শেষ হয়েছে দুর্গাপুজো। কলকাতা শহরে এখন বেজে গিয়েছে ডার্বির দামামা। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা টিকিট সংগ্রহ শুরু করে দিয়েছে। তবে পুজোয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল মোহনবাগানের ফুটবলারদের। বন্ধ ছিল প্র্যাক্টিস। কিন্তু বাগানের তিন ফুটবলারকে এই ছুটির বাইরে রাখা হয়েছিল। সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান এবং আলবার্তো রদ্রিগেজকে পুজোর মধ্যে দু’দিন রিহ্যাব করতে দেখা গেল। আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগানের রক্ষণের এই মুহূর্তে বড় ভরসা রদ্রিগেজ। চোট থাকলেও তাঁকে ডার্বিতে খেলানোর ভাবনা রয়েছে কোচ মোলিনার। মহামেডানের বিরুদ্ধে শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকে বল পায়ে অনুশীলনে তাঁকে আর দেখা যায়নি। তাই ১৯ তারিখের ডার্বির আগে রদ্রিগেজকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন কোচ।
কিছুটা আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। শনিবার থেকেই অন্তর্বর্তী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে প্র্যাক্টিস শুরু করে লাল হলুদ শিবির। সোমবার থেকে ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান সুপার জায়ান্টও। শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে বড় জয় যথেষ্ট আত্মবিশ্বাস বাড়াবে মোলিনা ব্রিগেডের। বেঙ্গালুরুতে সুনীল ছেত্রীর টিমের কাছে ম্যাচ হারের পর মহামেডানের বিরুদ্ধে ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সেই ম্যাচেই জেমি-দিমিদের দুরন্ত পারফরম্যান্সে ম্যাচ ৩-০ ব্যবধানে জিতে নেয় সবুজ-মেরুন শিবির। বড় ম্যাচে তাই কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে খেলতে নামবে মোহনবাগান। এই মুহূর্তে সবুজ মেরুন শিবির আইএসএলে লিগ টেবিলে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তারা এখনও পর্যন্ত ৪টি ম্যাচের ২টিতে জয় পেয়েছে, ১টি ড্র করেছে এবং ১টিতে পরাজিত হয়েছে।
অপরদিকে লিগ টেবিলে সবার শেষে রয়েছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৪ ম্যাচের ৪টিতে পরাজিত হয়েছে তারা। এই মুহূর্তে দলের অন্দরেও ডামাডোল পরিস্থিতি। আগের কোচ কার্লস কুয়াদ্রাত পদত্যাগ করেছেন বেশ কিছুদিন হল। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ। নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে অস্কার ব্রুজোকে। তবে তিনি এখনও শহরে এসে পৌঁছননি। ম্যানেজমেন্টের তরফে তাঁকে ডার্বির আগে কলকাতায় নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত একটাও ম্যাচ না জিততে পারা ইস্টবেঙ্গলের কাছে ডার্বি এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। তাই এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে লাল হলুদ শিবির। তবে লড়াই সোজা হবে না সেটা জানে টিম ম্যানেজমেন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।