সময়টা সত্যিই ভালো যাচ্ছে না এটিকে মোহনবাগানের। একেই সোমবার যুবভারতীতে চেন্নাইয়িন এফসি-র কাছে ১-২ গোলে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তার উপর গোদের উপর বিষফোঁড়া, স্টেডিয়ামের আলো নেভার জন্য রাজ্য সরকার দায়ী করেছে এই ম্যাচের আয়োজক এটিকে মোহনবাগানকেই। ম্যাচ চলাকালীন যুবভারতীর বাতিস্তম্ভের আলো নিভে যায়। তার জেরে কৈফিয়ত দিতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের শীর্ষ কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে। যিনি আবার সিইএসসি-র মালিক।
এই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে গিয়েছে। আর সেই মাঠেই আইএসএলের ম্যাচ চলাকালীন নিভল বাতিস্তম্ভের আলো। কেন হল এমন বিভ্রাট? রাজ্য সরকারের তরফে কাঠগড়ায় তোলা হল ম্যাচের আয়োজক এটিকে মোহনবাগানকে। তাদের কাছ থেকেই সরাসরি জবাব চাইল রাজ্য সরকার।
আরও পড়ুন: প্রস্তুতি হল, অজুহাত হল, তবে পুরনো রোগ সারল না ATK মোহনবাগানের! হারল ঘরের মাঠে
সঞ্জীব গোয়েঙ্কাকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘এশিয়া মহাদেশের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম হল যুবভারতী ক্রীড়াঙ্গন। ২০১৭ সালে এই মাঠেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও। শুধু তাই নয়, বহু আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী যুবভারতীর সবুজ গালিচা। ১০ অক্টোবর চেন্নাইয়িন বনাম এটিকে মোহনবাগানের ম্যাচে খেলার দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের জন্য ফ্লাড লাইট নিভে যায়। এই মাঠ রাজ্যের গর্ব। অথচ সেখানে এমন ঘটনা স্টেডিয়ামের ঐতিহ্যেকে কলঙ্কিত করল। আয়োজকদের ব্যর্থতার জন্যই মাঠের আলো নিভে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাই তাদেরই এই ঘটনায় জবাবদিহি করতে হবে। আগামী তিন দিনের মধ্যে রাজ্যের লেখা চিঠির উত্তর দিতে হবে।’
সিইএসসি-র হাতেই কলকাতার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব। আর তাদের দলের খেলার সময়েই অন্ধকার নেমে এল যুবভারতীতে। আলো নেভার জন্য সোমবার বেশ খানিকক্ষণ বন্ধ রাখতে হয় এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ। যা সত্যিই লজ্জাজনক। আর তাই শো-কজ নোটিস ধরানো হয়েছে এটিকে মোহনবাগানকে।
আরও পড়ুন: আমরা প্লে-অফে গেলে অলৌকিক বিষয় হবে- ISL-এ নামার আগেই হেরে বসে ইস্টবেঙ্গল কোচ
সোমবার দ্বিতীয়ার্ধের শুরুতেই নিভে যায় বাতিস্তম্ভের আলো। ম্যাচের ৫৩ মিনিট থেকে প্রায় দশ মিনিট খেলা বন্ধ থাকে। আর তার পরে কিন্তু অন্ধকারে তলিয়ে যায় সবুজ-মেরুনও। প্রথমার্ধে মনবীরের গোলে ১-০ এগিয়ে ছিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। কিন্তু আলো নেভার পর ম্যাচের রং পুরো বদলে যায়। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কারিকারি। এর পর ম্যাচের ৮৩ মিনিটে কারিকারির পাস থেকে নিখুঁত প্লেসিংয়ে ২-১ করেন রহিম আলি। আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠ থেকে খালি হাতে ফিরতে হয় এটিকে মোহনবাগানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।