বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Manchester United New Coach: CR7-দের নয়া ‘হেডস্যারের’ নাম ঘোষণা, Man Utd-র সম্মান ফেরাতে পারবেন স্বপ্নের কোচ?

Manchester United New Coach: CR7-দের নয়া ‘হেডস্যারের’ নাম ঘোষণা, Man Utd-র সম্মান ফেরাতে পারবেন স্বপ্নের কোচ?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নয়া কোচ এরিক তেন হগ।

Manchester United New Coach: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নয়া কোচ হলেন আয়াক্সের হেডস্যার এরিক তেন হগ। নয়া মরশুমে অবশ্য এরিকের পথটা সম্পূর্ণভাবে কণ্টকপূর্ণ হতে চলেছে। গত কয়েক মরশুমে ম্যান ইউয়ের সম্মান ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। তবে আশায় বুক বাঁধছেন ম্যান ইউ ভক্তরা। 

প্রায় নিশ্চিতই ছিল। স্রেফ আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা ছিল। বৃহস্পতিবার সেটাও হয়ে গেল। নয়া মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নয়া কোচ হচ্ছেন আয়াক্সের হেডস্যার এরিক তেন হগ। যিনি ২০১৮-১৯ সালে তরুণদের নিয়ে আয়াক্সকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছিলেন।

নয়া মরশুমে অবশ্য এরিকের পথটা সম্পূর্ণভাবে কণ্টকপূর্ণ হতে চলেছে। জোসে মোরিনহো দায়িত্ব ছাড়ার পর থেকেই রীতিমতো সঙ্গীন অবস্থা ম্যান ইউয়ের। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) হোক বা এফএ কাপ বা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও দাগ কাটতে পারছেন না রেড ডেভিসরা। বড় দলের বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না। দিনকয়েক আগেই লিভারপুলের বিরুদ্ধে ৪-০ গোলে উড়ে গিয়েছে। আর ছোটো দলের বিরুদ্ধে কোনওক্রমে জিতছে বা ড্র করছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ডেভিড ডি'গেয়া ছাড়া একজনও সেভাবে খেলতে পারেননি। রক্ষণ বিভাগ তো চূড়ান্ত ব্যর্থ। সেই অবস্থায় ধুলোয় গড়াগড়ি খাওয়া ম্যান ইউয়ের সম্মান ফেরানোর কাজটা যথেষ্ট কঠিন হতে চলেছে।

আরও পড়ুন: Liverpool Vs Man Utd: ম্যানইউকে ৪ গোলের মালা পরিয়ে লিগ শীর্ষে লিভারপুল, ‘অপমানিত’ রেড-ডেভিলস কোচ

যদিও এরিকের ট্র্যাক রেকর্ড বলছে, কখনও চ্যালেঞ্জের মুখে পিছিয়ে যায়নি। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন ৫২ বছরের নেদারল্যান্ডসের প্রাক্তন ফুটবলার। সেজন্যই সম্ভবত আয়াক্সের দায়িত্ব ছেড়ে ভয়াবহ অবস্থায় থাকা ম্যান ইউয়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন এরিক। যে কোচের তত্ত্বাবধানে ২০১৮-১৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল আয়াক্স। শেষমুহূর্তের গোলে হেরে যাওয়ায় পৌঁছাতে পারেনি ফাইনালে। সেই দল অবশ্য বিশ্ব ফুটবলকে ফ্রেঙ্কি দে জং, ম্যাথিজস ম্যাথিয়াস ডি'লিটের মতো একাধিক খেলোয়াড় তারকা উপহার দিয়েছে। 

বন্ধ করুন