১৯৮৬-এর বিশ্বকাপে দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’-এর কথা কে না জানে! সে বার বিশ্ব ফুটবলকে মারাদোনা পুরো নাড়িয়ে দিয়ে গিয়েছিলেন। নিঃসন্দেহে তাঁর সমালোচনাই বেশি হয়েছিল। কিন্তু আর্জেন্তিনাকে তিনি বিশ্বকাপ পাইয়ে দিয়েছিলেন সে বার। এবং নিজে গোটা টুর্নামেন্টে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছিলেন।
সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর করা দু'টি গোল বোধহয় কখনও কেউ ভুলতে পারবেন না। মাঝমাঠ থেকে বল টেনে একের পর এক ফুটবলারকে পায়ের জাদুতে কাটিয়ে যে গোলটি মারাদোনা করেছিলেন, তা শতাব্দীর সেরা গোলের শিরোপা পেয়েছে। সেই একই ম্যাচে আরও একটি গোল করেছিলেন মারাদোনা। মাথার পরিবর্তে সেই গোলটি তিনি করেছিলেন হাত দিয়ে। গোলটিকে 'হ্যান্ড অফ গড' বলা হয়। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় ভগবানের হাত।
সেই ঐতিহাসিক ম্যাচের মারাদোনার সেই নীল রঙের ১০ নম্বর জার্সিই এ বার তোলা হবে নিলামে। চলতি মাসের শেষের দিকে সেই জার্সি নিলামে উঠবে। বুধবার এই খবর জানিয়েছে সোতবে। ওই ম্যাচের পর থেকে মারাদোনার সেই জার্সি রয়েছে ৮৬-র বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজের কাছে। আর্জেন্টিনার বিরুদ্ধে ১-২ গোলে হারের পর ফুটবল রাজপুত্রের সঙ্গে জার্সি বদল করেছিলেন তিনি।
আগামী ২০ এপ্রিল থেকে নিলাম প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৪ মে পর্যন্ত। বুধবার এ কথা জানানো হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠানের তরফে আশা করা হচ্ছে, ফুটবল ঈশ্বরের বিখ্যাত জার্সিটি বিক্রি করে অন্তত ৪ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা ৩৯ কোটি ৭৩ লক্ষ টাকা পাওয়া যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।