বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লিভারপুল ম্যাচের আগের দিন গাড়ি দুর্ঘটনার কবলে ম্যান ইউনাইটেড তারকা ব্রুনো

লিভারপুল ম্যাচের আগের দিন গাড়ি দুর্ঘটনার কবলে ম্যান ইউনাইটেড তারকা ব্রুনো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ। ছবি- রয়টার্স। (REUTERS)

দুর্ঘটনায় ব্রনোর গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও, তাঁর কিছু হয়নি। 

মাঝ সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুর্ঘটনার কবলে পড়লেন ম্যান ইউনাইটেডের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ। সোমবার (১৮ এপ্রিল) সকালে অনুশীলনে আসার সময়েই তাঁর গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়।

সোমবার নিজের চেশায়ারের বাড়ি থেকে ইউনাইটেডের ট্রেনিং মাঠ ক্যারিংটনে যাচ্ছিলেন ব্রুনো। সেখানেই ট্রেনির মাঠের কাছাকাছিই দুর্ঘটনার শিকার হন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ব্রুনোর পর্সে গাড়ি ও অপর একটি ভক্সওয়াগেন গাড়ি এক সরু রাস্তায় একে অপরের মুখোমুখি চলে আসে। এর ফলে ব্রনোর গাড়ির তো ক্ষতি হয়ই, অপর গাড়িটিও পাশের এক বেড়া ভেঙে, তার উপরে উঠে যায়। তবে সৌভাগ্যবশত দুই তরফে কারুরই চোট লাগেনি।

দুর্ঘটনার পর রাস্তায় দাঁড়িয়ে ব্রুনো ফার্নান্ডেজ। ছবি- টুইটার (@WillBirchall15)।
দুর্ঘটনার পর রাস্তায় দাঁড়িয়ে ব্রুনো ফার্নান্ডেজ। ছবি- টুইটার (@WillBirchall15)।

ব্রুনো সেই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই আজ ম্যান ইউনাইটেডের হয়ে অনুশীলন করেছেন। তারকা মিডফিল্ডারের বিষয়ে আপডেট দিতে গিয়ে ইউনাইটেড কোচ রাল্ফ রাংনিক সাংবাদিক সম্মলনে বলেন, ‘হ্যাঁ, ও দলের সঙ্গে অনুশীলন করছে। আমি যতদূর জানি, ক্যারিংটনে আসার সময়ই ঘটনাটি ঘটেছে। তবে কেউ আহত হননি। ও দলের সঙ্গে আজ অনুশীলন করেছে এবং ঠিক আছে। তাই কালকে ম্যাচের জন্যও ও প্রস্তুত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন