চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখ। আর সেই ম্যাচে দুর্দান্ত খেলে বায়ার্নকে ০-৩ গোলে হারাল ম্যান সিটি। গোল করলেন রড্রি, বের্নান্দো সিলভা এবং আর্লিং হালান্ডের গোলে ভর করে বায়ার্নকে হারিয়ে এগিয়ে গেল সিটি। সেই সঙ্গে এই ম্যাচে রেকর্ডও গড়লেন হালান্ড।
এই শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ম্যান সিটি। বায়ার্নের বিরুদ্ধে পেপ গুয়ার্দিওয়ালা ১-৪-৩-২ ছকে দল নামান। ম্যাচের শুরু থেকে দাপট বজায় রাখে তারা। আর এই ম্যাচের দিকে গোটা বিশ্বের নজর ছিল। দুই হাইভাল্টোজ লড়াইয়ের দিকে তাকিয়ে ছিলেন দর্শকরা। কে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দিকে এগিয়ে যাবে তা দেখার জন্য।
গোটা বিশ্বকে দুর্দান্ত ফুটবল উপহার দিলেন পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। বিপক্ষ দলকে দাঁড়াতেই দেননি তারা। ম্যাচের একেবারে শুরুতে মনে হয়েছিল বায়ার্ন বেশ টক্কর দেবে সিটিকে। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে বদলে যায়। ম্যাচে ফেরে ম্যান সিটি। প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন রড্রি। ২৭ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন তিনি। ১ গোলে এগিয়ে গেলেও বিপক্ষের পাল্টা চাপে পড়ে যায় সিটির ফুটবলাররা।
একাধিক গোলের সুযোগ তৈরি করেও তা নষ্ট করেন বায়ার্নের ফুটবলাররা। ফলে লাভের লাভ কিছু হয়নি। প্রথমার্ধের শেষে ১ গোলে এগিয়ে থাকলেও ম্যাচ জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট নয়, তা ভালো করেই জানতেন ম্যান সিটির ফুটবলার এবং টিম ম্যানেজমেন্ট। তাই দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করার মরিয়া চেষ্টা করতে থাকেন তারা। আক্রমণে আরও গতি বাড়ায় সিটি। তাদের পাল্টা দিতে থাকে বায়ার্নও। কিন্তু তেমন লাভের লাভ কিছু হয়নি। সিটির ডিফেন্সের কাছে হার মানতে হয়েছে বায়ার্ন ফুটবলারদের।
৭০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান বের্নান্দো সিলভা। আর এই গোলের পরই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বায়ার্ন। ম্যাচে ফেরার আর কোনও সুযোগ না থাকলেও হাল ছেড়ে দেয়নি তারা। সেই সুযোগেই ফের গোল করে সিটি। এবার গোল করেন আর্লিং হালান্ড। ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে রেকর্ডও গড়লেন তিনি। এই মরসুমে এটি তাঁর ৪৫ তম গোল। প্রিমিয়র লিগের ফুটবলার হিসেবে এক মরশুমে সর্বাধিক গোল করার রেকর্ড স্পর্শ করে ফেললেন সিটির স্ট্রাইকার। মেসি, রোনাল্ডোর মতো এখন মাঠে নামলেই রেকর্ড করছেন নরওয়ের এই ফুটবলার।
এই ম্যাচে একটি মাত্রও গোল করতে পারেনি বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলে বায়ার্নকে হারিয়ে সেমির দিকে পা এগিয়ে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। চ্য়াম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের খেলায় ফের এই দুই দল নামবে ২০ এপ্রিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।