নাইজেরিয়ার ড্যানিয়েল চিমার পরিবর্তে এসসি ইস্টবেঙ্গল দলে নিয়েছে ব্রাজিলের তরুণ স্ট্রাইকার মার্সেলো রিবেইরোকে। সুভাষ ভৌমিকের প্রয়াণে বাংলার ফুটবল যখন শোকবিহ্বল, তখন গোয়ায় কঠোর অনুশীলনে মগ্ন ছিলেন লাল-হলুদ ফুটবলাররা। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ। তার আগে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন রিবেইরো।
1/4নতুন কোচ মারিয়ো রিভেরার দলে যোগ দেওয়ার পরেই এসসি ইস্টবেঙ্গল জয়ে ফিরেছে। এ বার চিমার পরিবর্তে নতুন স্ট্রাইকার মার্সেলো রিবেইরো যোগ দেওয়ায় কী আরও ভালো ফর্মে পাওয়া যাবে লাল-হলুদকে?
2/4গত বছরের অগস্টে ভিসেন্টে গিলের হয়ে অভিষেক ঘটে মার্সেলো রিবেইরোর। পর্তুগিজ ক্লাবে খেলার আগে স্পেনের ক্লাবেও খেলেছেন তিনি। এ বার তিনি খেলতে এসেছে এসসি ইস্টবেঙ্গলে।
3/4তবে ব্রাজিলের তরুণে স্ট্রাইকার দলে যোগ দেওয়ার আগেই জয়ে ফিরেছে লাল-হলুদ। তবে তারা আইএসএলে খুব একটা ভালো জায়গায় নেই। ১২ ম্যাচের মধ্যে ৬টিতে ড্র করেছে, ৫টি ম্যাচ হেরেছে। আর এফসি গোয়ার বিরুদ্ধে একমাত্র ম্যাচ জিতেছে এসসি ইস্টবেঙ্গল।
4/4আইএসএলের নিয়ম মেনে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে শনিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন মার্সেলো রিবেইরো। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলেন কিনা, সেটাই এখন দেখার!