এরিক টেন হ্যাগের বিদায়ের পরও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ জিততে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে গিয়েও রবিবার চেলসির বিরুদ্ধে ম্যাচ ড্র করল ম্যান ইউ। টানটান উত্তেজনার ম্যাচে ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলসদের এগিয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু খুব বেশিক্ষন সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৪ মিনিটের মধ্যে মোইসেস কাইসেডো গোল করে চেলসিকে সমতায় ফেরান। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। এদিন দুই পক্ষই আক্রমণ প্রতিআক্রমণ করলেও ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দুই দলের কাছেই সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু তা মিস করে ফুটবলাররা।
এদিনের ড্রয়ের পরে ম্যানচেস্টার ইউনাইটেড লিগ টেবিলে ১৩ নম্বরেই থেকে গেল। এখনও পর্যন্ত তারা ১০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩টি করে ম্যাচ জিতেছে এবং ড্র করেছে। অন্যদিকে ৪টি ম্যাচে পরাজিত হয়েছে ইউনাইটেড, পয়েন্ট ১২। ১৯৮৬-৮৭ মরশুমের পর লিগে এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে খারাপ শুরু। এদিনের ম্যাচে কোচ হিসেবে দায়িত্বে ছিলেন রুদ ভ্যান নিস্তেলরয়।উপস্থিত ছিলেন না নতুন নিযুক্ত কোচ রুবেন আমোরিম। কারণ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাঁর পুরোনো দল স্পোর্টিং লিসবনের ম্যাচ রয়েছে।
লিভারপুল এবং টটেনহ্যামের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যান ইউয়ের পরাজয়ের পর চাকরি যায় হেড কোচ এরিক টেন হ্যাগের। এরপরে সাময়িক ভাবে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় ভ্যান নিস্তেলরয়কে। তাঁর তত্ত্বাবধানে লিগ কাপে ঘুরে দাঁড়ায় দল। কোয়ার্টার ফাইনালে ৫-২ ব্যবধানে হারিয়ে দেয় লেস্টার সিটিকে। অন্যদিকে চেলসি লিগে এখনও পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে পরাজিত হয়েছে। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসির ফুটবলার পেড্রো নেটো দলকে এগিয়ে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষের দিকে সুযোগ মিস করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার গার্নাচোও।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্বীকার করে নেন গোল স্কোরিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছে তাঁর দল। তিনি বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা গোলের সুযোগ কাজে না লাগাতে পেরে পয়েন্ট নষ্ট করেছি। আমরা সুযোগ তৈরি করেছি অনেক। আমি মরশুম নিয়ে চিন্তিত নই। আমার বিশ্বাস ফলাফল ভালো হলে প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়বে।’ অন্যদিকে চেলসির কোচ মোইসেস কাইসেডোর প্রশংসা করেন। তিনি বলেন, ‘মোই যবে থেকে এসেছে ভালো করছে। শুধু একটাই সমস্যা ওর, বেশি অর্থের বিনিময় তাকে দলে নিয়ে আসা হয়েছে। সমর্থকদের প্রত্যাশা বেশি। সেই চাপটা রয়েছে। এটা স্বাভাবিক বিষয়, আমরা ওর সঙ্গে কাজ করছি, আশা করি আগামী দিনে ও দেখাতে পারবে যে ও কত ভালো ফুটবলার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।