শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং চেলসি। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে খেতাব জয়ের আশা এখনও জীবিত রাখল পেপ গুয়ার্দিওয়ালার দল। বিগত ২ বছরের ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির এবারের প্রতিযোগিতার শুরুটা মোটেও ভালো ছিল না। মাঝে লাগাতার ম্যাচ হেরে খেতাব জয়ের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ে তারা। তবে শেষ ৫ ম্যাচে অপরাজিত থেকে এখন ফের লড়াইয়ে ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার চেলসির বিরুদ্ধে ম্যাচে শুরুতে গোল হজম করতে হয়েছিল হালান্ডদের। কিন্তু পরবর্তীতে কামব্যাক করে দুরন্ত জয় ছিনিয়ে নেয় তারা।
বড় জয় পেল ম্যানচেস্টার সিটি:
এদিন এতিহাদ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ৩ মিনিটে তাদের রক্ষণ ভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে যায় চেলসি। গোল করেন নোনি মাদুয়েকে। এরপর খেলায় নিজেদের আক্রমণ অনেকটা বাড়ায় চেলসির ফুটবলাররা। বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করে তারা। সুযোগ তৈরি করে ম্যানচেস্টার সিটিও। ৩০ মিনিটে গোল করে সমতাও ফিরিয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল করা হয়। প্রথমার্ধের একদম শেষ দিকে ম্যাচে সমতা ফেরায় গুয়ার্দিওয়ালার দল। ৪২ মিনিটে গোল করেন জোশকো গভারদিওল। প্রথমার্ধে খেলা শেষে স্কোর ছিল ১-১। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করে ম্যানচেস্টার সিটি। ৬৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। একক দক্ষতায় ডান দিকে উঠে যান তিনি। চেলসির গোলকিপার যে এগিয়ে এসেছেন সেটা বুঝতে পারেন এবং সুযোগটি কাজে লাগান। হালকা করে চিপ করে দেওয়া বল অনায়াসে ঢুকে যায় গোলে। এরপর ৮৭ মিনিটে গোল করে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করেন ফিল ফোডেন। মাঝ মাঠ থেকে বল ধরে অসাধারণ রান করে গোল করেন তিনি।
জয় পেল লিভারপুল এবং আর্সেনালও:
এদিনের জয়ের ফলে ২৩ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে রয়েছে লিভারপুল। ২২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫৩। শনিবার খেলতে নেমেছিল তারাও। মুখোমুখি হয়েছিল ইপ্সউইচ টাউনের। দাপট দেখিয়ে অনায়াসে ম্যাচ জিতে নেয় তারা। খেলার শেষে স্কোর ছিল ৪-১। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন কোডি গাকপো। গোল পেয়েছেন মহম্মদ সালাহও। অন্যদিকে ২ নম্বরে রয়েছে আর্সেনাল। ২৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪৭। গতকাল খেলতে নেমেছিল তারাও। উলভসের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় পায় তারা। গোল করেন রিকার্ডো ক্যালাফিয়োরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।