ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে মানোলো মার্কুয়েজের শুরুটা মোটেও ভালো হয়নি। তাঁর তত্ত্বাবধানে সেপ্টেম্বরে ঘরের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভরাডুবি হয়েছে ভারতের। ফিফা ক্রমতালিকায় পিছতে পিছতে বর্তমানে ১২৪ নম্বর স্থানে পৌঁছেছে ব্লু টাইগাররা। এবার জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় টুর্নামেন্ট খেলতে উড়ে যাবেন ভিয়েতনামে। অক্টোবরে সেখানে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে ভারত। ৯ অক্টোবর আয়োজক দেশ ভিয়েতনামের মুখোমুখি হবে গুরপ্রীতরা। ১২ অক্টোবর লেবাননের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের হেড স্যার। ভিয়েতনামে উড়ে যাওয়ার আগে এখান থেকেই ২৩ জনকে বেছে নেওয়া হবে।
কে কে সুযোগ পেলেন প্রাথমিক দলে? গোলকিপার হিসেবে নাম রয়েছে গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং বিশাল কাইথের। বর্তমানে দেশের সেরা গোলকিপার এই ৩ জনই। ইন্টারকন্টিনেন্টাল কাপে বিশালকে দলে না নেওয়ার জন্য দল বাছাই নিয়ে প্রশ্ন উঠেছিল। মোহনবাগানের এই গোলরক্ষক বেশ কিছু বছর ধরেই লাগাতার ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। জাতীয় দলে ডাক পেলেও প্রথম ১১-তে সেভাবে সুযোগ পাননি। এবার তিনি সুযোগ পান কিনা সেদিকে নজর থাকবে। অন্যদিকে ডিফেন্ডার হিসেবে নাম রয়েছে নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেসানা সিং, আনোয়ার আলি, আকাশ সাংওয়ান, শুভাশিস বোস, আশিষ রাই , মেহতাব সিং এবং রোশন সিং নাওরেমের।
মিড ফিল্ডার হিসেবে নাম রয়েছে সুরেশ সিং ওয়ানজাম, লালরিনলিয়ানা নামতে, জিকসন সিং, নন্দকুমার সেকার, ব্র্যান্ডন ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাংতে এবং লালেংমাওইয়ার। ফরওয়ার্ড হিসেবে রয়েছেন এডমুন্ড লারিন্ডিকা, মনবীর সিং, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলির। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর অবসর গ্রহণের পর তাঁর অভাব দলে স্পষ্ট চোখে পড়ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপে। তাঁর শূন্যস্থান কে পূরণ করবে সেবিষয়ে প্রশ্ন রয়েছে এখনও। উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে হায়দ্রাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাস এবং সিরিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। যেখানে ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মরিশাসের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে ভারত এবং সিরিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে পরাজিত হয়। এমন হতাশজনক পারফরম্যান্সের পর অবশ্যই ত্রিদেশীয় টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে মরিয়া মানোলো ব্রিগেড। এখন দেখার ভিয়েতনামে গিয়ে টুর্নামেন্ট জিতে ফিফা ক্রমতালিকায় উপরে উঠে আসতে পারে কিনা ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।