চার বছর মহিলা ফুটবল দলের কোচ হিসেবে যুক্ত থাকলেও, হঠাৎ করেই সরে দাঁড়ালেন মেমল রকি। ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়কেই সামনে রেখেছে। তবে আদৌ ব্যক্তিগত কারণে তিনি ছেড়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ জড়িত রয়েছে, তা নিয়ে জল্পনা চলছে।
ফেডারেশন সচিব কুশল দাস বলেছেন, ‘মেমল রকি ব্যক্তিগত কারণে সিনিয়র জাতীয় মহিলা দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা ওঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। এবং ভারতীয় ফুটবল ওঁর অবদানের জন্য ধন্যবাদ জানাই। ওঁর ভবিষ্যতের জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল।’
প্রথমে মেয়েদের জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মেমল রকি। তার পরে ২০১৭ সালে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। এর পর কোচ হিসেবে বহু সাফল্যই পেয়েছেন মেমল। আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর সাফল্যের পরিসংখ্যান নেহাৎ কম নয়। তবে ফুটবল দলের দায়িত্ব ছাড়ার পর মেমল বলেছেন, ‘এত বছর ধরে আমার উপর এবং দলের উপর বিশ্বাস রাখার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আমি ধন্য়বাদ জানাই।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘শেষ কয়েক বছর মহিলা ফুটবলে যে রকম উন্নতি হয়েছে, তার জন্য আমি খুবই খুশি। ফেডারেশনের থেকে আমরা যা সুযোগসুবিধে পেয়েছি, সাই এবং ওড়িশা সরকারের থেকেও যে সাহায্য পেয়েছি, তাতে আমাদের উন্নতির পথই প্রশস্ত হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।