ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার মার্সেলো। একদা রোনাল্ডোর এই সতীর্থ বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় এই বিষয়টি ঘোষণা করেন। ২০০৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। নিজের সেরা সময়টা তিনি কাটান রিয়াল মাদ্রিদে। অবসরের আগে তিনি শেষবার ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন। গত নভেম্বরে কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল করেন মার্সেলো। এরপর থেকে ক্লাবহীন ছিলেন ৩৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তারপর অবশেষে ৬ ফেব্রুয়ারি ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন খেলা ছাড়লেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন, কারণ তিনি মনে করেন এই খেলাকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে তাঁর।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিয়োতে মার্সেলো বলেন, ‘ফুটবলার হিসাবে যাত্রাটা আমার এখানে শেষ হল। তবে এই খেলাকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে।’ সেই ভিডিয়ো বার্তায় রিয়াল মাদ্রিদ এবং ফ্লুমিনেন্সের উল্লেখ রয়েছে। তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ফুটবলার মার্সেলো। রিয়ালের হয়ে একধিক ট্রফি জয়ের সাক্ষী থেকেছেন তিনি। ২০০৭ সালে স্পেনের এই ক্লাবে যোগ দেন মার্সেলো। তারপর ২০২২ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।মোট ৩৮৬টি ম্যাচ খেলেন।বার্নাবিউতে ১৫ বছরে মোট ২৫টি ট্রফি জিতেছেন মার্সেলো। যার মধ্যে রয়েছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৬টি লা লিগা।
২০২১-২২ মরশুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে। সেখানে খুব বেশি দিন স্থায়ী হননি তিনি। ৫ মাস পর চুক্তি ভঙ্গ করেন তিনি। এরপর ২০২৩-এ যোগ দেন ছেলেবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। কোচের সঙ্গে ঝামেলার আগে পর্যন্ত সেখানেদুটো মরশুমে ৬৮টা ম্যাচ খেলেন। যদিও জাতীয় দলের হয়ে খুব বেশি ট্রফি জিততে পারেননি তিনি। ব্রাজিলের অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ২০, অনূর্ধ্ব ২৩ ও সিনিয়র দলে খেলেছেন। সিনিয়র দলের হয়ে তিনি ৫৮টা ম্যাচ খেলেছেন। ব্রাজিলের জার্সিতে ২০১৩ সালে জেতা ফিফা কনফেডারেশনস কাপই তাঁর একমাত্র অর্জন। মার্সেলোর অবসরের সঙ্গে সঙ্গে শেষ হল একটা অধ্যায়ের। রোনাল্ডো ছাড়া নেইমার, রামোস, কাকা সহ একাধিক নামী তারকার সঙ্গে খেলেছেন তিনি। মনে করা হচ্ছে এবার কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে পারেন মার্সেলো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।