আগামী মরশুম থেকেই আইএসএলে আসতে চলেছে বেশ কয়েকটি পরিবর্তন। এতদিন আইএসএলের দলগুলির জন্য ছিল এশিয়ান কোটা। সেক্ষেত্রে এশিয়া কোটায় ফুটবলার নিতে হত দলগুলিকে। অস্ট্রেলিয়ানদেরও এশিয়া কোটায় রাখা হত। সেই মতো পেত্রাতোস, ব্রেন্ডন হ্যামিল, জ্যাসন কামিন্সদের দলে নিয়েছিল মোহনবাগান। একইভাবে আইএসএলের অন্য দলগুলিও অস্ট্রেলিয়ার টম জুরিচ বা রায়ান উইলিয়ামসদের সই করিয়েছে। কিন্তু এআইএফএফ এবং এফএসডিএল সুত্রে খবর, আগামী বছর থেকেই এই নিয়ম তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে তাঁরা, ইতিমধ্যেই আইএসএলের সব ক্লাবের কাছে এই মর্মে বার্তাও চলে গেছে তাঁদের পক্ষ থেকে। যদিও এখনও সরকারিভাবে তাঁদের পক্ষ থেকে ক্লাবগুলোকে কিছুই জানানো হয়নি। এএফসির নতুন গাইডলাইনের সুবাদেই নিয়মে পরিবর্তন আনতে চলেছে এআইএফএফ।
আরও পড়ুন-বিশ্বের সবথেকে টাকা কামানো অ্যাথলিট হলেন CR7! মেসি কোথায়? দশে আছেন বিরাট?
এতদিন আইএসএল এবং আইলিগে একই নিয়ম ছিল, ৬জন বিদেশি ফুটবলারের মধ্যে ১জন এশিয়ান কোটার ফুটবলার রাখতে হত। তাঁদের মধ্যে ৪জন খেলতে পারতেন। এএফসি ক্লাব কম্পিটিশনের নতুন গাইডলাইন অনুযায়ী এখন আর এশিয়ান কোটা বাধ্যতামূলক থাকছে না, যার ফলেই আইএসএলেও নিয়ম পরিবর্তন হতে চলেছে। পাশাপাশি ফুটবলারদের স্যালারি ক্যাপে আসছে পরিবর্তন। ১৬.৫ কোটি টাকা থেকে বাড়িয়ে স্যালারি ক্যাপ ১৮ কোটি টাকা করতে চলেছে আইএসএল, যদিও দুজনে ফুটবলার এই স্যালারি ক্যাপেরও বাইরে থেকেও নেওয়া যেতে পারে। এই নিয়মের ফলে বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে আর টাকার সিমা লঙ্ঘনের চিন্তা করতে হবে না ফ্র্যাঞ্চাইজিগুলিকে। মন খুলেই অর্থ ব্যয় করে ফুটবলার নিতে পারবে দলগুলো।
আরও পড়ুন-'ট্রায়ালে শ্যাম থাপার মতো ভলি মেরেছিল, সেই দেখেই দলে নিয়েছিলাম', সুনীলের অবসরে আবেগ তাড়িত বাবলু
আইএসএলের সঙ্গে যুক্ত এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘ আইএসএল ক্লাবগুলোকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে ইতিমধ্যেই তাঁদের অবগত করা হয়েছে, যাতে সেই মতো আগামী মরশুমের জন্য ফুটবলার নিতে পারে তাঁরা। ২০২৪-২৫ মরশুম থেকে এএফসি নতুন নিয়ম এনেছে, যেখানে বিদেশি ফুটবলার নেওয়ায় কোনও রাশ টানা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য যতজন ইচ্ছা বিদেশি সই করানো যাবে’।
আরও পড়ুন--'ভারতীয় ফুটবলের জন্য বড় ক্ষতি', সুনীলের অবসরের পর বললেন পাহাড়ি বিছে
বর্তমানে আইএসএলের সব ক্লাবগুলোকে এই পরিবর্তনের কথা জানানো হলেও প্রতিযোগিতার আয়োজকদের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই অন্যান্য দেশও এই নিয়মের পরিবর্তন ঘোষণা করবে। এক আইএসএল দলের কর্তা জানিয়েছেন, এই নিয়ম তাঁদের দলের জন্য খুব ভালো, কারণ যে পরিমাণ অর্থ ব্যয় করে এশিয়ান ফুটবলার নিতে হয়, সেই তুলনায় তাঁদের পারফরমেন্স অত্যন্ত মধ্যমানের। সেদিক থেকে বিদেশি নেওয়ার ক্ষেত্রে দলের খেলা অনেক বেশি ছন্দ পায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।