HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > চোখের জলে সুভাষকে বিদায় জানাল ময়দান, দেখে নিন বাংলার বুলডোজারের সাফল্যের লোকগাথা

চোখের জলে সুভাষকে বিদায় জানাল ময়দান, দেখে নিন বাংলার বুলডোজারের সাফল্যের লোকগাথা

কোভিড বিধি কারণে ময়দানে শেষ বার যাওয়া হয়নি সুভাষ ভৌমিকের। তাই পুরো ময়দানই এসে জড়ো হয়েছিল একবালপুরের যে বেসরসারি নার্সিংহোমে সুভাষ ভর্তি ছিলেন, তার বাইরে। শেষ বারের মতো প্রিয় ‘ভোম্বল’কে চোখের দেখা দেখার জন্য। শেষ বিদায় জানানোর জন্য।

1/7 কলকাতা ময়দান ভালবেসে তাঁর নাম দিয়েছিল ‘বুলডোজার’। তাঁর পায়েই জাদুতেই আত্মহারা হয়েছিল সত্তরের দশক। উত্তরবঙ্গের মালদহ থেকে এসে কোনও তথাকথিত গডফাদার ছাড়াই টানা প্রায় এক যুগ ময়দানে রাজত্ব করেছিলেন সুভাষ ভৌমিক। শুধু খেলোয়াড় হিসেবে নয়, পরে কোচ হিসেবেও একের পর এক গৌরবের কীর্তি লিখে গিয়েছেন সকলের আদরের ‘ভোম্বলদা’।
2/7 ফুটবলার হিসেবে কলকাতা ময়দানে সুভাষের অভিযেক হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। এর পর তো সবটাই ইতিহাস। এর পর থেকে প্রায় ১১ বছর ধরে তাঁকে নিয়ে রীতিমতো টাগ অফ ওয়ারের এক গল্পকথা লেখা হয়ে যায়। সুভাষের প্রথম বড় ক্লাব ছিল ইস্টবেঙ্গল। তাই এই ক্লাবের প্রতি টানটা একটু অন্য রকমই ছিল ভৌমিকের। তবে ফুটবলার সুভাষ মাত্র এক মরশুম লাল-হলুদে খেলে, চলে যান প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানে। সেখানে তিন বছর খেলার পর প্রত্যাবর্তন করেন ইস্টবেঙ্গলেই। তিন বছর চুটিয়ে লাল-হলুদ জার্সিতে খেলার পর আবার ফিরে যান গঙ্গাপারের ক্লাবে। ফের তিন বছর পর ফেরেন ইস্টবেঙ্গলে। এক বছর সেখানে খেলে ১৯৭৯ সালে অবসর নেন সুভাষ ভৌমিক। ইস্টবেঙ্গলে তিনি খেলেছেন পাঁচ বছর (১৯৬৯, ১৯৭৩-৭৫, ১৯৭৯)। আর সবুজ-মেরুনে খেলেছেন ছ’বছর (১৯৭০-৭২, ১৯৭৬-৭৮)।
3/7 ফুটবল জীবনে মোট ২৭টি ট্রফি জিতেছিলেন সুভাষ। সবুজ-মেরুন জার্সসিতে ১৬টি ট্রফি, আর লাল-হলুদ জার্সিতে ১১টি ট্রফি। কলকাতা লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ফেডারেশন কাপ— কী না ছিল তাঁর ট্রফি ক্যাবিনেটে। ১১ বছরের মধ্যে এক মাত্র ১৯৭৯ সালে কোনও ট্রফি জিততে পারেননি তিনি। কলকাতা লিগ জিতেছেন পাঁচ বার (১৯৭৩-৭৬, ১৯৭৮)। শিল্ড জিতেছেন ছ’বার (১৯৭৩-৭৮)। আট বার জিতেছেন রোভার্স কাপ (১৯৬৯-৭৩, ১৯৭৫-৭৭)। এ ছাড়া দু’বার করে বরদলই ট্রফি (১৯৭৬-৭৭), ডিসিএম ট্রফি (১৯৭৩-৭৪) এবং‌ এক বার করে ফেডারেশন কাপ (১৯৭৮), ডুরান্ড কাপ (১৯৭৭), দার্জিলিং গোল্ড কাপ (১৯৭৬) ও নাগজি ট্রফি (১৯৭৮) জিতেছেন সুভাষ।
4/7 মোহনবাগানের হয়ে করেছিলেন মোট ৮২টি গোল। তার মধ্যে ছিল চারটি হ্যাটট্রিক। আর লাল-হলুদের হয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৮৩টি। গোলের নিরিখে তাঁর সেরা দু’বছর ১৯৭০ এবং ১৯৭৬। ১৯৭০ সালে ২৭টি এবং ১৯৭৬ সালে ১৯টি গোল করেছিলেন তিনি। পাশাপাশি বাংলা ও দেশের হয়েও ট্রফি জিতেছেন সুভাষ। বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। ভারতের হয়ে ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সুভাষ।
5/7 ফুটবলার জীবন থেকে অবসর নিয়েও হাত গুটিয়ে বসে থাকেননি সুভাষ। ফুটবল থেকে দূরে থাকাই তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই কোচ হিসেবে শুরু করেন দ্বিতীয় ইনিংস। ১৯৮৬ সালে জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে সুভাষের অভিষেক হয়। ১৯৯১ সালে প্রথম বড় দল হিসেবে মোহনবাগানের কোচ হন। তবে সুভাষের কোচিং জীবনের সেরা সময় কেটেছে ইস্টবেঙ্গলে। প্রথমে ১৯৯৯-২০০০ এবং তার পরে ২০০২-’০৫ এবং ২০০৮-’০৯ সালে লাল-হলুদের কোচ ছিলেন তিনি।
6/7 তাঁর কোচিংয়েই ২০০৩ সালে আশিয়ান কাপ জেতে ইস্টবেঙ্গল। যা সুভাষের কোচিং জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তাঁর কোচিংয়েই ২০০২-’০৩ এবং ২০০৩-’০৪ মরসুমে ইস্টবেঙ্গল পর পর দু’বার জাতীয় লিগ (বর্তমানে আই লিগ) চ্যাম্পিয়ন হয়। বাংলা দলেরও কোচ হয়েছিলেন সুভাষ।
7/7 ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়াও ২০০৬ সালে মহমেডান স্পোর্টিং, ২০০৭-’০৮ গোয়ার সালগাওকর ও ২০১২-’১৩ মরশুমে গোয়ারই চার্চিল ব্রাদার্সের কোচ ছিলেন সুভাষ। চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়নও করিয়েছেন তিনি। মাঝে ২০১০-’১১ মরসুমে মোহনবাগানের কোচ হয়েছিলেন। শেষ বার ২০১৮ সালে ইস্টবেঙ্গলের কোচ হন সুভাষ।

Latest News

মেরামত হওয়ার পর কেমন দেখতে হয়েছে প্রিয়াঙ্কা-নিকের LA হোম, প্রকাশ্যে এল ছবি তারকেশ্বর–বিষ্ণুপুর রেল সংযোগ নিয়ে সমস্যা অব্যাহত, জট কাটছে না ভাবাদিঘির 'কোটি টাকা খরচ করার দরকার নেই...', সুন্দরী হওয়ার কোন টিপস দিলেন রবিনা? 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.