নিজেদের গত পাঁচটি প্রিমিয়র লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নিজেদের প্রিমিয়র লিগ ইতিহাসে সব থেকে কম পয়েন্ট নিয়ে যে রাল্ফ রাংনিকের দল শেষ করবে, তা আগেই নিশ্চিত ছিল। তবুও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ জিতে অন্তত মরশুমটা ভালো ভাবে শেষ করার লক্ষ্যে ছিল রেড ডেভিলসদের। সে গুড়েও বালি। সঙ্গে লজ্জার নজির গড়ে ৩২ বছরের পুরনো হতাশাকে ফিরিয়ে আনল ম্যান ইউনাইটেড।
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ০-১ হারে ম্যান ইউনাইটেড। সেই সঙ্গে ইপিএল শেষে তাদের গোল পার্থক্য দাঁড়ায় শূন্য। প্রতি বছর ম্যান ইউনাইটেডের গোল পার্থক্য থাকে সাধারণত পজিটিভেই। গোল পার্থক্যে এগিয়েই থাকে রেড ডেভিলসরা। এ বার ক্রিস্টাল প্যালেসের কাছে লিগের শেষ ম ১ গোল খেয়ে যাওয়ায়, তাদের গোল পার্থক্য নেমে এল শূন্যতে। ৩২ বছর আগে তারা এমন লজ্জার নজির গড়েছিল। ফের সেই লজ্জার ইতিহাসই ফিরে এল ম্যান ইউনাইটেডে।
আরও পড়ুন: ৫ মিনিটে ৩টি গোল, অবিশ্বাস্য কামব্যাকে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন সিটি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এ দিন ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টাল প্যালেসের উইলফ্রেড জাহা। ডেভিড দে হেয়া না থাকলে ফলাফল আরও খারাপ হতে পারত। গোল পার্থক্য মাইনাসেও চলে যেতে পারত। স্প্যানিশ গোলরক্ষক বেশ কয়েকটি ভালো সেভ করেন। ক্রিস্টালের কাছে হেরে ইপিএলে কোনও মতে ছয়ে শেষ করল রেড ডেভিলসরা। তাও ব্রাইটনের কাছে ওয়েস্ট হ্যাম পরাজিত হওয়ায় লিগ তালিকায় ছয়েই শেষ করতে পারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তা না হলে আরও নীচে নামতে হত। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। যেখানে চ্যাম্পিয়ন টিম ম্যাঞ্চেস্টার সিটির সংগ্রহ ৩৮ ম্যাচে ৯৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।