আবার আটকে গেল ম্যানচেস্টার সিটি। এবার ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে হল তাদের। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং ফেয়েরনুড। ম্যাচটি ঘরের মাঠেই খেলতে নেমেছিল হালান্ডরা। ফলে বাড়তি অ্যাডভান্টেজ ছিল তাদের কাছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না গুয়ার্দিওয়ালার দল। এর আগে ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে ৪ গোল হজম করতে হয়েছিল সিটিকে। আরও একবার রক্ষণভাগের দুর্দশা সামনে চলে এলো মঙ্গলবার। ম্যাচে পুরো সময় দাপট দেখিয়ে গেলেও শেষ ১৫ মিনিটে ৩ গোল হজম করে ম্যাচ ড্র করতে হয় তাঁদের। ম্যানচেস্টার সিটির হয়ে জোড়া গোল করেন হালান্ড এবং ১টি গোল করেন গুন্ডোগান।
এনিয়ে টানা ৬ ম্যাচে জয় অধরা টানা ৪ বারের EPL চ্যাম্পিয়নদের। বিষয়টি নিয়ে হতাশ কোচ পেপ গুয়ার্দিওয়ালাও। এদিনের ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সম্প্রতি অনেক ম্যাচ হেরেছি। আমরা ভেঙে পড়েছি, আমাদের এই মুহূর্তে অবশ্যই একটা জয়ের প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘ম্যাচটি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ভালো ছিল। আমরা ভালোই খেলছিলাম, কিন্তু প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হল, যা আমাদের সমস্যায় ফেলে দিয়েছে। সবাই পরিস্থিতি সম্পর্কে জানে, আমাদের কিছু বলার নেই। বুধবার আমরা আবার ট্রেনিং করব, রিকভারি করব, তারপর আবার পরের ম্যাচের জন্য প্রস্তুত হব। পরবর্তী ম্যাচের আগে ৩-৪ দিন সময় রয়েছে, আমাদের তৈরি হতে হবে। আমরা ভবিষ্যতের জন্য শিক্ষা নিলাম।’
অন্যদিকে বড় জয় পেল স্পেনের দুই ক্লাব বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রান্সের ক্লাব ব্রেস্টকে হেলায় ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল হান্সি ফ্লিকের বার্সেলোনা। ম্যাচের পুরোভাগেই দাপট বজায় রেখেছিল তারা। বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি, তার মধ্যে প্রথম গোলটি পান পেনাল্টি থেকে। এছাড়াও আরও একটি গোল করেন ড্যানি ওলমো। অন্যদিকে স্পার্টা প্রাহাকে ৬-০ গোলে হারিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ এবং অ্যাঞ্জেল কোরেয়া। এছাড়াও গোল পান লরেন্ত এবং গ্রিজম্যান। চ্যাম্পিয়ন্স লিগে জয়ে পেয়েছে বায়ার্ন মিউনিখ। পিএসজির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় জার্মানের এই ক্লাব। ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন কিম মিন-জে। অপর আরেক ম্যাচে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেয়েছে আর্সেনালও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।