বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Premier League: নিজেদের ভুলে পিছিয়ে পড়েও লিডসের বিরুদ্ধে ড্র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

Premier League: নিজেদের ভুলে পিছিয়ে পড়েও লিডসের বিরুদ্ধে ড্র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

বল দখলের লড়াইয়ে দুই দলের ফুটবলাররা। ছবি- এএফপি 

প্রিমিয়র লিগে অঘটন। লিডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও কোনও ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে আত্মঘাতী গোলও করেন রাফায়েল ভারানে। 

নিজেদের সামান্য ভুলের জন্য বড়সড় খেসারত দিতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। প্রিমিয়র লিগে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ লিডস ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল ম্যান ইউ। পিছিয়ে পড়ে কোনও রকমে ড্র করল এরিক টেন হাগের দল। ম্যাচের ফলাফল ২-২। প্রিমিয়র লিগে অঘটনের ম্যাচগুলির মধ্যে এটিও অন্যতম বললে ভুল হবে না।

এদিন ম্যাচের একবারে শুরুতেই গোল হজম করে ম্যান ইউ। উইলফ্রেড গন্তোর গোলে এগিয়ে যায় লিডস। খেলা শুরু হওয়ার ১ মিনিটের মাথায় গোল করেন তিনি। এত তাড়াতাড়ি বিপক্ষের কাছে গোল হজম করতে হবে, তা একেবারেই বুঝে উঠতে পারেনি হাগের দল। কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করতে হয় তাদের।

ম্যাচের একেবারে শুরুতে গোল হজম করায় ছন্দ প্রথম থেকেই হারায় ম্যান ইউ। ফলে ম্যাচের মধ্যে ফিরতে বেশ কিছুটা দেরি হয়। প্রথমার্ধে বেশ কিছুটা চাপেই থাকে রাশফোর্ডরা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিডস। প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার গতি বাড়ায় ম্যাঞ্চেস্টার। কিন্তু সেখানের বড়সড় ভুল করে বসেন রাফায়েল ভারানে। ৪৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি। তাঁর আত্মঘাতী গোলে আরও চাপে পড়ে যায় ম্যান ইউ। স্বাভাবিক ভাবেই নিজেদের ভুলের জন্য ক্রমশ ম্যাচ হাতছাড়া হওয়ার পথে এগিয়ে যেতে থাকে এরিক টেন হাগের দল। লিডসের বিরুদ্ধে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

২ গোলে এগিয়ে যাওয়ায় জয়ের গন্ধ পেতে শুরু করে লিডস ইউনাইটেড। এরপরই নিজেদের আসল খেলা শুরু করে ম্যান ইউ। ৬২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান রাশফোর্ড। অক্সিজেন ফিরে পায় ম্যাঞ্চেস্টার। পরিবর্ত ফুটবলার হাসাবে খেলতে নামা জেডন স্যাঞ্চো ৭০ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই আর কোনও গোলের মুখ দেখতে পারেনি। ফলে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি।

লিডসের বিরুদ্ধে ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে লিডস ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর স্থানে রয়েছে।

বন্ধ করুন