ইস্টবেঙ্গলের তরফেও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু কোনও রকম অনিশ্চয়তার মধ্যে থাকতে চাননি মনোতোষ চাকলাদার। যে কারণে তিনি আইএসএলের ক্লাব চেন্নাইয়িন এফসি-তে সই করলেন বলে জানা গিয়েছে।
সন্তোষ ট্রফিতে বাংলা দলের অধিনায়কের অভাবের কথা জানতে পেরে, নবান্নে বসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোটা থেকে তাঁকে চাকরির ব্যবস্থা করে দেন। এ বার পেশাদার জীবনেও নতুন সাফল্য পেলেন সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার।
আরও পড়ুন: সন্তোষে বাংলাকে ফাইনালে তুলেছেন, সেই রঞ্জনকেই কি কোচ করা হচ্ছে ইস্টবেঙ্গলের?
আরও পড়ুন: উইলিয়ামসকে আনুষ্ঠানিক বিদায়ী শুভেচ্ছা ATK MB-র, বদলী হিসেবে নজরে জাপানি ফুটবলার
চেন্নাইয়িনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে মনোতোষের। তিনি প্রথম থেকেই আইএসএলের ক্লাবে খেলতে চেয়েছিলেন। এ বার তাঁর ভাগ্যের চাকা ঘুরল।
ইস্টবেঙ্গলের প্রস্তাব থাকলেও, সেখানে জটিলতা ছিল অনেক বেশি। তাঁকে বলা হয়েছিল, আগে কলকাতা লিগে খেলতে হবে। তার পর পারফরম্যান্সের বিচারে কোচের পছন্দ হলে, তবেই আইএসএলে খেলার সুযোগ পাবেন তিনি। চেন্নাইয়িন এফসি-র তরফে অবশ্য সরাসরি আইএসএলে খেলার প্রস্তাব থাকায়, সিদ্ধান্ত নিতে দেরি করেননি মনোতোষ।
এ দিকে রাজ্য সরকারের তরফে গত ৯ মে নিয়োগপত্র পেয়েছেন মনোতোষ। তবে কোন বিভাগে কাজ করবেন, সেটা এখনও জানেন না। কাজে যোগদানের জন্য এখনও ডাকা হয়নি তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।