ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল লিভারপুল। কাজে এল না মহম্মদ সালাহর গোল। রবিবার নিজেদের ঘরের মাঠে ১৩ নম্বরে থাকা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা লিভারপুল। এদিন নির্ধারিত সময়ের শেষে ২-২ ব্যাধানে ম্যাচ ড্র হয়ে যায়। ফলে, অবশেষে টানা ৪ ম্যাচে হারের পর পয়েন্টের মুখ দেখল ম্যান ইউ। বর্তমানে বাকিদের পেছনে ফেলে চলতি মরশুমের প্রিমিয়ার লিগ খেতাব জয়ের প্রবল দাবিদার লিভারপুল। এই মুহূর্তে ১৯টি ম্যাচ খেলে ১৪টিতে জয় পেয়েছে তারা, ড্র করেছে ৪টি এবং হেরেছে ১টি। ৪৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ২০টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪০। অন্যদিকে ৩৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে গত বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
এদিন ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল লিভারপুল। সারা ম্যাচে ৫৩ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল তারা। গোলের অভিমুখে শট নিয়েছিল ১৯টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি শট। অন্যদিকে গোলমুখে ১৩টি শট নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, টার্গেটে ছিল ৪টি। লড়াই চললেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় দুই দলই। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে প্রথম গোলটি করেছিল ম্যান ইউ। ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে অসাধারণ গোল করে যায় লিসান্দ্র মার্টিনেজ। এর কিছুক্ষনের মধ্যে গোল শোধ করে লিভারপুল। ৫৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরায় কোডি গাকপো। এরপর হ্যান্ড বলের কারণে ৭০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। প্রথমে রেফারি হ্যান্ডবল মানতে না চাইলে VAR-এ দেখা যায় বল স্পষ্ট ইউনাইটেডের ফুটবলারের হাতে লেগেছে।
কোনও রকম ভুল না করে স্পট কিক থেকে গোল করে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয় মহম্মদ সালাহ। এরপর ম্যাচের ৮০ মিনিটে আমাদ ডিয়ালো গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান। ম্যাচের শেষের দিকে দু’দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, তবে কাজের কাজটা করে দেখাতে পারেনি কেউ। এদিন লিভারপুল ম্যাচ ড্র করায় আশা বেড়েছে আর্সেনাল সহ লিগের প্রথম দিকের দলগুলির মধ্যে। এখনও প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন কে হবে তা এখন বলা বেশ কঠিন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে গেছে এই মুহূর্তে। বেশ কিছু খেলোয়াড়ের ঠিকানা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।