চোটের যেন অভিশাপ লেগেছে ইস্টবেঙ্গলের। আগেই চোট পেয়েছেন সাউল ক্রেসপো, দিমিত্রিয়স দায়মান্তাকসরা। সেই তালিকায় এবার জুড়ল মাদিহ তালালের। বৃহস্পতিবার যুবভারতীতে ওড়িশা এফসির বিরুদ্ধে চোট পেয়ে উঠে গেলেন ইস্টবেঙ্গলের তারকা। ম্যাচের শুরুতেই হাঁটুতে চোট পান। তার জেরে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল। মাঠে নামলেও বেশি থাকতে পাননি। ১১ মিনিটের মধ্যেই তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। খালি চোখে দেখে যা মনে হয়েছে, তাতে দীর্ঘদিন মাসের মধ্যেই থাকতে হবে। এমনকী এবার আইএসএলের আর কতগুলি ম্যাচ খেলতে পারবেন, তা নিয়ে ধন্দ আছে।
আরও পড়ুন: East Bengal FC: ISL-এ চালু হোক VAR, ‘খারাপ’ রেফারিংয়ের শিকার হওয়ার পর জোরাল দাবি ইস্টবেঙ্গলের
ধরে-ধরে তালালকে নামান ওড়িশার ফুটবলাররা
বিশেষত টানেল দিয়ে নামার সময় যেভাবে তাঁকে ধরে-ধরে নামান ওড়িশার খেলোয়াড়রা, তাতে পুরো মরশুমের জন্যই তালাল ছিটকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ডান পা'টা নীচে ফেলতেও পারছিলেন না। বাঁ-হাতে ক্রাচ ধরে বাঁ-পায়ে ভর দিয়ে আসতে-আসতে নামার চেষ্টা করছিলেন। তারপর তাঁর হাত থেকে ক্রাচ নিয়ে ধরে-ধরে নামান ওড়িশার খেলোয়াড়রা। কিছুটা কোলেও তুলে নেন। অন্যদিকে কুঁচকিতে চোটের জন্য গ্রিক তারকা দায়মান্তাকসকেও সম্ভবত অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে।
আরও পড়ুন: East Bengal: পরপর AFC চ্যালেঞ্জ লিগ এবং ISL-এর ম্যাচ, সূচি পরিবর্তনের অনুরোধ ইস্টবেঙ্গলের
লাল কার্ড ছিল না!
আর সেই চোট দুর্ভাগ্যের মধ্যেই জিকসন সিংকে বিতর্কিত লালকার্ড দেখানো হয়। ৪২ মিনিটে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু সেটি ফাউল ছিল কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্ন আছে। যতবার রিপ্লে দেখা হয়েছে, তাতে প্রতিবারই মনে হয়েছে যে জিকসনের হাতটা মোটেও দিয়েগো মরিসিওয়ের মুখে লাগেনি। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের কোনও প্রশ্নই ওঠে না। বরং প্লে-অ্যাক্টিংয়ের জন্য তাঁকেই হলুদ কার্ড দেখালেও অবাক হওয়ার ছিল না।
এটা রেফারিং? চটে লাল ইস্টবেঙ্গলের ফ্যানরা
সেটা না হওয়ায় বাকি সময়টা ইস্টবেঙ্গলকে ১০ জনে খেলতে হয়। আর তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন লাল-হলুদ ফ্যানরা। তাঁদের বক্তব্য, আইএসএলকে দেশের এক নম্বর টুর্নামেন্ট বলা হচ্ছে। আর সেই টুর্নামেন্টের রেফারিংয়ের মান যদি এরকম হয়, তাহলে কিছু বলার নেই। বিষয়টি নিয়ে এফএসডিএলের ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের দাবি তুলেছেন। অপর এক লাল-হলুদ সমর্থকের বক্তব্য, ভারতীয় ফুটবলে অবিলম্বে ‘ভার’ চালু করা হোক। রেফারিংয়ের মান এরকম হলে ভারতীয় ফুটবল কখনও উন্নতি করবে না।
আরও পড়ুন: আমাদের পূর্ব পুরুষদের শিকড় ওখানে, বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।