারপুল ম্যানেজার জুরগেন ক্লপ। ছবি- এএফপি। (AFP)

ক্লপের পাশাপাশি তাঁর সহকারী পেপ লিন্ডার্সরাও ক্লাবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।

বর্তমান সময়ে মতান্তরে পৃথিবীর সেরা ফুটবল ম্যানেজার তিনি। তাঁর দল লিভারপুল এখনও মরশুমে কোয়াড্রপল জিতে ইতিহাস রচনা করার দৌড়ে রয়েছে। এরই মধ্যেই লিভারপুল সমর্থকদের জন্য সুখবর। রেডসদের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করলেন ক্লপ।

ক্লপের চুক্তি ২০২৪ সাল পর্যন্ত ছিল। তবে দুরন্ত ছন্দে থাকা লিভারপুলের দুই বছর পরে ক্লপের বিদায়ের পর কী অবস্থা হতে পারে, সেই নিয়ে অনেক সমর্থকই চিন্তায় ছিলেন। রেডস অনুরাগীদের আশ্বস্ত করে ২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করলেন জার্মান ম্যানেজার। শুধু তিনিই নন, পেপ লিন্ডার্সসহ তাঁর কোচিং স্টাফের সকলেই ক্লাবের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লিভারপুলের তরফে এই খবরটি জানানো হয়। 

২০১৫ সালে ক্লপের লিভারপুলে যোগদানের সময়ও তাঁর স্ত্রী উলা, তাঁকে পরামর্শ দিয়েছিলেন। এবারও উলার সঙ্গে পরামর্শ করেই তিনি মার্সিসাইডে নিজের চুক্তি বাড়িয়ে আরও দুই বছর থাকতে আগ্রহী। এই বিষয়ে ক্লপ বলেন, ‘আমরা রান্নাঘরে বসে আলোচনা করছিলাম এবং উলা বলে আমাদের ২০২৪ সালে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। উলা এখানে থাকতে চায় এবং ভাল স্বামী হিসাবে ওর কথা শুনতেই হবে। ২০২৪ সালে ছাড়ার সিদ্ধান্তটাও ওর সঙ্গে ব্যক্তিগত চুক্তি অনুযায়ীই নেওয়া হয়েছিল। ওর সঙ্গেই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি আমি এবং ওখান থেকেই আবার সব কথোপকথন শুরু হয়।’

নতুন চুক্তি স্বাক্ষর করার পর ক্লপ আরও বলেন, ‘আমাদের ক্লাবের মধ্যে এখনও কিছুটা নতুনত্ব রয়েছে, যা আমাকে আকৃষ্ট করছে। খুশি, কৃতার্থ, আর্শিবাদপ্রাপ্ত, উত্তেজিত, নতুন চুক্তি স্বাক্ষর করাকে আমি এই সব শব্দ ব্যবহার করেই ব্যবহার করতে পারি। শুরু থেকেই দলের কর্ণধাররা দলের উন্নতি করতে সচেষ্ট ছিল এবং বর্তমানেও সেই চেষ্টা অব্যাহত। এই জায়গাটাকেও ভালবাসার জন্য অনেক কারণ রয়েছে। আমি ক্লাবে আসার আগেও এই নিয়ে অনেক কিছু শুনেছিলাম এবং এখন যখন এতদিন ধরে রয়েছি, তখন সেটা ভালভাবেই উপলব্ধ করতে পারছি।’ 

প্রসঙ্গত, ক্লপই বর্তমানে প্রিমিয়র লিগের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় রয়েছেন। তাঁর এই নতুন চুক্তির ফলে তিনি এক দশকেরও বেশি সময় লিভারপুল ম্যানেজার হিসাবে কাটাতে চলেছেন, যা বর্তমান সময়ে প্রায় শোনাই যায় না। ঘটনাক্রমে, নতুন চুক্তি স্বাক্ষর করলেও, ক্লপ নিজের বেতন একটুও বাড়াননি, বরং সই করার বোনাসটাই নাকি তিনি সম্পূর্ণই তাঁর সহকারীদের মধ্যে ভাগ করে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন