প্রাক মরসুম প্রস্তুতি বেশ ভালোই হয়েছে ম্যানচেস্টার সিটির। এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল ম্যাচে ছিল ম্যানচেস্টার ডার্বি। সেখানে ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল ম্যান সিটি। এটাই এবারে তাঁদের প্রথম ট্রফি। ফলে আগামী ইংলিশ প্রিমিয়র লিগ এবং চ্যাম্পিয়নস লিগ শুরু আগে মরসুমের প্রথম ট্রফি পকেটে পুড়ে নেওয়ায় আত্মবিশ্বাসের দিক থেকে বেশ ভালো জায়গায় রইল পেপ গুয়ার্দিওয়ালার দল। বিগত কয়েক বছর ধরেই ইপিএলে তো বটেই চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দল হিসেবেই মাঠে নামে পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। বার্নার্ডো লিসভা, আর্লিং হালান্ডদের নিয়ে নিজের সেরা একাদশের দলই এদিন ম্যান ইউয়ের বিপক্ষে সাজিয়েছিলেন পেপ, তবে জিততে বেশ কাঠখড়ই পোড়াতে হল সিটিকে। টাইব্রেকারে শেষ পর্যন্ত জিতল সিটিজেনরা।
আরও পড়ুন-দেশে ফিরলেন সোনার ছেলে নাদিম! তৈরি হচ্ছে বিশেষ স্ট্যাম্প, পাবেন ‘হিলাল ই ইমতিয়াজ’ সম্মান!
ম্যাচের দুই অর্ধেই খেলা যে বেশ দৃষ্টিনন্দন ছিল তেমনটা নয়। খুব বেশি অ্যাটাক করতে পারেনি কোনও দলই। পরিসংখ্যান বলছে গোটা ম্যাচে গোল লক্ষ্য করে ম্যান সিটির শট মাত্র একটি, ম্যানচেষ্টার ইউনাইটেড গোল লক্ষ্য করে শট নিয়েছে মাত্র ২টি। ফলে খেলায় যে দুই দলেরই বোঝাপড়ার কিছুটা হলেও অভাব ছিল, তা এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে। তবে পিছিয়ে পড়েও ম্যাচে জয় তুলে নিয়ে ট্রফি জিতল ম্যান সিটি।
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…
ম্যাচের ৮২ মিনিটে গোল করে ম্যানচেষ্টার ইউনাইটেডকে ওয়েম্বলি স্টেডিয়ামে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্তাইন ফুটবলার আলেজান্দ্রো গার্নাচো। ডানপ্রান্ত থেকে বল নিয়ে বক্সের ভিতর ঢুকে বাঁপায়ে দুরন্ত শটে গোল করেন তিনি। তবে এর কয়েক মিনিট পরই সমতায় ফেরে সিটি। ম্যান সিটির হয়ে গোল করে যান দলের পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। অসাধারণ হেডারে দলকে সমতায় ফেরান তিনি। খেলার ফল দাঁড়ায় নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেই জয় তুলে নেয় সিটি।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
টাইব্রেকারে অবশ্য প্রথম শটই মিস করেন বার্নার্ডো সিলভা। ম্যানচেস্টার ইউনাইটেডের জ্যাডন স্যাঞ্চো টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। এরপর সাডেন ডেথে ম্যাচ গড়ায়। সেখানে ইউনাইটেডের জনি ইভান্সের শট গোলে ঢোকেনি, ম্যানুয়েল আকানজি এরপর টাইব্রেকারে গোল করে সিটিকে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।