শুভব্রত মুখার্জি: ৩৬ বছর পরে বিশ্বকাপের শিরোপা জয়ের খরা কাটিয়েছে আর্জেন্তিনা। লিওনেল মেসি এবং তাঁর দেশ কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে। ফাইনালে তারা হারিয়েছে ফ্রান্সকে। তাদের ইতিহাসে এটি তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়। ট্রফি জয়ের পাশাপাশি একাধিক পুরস্কারও পান আর্জেন্তিনার বিভিন্ন ফুটবলার। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে 'গোল্ডেন গ্লাভস' জেতেন আর্জেন্তিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। এর পরেই সেই পুরস্কার নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে উদযাপন করতে দেখা যায় তাঁকে। এ বার সেই উদযাপনকেই নকল করে কটাক্ষ করলেন কিলিয়ান এমবাপে!
প্রসঙ্গত পিএসজির ক্লাব তাঁবুর বাইরেই কিলিয়ান এমবাপেকে দেখা যায় তা নকল করতে। ট্রেনিং মাঠের বাইরেই এমবাপেকে দেখা যায় এই কাজটি করতে। যা ইতিমধ্যেই ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। মার্টিনেজ পরবর্তীতে তাঁর এই অশ্লীল কাজ করার কার্যকারণ ব্যাখ্যাও দেন। তিনি জানান ফ্রান্সের সমর্থকরা তাঁকে ক্রমাগত কটাক্ষ করছিলেন। তার জবাব দিতেই এই কাজটা তিনি করেছিলেন।
আরও পড়ুন: এমবাপে ঝড়- একাই করলেন ৫ গোল, মেসিকে ছাড়াই French Cup-এ দাপট, ৭ গোল PSG-র
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তরফে অবশ্য আগেই জানানো হয়েছে, মার্টিনেজের কাজ তারা সমর্থন করছে না। তাদের আইন বিরুদ্ধ কাজ করেছে মার্টিনেজ। মার্টিনেজের বিরুদ্ধে এই কারণে তদন্তও শুরু হয়েছে। ফিফার তরফে জানানো হয়েছে, ‘ফিফার আইনের ১১ এবং ১২ ধারা লঙ্ঘন করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করছে। ফিফার কাতার বিশ্বকাপের রেগুলেশন অনুযায়ী আর্টিকেল ৪৪-ও ভাঙা হয়েছে। ফলে তদন্তের আওতায় পড়েছেন মার্টিনেজ।’
আরও পড়ুন: লাল বা হলুদ কার্ড নয়, ফুটবল মাঠ এ বার সাক্ষী থাকল সাদা কার্ডের
বিষয়টি নিয়ে বলতে গিয়ে এমবাপে জানিয়েছিলেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালের পরে মার্টিনেজের সঙ্গে করমর্দন করেছি। ওকে শুভেচ্ছাও জানিয়েছি। দু'জনের লক্ষ্য ছিল ফাইনাল জয়। তবে ফাইনালে হেরে গিয়েছি। উদযাপন নিয়ে আমার কোনও সমস্যা নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।