বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Premier League: নটিংহ্যামকে তিন গোলে উড়িয়ে দিল ম্যানইউ

Premier League: নটিংহ্যামকে তিন গোলে উড়িয়ে দিল ম্যানইউ

গোলের পর Marcus Rashford এর সেলিব্রেশন। ছবি-রয়টার্স

প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল ম্যানইউ। গোল পেয়েছেন Marcus Rashford.

প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখল Marcus Rashford এর দল। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল ম্যানইউ। বিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ম্যানইউ। বিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করল এরিক টেন হাগের দল। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খুব একটা কঠিন পরিস্থিতর মধ্যে পড়তে হয়নি ম্যানইউ ফুটবলারদের। সহজেই নটিংহ্যামের দলটিকে হারাল তারা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিলেন Rashford, ভারানেরা। ১৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করে ম্যানইউকে এগিয়ে দেন Rashford। ম্যাচের শুরুতেই এগিয়ে দেওয়ায় অনেকটাই এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শুধু তাই নয়, মাত্র কয়েক মিনিটের মধ্যে ফের গোল হজম করে নটিংহ্যাম ফরেস্ট।

২২ মিনিটের মাথায় গোল করে দলের গোল সংখ্যা বাড়ান অ্যান্টনি মার্টিয়াল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ম্যানইউ। অবশ্য নটিংহ্যাম ফরেস্ট তেমন কিছু করতেই পারেনি। ম্যানইউয়ের আক্রমনের কাছে মাথা নত করতে বাধ্য হন তারা। গোটা ম্যাচে দাপট দেখাল ম্যানইউ। আক্রমনের ঝাঁজ বাড়াতেই পারেননি রেনান লোডি, ওরেল মাঙ্গালারা। নিজেদের থেকে অপেক্ষাকৃত শক্তিশালী দলের কাছে হেলায় আত্মসমর্পণ করতে হল তাদের।

একজনও কেউ গোল করতেই পারলেন না। বলা ভালো, ম্যাঞ্চেস্টার ডিফেন্সের কাছে মাথা নত করতে হল ফরেস্টকে। তবে এই ম্যাচে যে ম্যানইউ বিপক্ষের থেকে অনেকটা এগিয়ে নেমেছিল তা বলার অপেক্ষা রাখে না। ফলে যা হওয়ার তাই হয়েছে।

এমনকি দ্বিতীয়ার্ধেও নিজেদের গোলের মুখ খুলতে পারেনি নটিংহ্যাম। অবশ্য দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও ডিফেন্সিভ ফুটবল খেলে ম্যাঞ্চেস্টার। তবে দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও জালে বল জড়াতে ব্যর্থ হয় নটিংহ্যাম ফরেস্ট। ফলে যা হওয়ার ঠিক তাই হয়েছে। ম্যাচ হারতে হল তাদের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৭ মিনিটের মাথায় গোল করে নটিংহ্যাম ফেরেস্টের কফিনে শেষ পেরেকটি গেঁথে দেন ফ্রেড। ৩-০ তে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে ম্যানইউর পরবর্তী ম্যাচ উলভারান্টম ওয়ান্ডার্সের বিরুদ্ধে। বছরের শেষ দিন এই দুই দল মুখোমুখি হবে। সেই ম্যাচেও ফেভারিট হয়েই নামবে ম্যানইউ। ফলে বছরের শেষ দিন সমর্থকদের জয় দিতে পারেন কিনা Rashford রা এটাই এখন দেখার বিষয়। 

বন্ধ করুন