ভারতীয় ফুটবল দলের কোচের হটসিটে কে বসবেন, জানা যাবে কয়েকদিনের মধ্যেই। বড়সড় অঘটন না ঘটলে এক স্প্যানিশের ওপরই ব্লু টাইগার্সদের দায়িত্ব তুলে দিতে চলেছে এআইএফএফ। ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা থাকা কোনও কোচকেই এআইএফএফ চাইছিল তাঁদের জাতীয় দলের হেডস্যার হিসেবে বেছে নিতে। কারণ বিদেশী কোচ, যার ভারতে কোচিং করার অভিজ্ঞতা নেই, তেমন কেউ আসলে অনেক আশা নিয়ে কোচ হয়। কিন্তু আদতে দেখা যায়, তাঁর নিজের দেশের মতো ফুটবল পরিকাঠামো অনুমান করে ভারতের দায়িত্ব নিলেও তাঁদের থেকে হয়ত অনেকটাই পিছিয়ে ভারত, এরপরই দূরত্ব বাড়তে থাকে কোচ,ফুটবলার এবং এআইএফএফের মধ্যে। সেই বিতর্ক যাতে কোনওভাবে আগাম ভবিষ্যৎে দেখা না যায়, সেই চেষ্টা করতেই ভারতে কোচিং করানো এক বিদেশি কোচের কাঁধেই গুরুত্ব দায়িত্ব তুলে দিতে চলেছে এআইএফএফ।
আরও পড়ুন-২.৩ ওভারেই পাঁচ উইকেট! কেরিয়ারের সেরা বোলিং করে নজর কাড়লেন মার্নাস লাবুশান…
জানা যাচ্ছে, এফসি গোয়ায় কোচিং করানো ম্যানোলো মার্কুয়েজকে ভারতীয় দলের কোচের পদে আনা হতে পারে। শেষ কয়েকদিন ধরে আরেক স্প্যানিশ কোচের নাম ঘোরাফেরা করেছিল, তিনি মোহনবাগানকে আইএসএল শিল্ড জেতানো কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কড়া গোছের এই কোচ বরাবরই শক্ত হাতে দল পরিচালনা করে থাকেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এবছর হাবাসকে মোহনবাগান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এআইএফএফও খুব বেশি ঝুঁকি নিতে চাইল না হাবাসকে নিয়ে।
আরও পড়ুন-ভারতীয় দলের কোচ হওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কি কথা হয় গৌতম গম্ভীরের?
গত কয়েক বছর ধরেই ভারতীয় ফুটবলে কোচিং করিয়ে আসছেন ম্যানোলো মার্কুয়েজ। গতবছর এফসি গোয়ার দায়িত্ব নেওয়ার আগে হায়দরাবাদ এফসি দলেও ছিলেন তিনি। সেখানেও সাফল্যের সঙ্গেই করিয়েছেন কোচিং। ভারতীয় ফুটবল এবং ফুটবলারদের মান সম্পর্ক যথেষ্ট জ্ঞান থাকাতেই তিনি কোচের পদের এগিয়ে। জানা যাচ্ছে, তিন বছরের চু্ক্তিতে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। এফসি গোয়ার সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে স্প্যানিশ ভদ্রলোকের। কিন্তু দেশের স্বার্থের কথা ভেবে তাঁরা ম্যানোলোকে ছেড়ে দিতে রাজি।
আরও পড়ুন-ওডিআই বিশ্বকাপে পারফর্ম করেও ব্রাত্য! শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেয়ে জবাব রাহুলের…
এআইএফএফের কার্যকরি কমিটি ম্যানোলোকে নেওয়ার পক্ষে রাজি থাকলেও এখনও চূড়ান্ত চুক্তিপত্রে সই হয়নি বলে তাঁর নাম ঘোষণা করা হয়নি। এশিয়ান গেমস এবং এএফসি এশিয়ান কাপের পাশাপাশি ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ভারতের খারাপ ফলের পর কোচের পদ থেকে ইগর স্টিম্যাচকে বরখাস্ত করে এআইএফএফ। সুনীল ছেত্রিহীন দলের হাল ধরতে তাই ঠান্ডা মাথার ম্যানোলোর ওপরই দায়িত্ব তুলে দিতে চলেছেন ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।