বেয়ার লেভারকুসেনের কাছে হেরে জার্মান কাপ থেকে বিদায় নিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতের ম্যাচ সাক্ষী থাকল আরও এক ঘটনার। নিজের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। নিজের জীবনের ৮৬৬টি ফুটবল গেমে এর আগে কোনও দিন লাল কার্ড দেখতে হয়নি এই জার্মান গোল রক্ষককে। ম্যাচে শুরুটা ভালোই করেছিল বায়ার্ন। কিন্তু অঘটন ঘটে যায় ১৭ মিনিটের মাথায়। বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলার জেরিমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। তাঁর জায়গায় গোলকিপিং করতে আসেন ইজরায়েলের গোলরক্ষক ড্যানিয়েল পেরেটজ। বায়ার্নে যোগদানের ১৮ মাস পর এদিন তাঁর অভিষেক হল।
রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে এভাবে একজন কম ফুটবলার নিয়ে খেলাটা চাপ তৈরি করে বায়ার্ন ফুটবলারদের উপর। চোটের কারণে এদিনের ম্যাচে পাওয়া যায়নি তারকা স্ট্রাইকার হ্যারি কেনকে। তারপরেও ম্যাচ ভালোই নিয়ন্ত্রণে রেখেছিল বায়ার্ন। প্রায় ৬০ শতাংশ বল পজিশন ছিল তাদের দখলে। তবে আসল কাজের কাজটা করে যায় লেভারকুসেন। ম্যাচের ৬৯ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মিডফিল্ডার নাথান টেলা। সতীর্থের ভাসানো বলে হেড করে গোল করেন তিনি।
গত মরশুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন লেভারকুসেনের এই মরশুমের শুরুটা ভালো হয়নি। তবে জার্মান কাপে কোনও ভুল করেনি তারা। বায়ার্নকে হারিয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছে গেল তারা। মিউনিখের দলটির বিপক্ষে এই নিয়ে শেষ পাঁচ বারের সাক্ষাতে অপরাজিত রইল লেভারকুসেন, এর মধ্যে তারা জয় পেয়েছে তিনটিতে এবং ড্র করেছে দুটি। তবে বুন্ডেসলিগায় কিছুটা পিছিয়ে রয়েছে তারা। বর্তমানে ৩ নম্বরে রয়েছে লেভারকুসেন। অন্য দিকে ৭ পয়েন্ট এগিয়ে ১ নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচ শেষে নয়্যার বলেন, ‘লাল কার্ডটাই খেলায় পার্থক্য গড়ে দেয়। এটা আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। আমি দুঃখিত।’ বায়ার্ন রেকর্ড ২০ বার জার্মান কাপ জিতেছে, যা পরবর্তী সেরার থেকে ১৪ বেশি। কিন্তু ২০২০ সালের পর থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। শেষবার যখন তারা ফাইনালে পৌঁছেছিল তখন লেভারকুসেনকে ৪-২ গোলে পরাজিত করেছিল। অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগেও শুরুটা ভালো হয়নি বায়ার্ন মিউনিখের। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৩টিতে জয় পেয়েছে তারা। পরাজিত হতে হয়েছে ২টি ম্যাচে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে পরিবর্তন এসেছে। ফলে, কঠিন হয়ে উঠেছে লড়াই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।