শুভব্রত মুখার্জি: তিন বছর ধরে নিজের বান্ধবীকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছে ওয়েলেস তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রায়ান গিগসের বিরুদ্ধে। অভিযোগের এখানেই শেষ নয় মাথা দিয়ে ঢুসো মারার অভিযোগও এনেছেন গিগসের বান্ধবী। কোর্টে তাকে লাথি মারারও অভিযোগ এনেছেন বান্ধবী। তিনি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা বলার পর তাকে হুমকি মেসেজও পাঠিয়েছেন রায়ান গিগস। এই সব কথাই কোর্টকে জানিয়েছেন তিনি। যদিও গিগসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন: জিম্বাবোয়ে সিরিজ হারের পরে জরিমানার কোপে পড়তে হল বাংলাদেশকে
একবার এক পাঁচতারা হোটেল থেকে বান্ধবী কেটকে নগ্ন অবস্থায় লাথি মেরে বেল করে দিয়েছিলেন গিগস। এমনটাও জানিয়েছেন বান্ধবী কেটের বোন। গিগস, কেটের বোনকেও নিগ্রহ করেছিলেন বলে অভিযোগ জানানো হয়েছে। কেটের আইনজীবী ম্যাঞ্চেস্টারের ক্রাউন কোর্টকে বিষয়টি জানিয়েছেন।
পিটার রাইট জানিয়েছেন 'এম্মা তার বোন কেটের কাছ থেকে অভিযুক্তকে সরানোর চেষ্টা করেন। অভিযুক্ত কনুই দিয়ে এম্মাকে আঘাত করে। তার চোয়ালে প্রচণ্ড জোর আঘাত লাগে। তার এবং তার দিদির প্রতি অভিযুক্তের এই আচরণে তারা স্তম্ভিত হয়ে যায়। এই সময়ে অভিযুক্তের নিজের প্রতি কোনও নিয়ন্ত্রণ ছিল না। মাথা দিয়ে কেটকে ঢুসো দেন অভিযুক্ত। কেটের ঠোঁট কেটে যায়। ফুলে যায় তার ঠোঁট। এম্মা এরপরেই পুলিশকে ফোন করে। তারপর তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।'