বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Manchester United vs Liverpool: EPL-এ ২ ম্যাচে ৯ গোল খেয়েছিল, এবার ফ্রেন্ডলিতে লিভারপুলকে ৪-০-তে হারাল Man Utd

Manchester United vs Liverpool: EPL-এ ২ ম্যাচে ৯ গোল খেয়েছিল, এবার ফ্রেন্ডলিতে লিভারপুলকে ৪-০-তে হারাল Man Utd

প্রি-সিজন ফ্রেন্ডলিতে জয় ম্যান ইউয়ের। (ছবি সৌজন্যে এপি)

Manchester United vs Liverpool: প্রাক-মরশুম ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডে রোনাল্ডোকে ছাড়াই লিভারপুলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে ৪-০ ফলের বিরাট ব্যবধানে লিভারপুলকে কার্যত উড়িয়ে দিল ইউনাইটেড। জয় দিয়ে যাত্রা শুরু করলেন ম্যান ইউনাইটেডের নয়া কোচ এরিক টেন হাগ।

শুভব্রত মুখার্জি

গত মরশুমটা একেবারেই ভালো কাটেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারেনি তারা। তার উপর জল্পনা রয়েছে দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আদৌ এই মরশুমে ক্লাবে থাকবেন কিনা। এর মাঝেই প্রাক-মরশুম ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডে রোনাল্ডোকে ছাড়াই লিভারপুলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইউনাইটেড। ম্যাচে ৪-০ ফলের বিরাট ব্যবধানে লিভারপুলকে কার্যত উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জয় দিয়ে যাত্রা শুরু করলেন ম্যান ইউনাইটেডের নয়া কোচ এরিক টেন হাগ।

প্রাক-মরশুমের আপাত গুরুত্বহীন এই লড়াই জিতে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ইউনাইটেড ভক্তরা। যে লিভারপুলের বিপক্ষে গত মরশুমে লিগে দুই ম্যাচে নয় গোল হজম করতে হয়েছিল রেড ডেভিলসদের, মঙ্গলবার থাইল্যান্ডে তাদের নিয়েই রীতিমত ছেলেখেলা করেছেন এরিক টেন হাগের ছাত্ররা।

থাইল্যান্ডের রাজামাঙ্গালা স্টেডিয়ামে প্রাক-মরশুম প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচে তরুণদের খেলিয়ে দেখতে চেয়েছিলেন লিভারপুল কোচ ক্লপ। সেই কারণে সালাহ-ভার্জিল ফন ডাইকদের শুরু থেকে খেলাননি তিনি।

তবে টেন হাগ পূর্ণশক্তির দল দিয়ে নেমেছিলেন। ম্যাচের ১২ মিনিটেই জ্যাডন সাঞ্চোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৩০ এবং ৩৩ মিনিটে যথাক্রমে ফ্রেড এবং অ্যান্থনি মার্শিয়ালের গোলে ব্যবধান বাড়ায় তারা। বিরতিতে ৩-০ গোলে এগিয়ে ছিল ইউনাইটেড।

বিরতির পর কিছুটা চাপমুক্ত হয়ে খেলতে দেখা যায় ইউনাইটেড ফুটবলারদের। ৭৬ মিনিটে উরুগুয়ের ২০ বছরের ফরোয়ার্ড ফাকুন্দো পেলিস্ত্রি লিভারপুলের বিরুদ্ধে গোল করে দলের হয়ে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন। 

বন্ধ করুন