শুভব্রত মুখার্জি:- ইউরোপের বিভিন্ন দেশে ঘরোয়া ফুটবল লিগগুলো শুরু হতে আর বেশিদিন বাকি নেই। পাশাপাশি শুরু হবে উয়েফা আয়োজিত ইউরোপের ক্লাবগুলোকে নিয়ে নানা ক্লাব লেভেল প্রতিযোগিতাও। তার আগে ইউরোপের নামজাদা ক্লাবগুলো তাদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। আর সেই কাজ বেশ খানিকটা এগিয়ে রাখল প্রিমিয়র লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মানির অন্যতম সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে আসন্ন মরশুমের আগেই ম্যাথিয়াস ডেলিট-নৌসের মাজরাউইকে চুক্তিবদ্ধ করালো ক্লাব। মঙ্গলবারেই ক্লাবের তরফে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে। আর তারপরেই তা জানানো হয়েছে জনসমক্ষে।তবে কত টাকার চুক্তি হয়েছে এই দুই ফুটবলারের সঙ্গে সেই বিষয়ে ক্লাবের তরফে কিছু খোলসা করে বলা হয়নি।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
তবে ব্রিটিশ মিডিয়াতে এই ট্রান্সফার নিয়ে বেশ কিছু খবর ঘোরাফেরা করছে।তাদের খবর অনুযায়ী এই দুই ফুটবলারকে ওল্ড ট্রাফোর্ডে আনতে মোট খরচ হয়েছে ৬০ মিলিয়ন পাউন্ড বা ৭৭ মিলিয়ন আমেরিকান ডলার। যা ৭০ মিলিয়ন ইউরোর সমান। ২৫ বছর বয়সী নেদারল্যান্ডস ডিফেন্ডার ডি লিট ফের যোগ দেবেন তাঁর পুরনো কোচ এরিক টেন হাগের সঙ্গে। নেদারল্যান্ডসের এএফসি আয়াক্সে তিনি টেন হাগের প্রশিক্ষণে খেলেছেন আগেই।এবার ফের টেন হাগের কোচিংয়ে খেলতে চলেছেন। আপাতত ইউনাইটেডের সঙ্গে তাঁর পাঁচ বছরের চুক্তি হয়েছে। এরপর এই এক চুক্তি আরো এক বছরের জন্য বাড়ানো যেতে পারে।সেটা ক্লাব এবং সংশ্লিষ্ট ফুটবলার বসে ঠিক করবেন তারা আদৌও কি করতে চান বা না চান।
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
ঘটনাচক্রে তিনটি ভিন্ন ভিন্ন ইউরোপীয় দেশে সেই দেশের ঘরোয়া শিরোপা জয়ের নজির রয়েছে তাঁর। এএফসি আয়াক্সের হয়ে জিতেছেন নেদারল্যান্ডসের ঘরোয়া লিগ। জুভেন্টাসের হয়ে জিতেছেন ইতালির ঘরোয়া লিগ সেরি-এ। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি জিতেছেন জার্মানির ঘরোয়া লিগ বুন্দেসলিগা। রাফায়েল ভারানে ম্যান ইউয়ের সেন্ট্রাল ডিফেন্সের দায়িত্ব ছাড়ার পরে এবার এই দায়িত্ব নেবেন ডি লিট। পাশাপাশি ইউনাইটেডে আসা লেনি ইয়োরোর পায়ে চোটের সমস্যা রয়েছে। আর্সেনালের বিরুদ্ধে প্রি সিজনে এই চোট পান তিনি। ফলে তিন মাসের জন্য তিনি ছিটকে গিয়েছেন। ফলে ডি লিটের দায়িত্ব ও স্বাভাবিক ভাবেই বেড়েছে। অন্যদিকে ২৬ বছর বয়সী নৌসের মাজরাউই, টেন হাগের প্রশিক্ষণে এর আগে খেলে তিনবার ঘরোয়া লিগের শিরোপা জিতেছেন।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
দুবার জিতেছেন আয়াক্সের হয়ে এবং আরেকবার জিতেছেন বায়ার্ন মিউনিখের হয়ে। ফুলব্যাক এই ফুটবলারটি মরক্কোর হয়ে ২৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সেমিফাইনালেও খেলেন তিনি। তাঁর সঙ্গে ইউনাইটেডের চার বছরের চুক্তি রয়েছে। দুই পক্ষের সহমতে এই চুক্তি আরো একটা বছর বাড়ানো যেতে পারে। শুক্রবার ইউনাইটেড আসন্ন মরশুমে তাদের প্রথম ম্যাচ খেলবে টটেনহামের বিরুদ্ধে। এই ম্যাচে তারা এই দুই তারকাকেই পাওয়ার আশা করছেন। গত মরশুমে প্রিমিয়র লিগে অষ্টম স্থানে শেষ করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।এবার স্বাভাবিকভাবেই তারা চাইবে তাদের পারফরম্যান্সে উন্নতি ঘটাতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।