মুম্বই সিটি নিজেদের ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে ০-১ পিছিয়ে পড়েছিল। দ্বিতীয় লেগে বেঙ্গালুরুতে তারা আবার ২-১ এগিয়ে যায়। তবে দুই লেগ মিলিয়ে নির্দিষ্ট সময়ে খেলার ফল হয় ২-২। যে কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করে। গোলের সুযোগও তৈরি হয়। তবে খেলার ফল অমিমাংসিত থাকে। যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের ফল হয় ৫-৫। সাডেন ডেথে গড়ায় ম্যাচ। আর সাডেন ডেথেই মুম্বই সিটি এফসি-র মেহতাব সিং-এর শট বাঁচিয়ে দেন গুরপ্রীত। তার পর সন্দেশ ঝিঙ্গান শেষ গোলটি করায় জিতে যায় বেঙ্গালুরু। লিগশিল্ড জয়ী মুম্বইকে হারিয়ে ফাইনালে ওঠে বেঙ্গালুরু।
ফাইনালে বেঙ্গালুরু
দুরন্ত জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু। নাটকীয় ম্যাচে সাডেন ডেথে নির্ধারিত হল ম্যাচের ফল। গুরপ্রীত সিং মুম্বইয়ের শট বাঁচিয়ে ফাইনালে তুলল বেঙ্গালুরুকে।
বেঙ্গালুরুর সন্দেশ ৯-৮ করলেন, ফাইনালে বেঙ্গালুরু
বেঙ্গালুরুর সন্দেশ ৯-৮ করলেন, ফাইনালে পৌঁছে গেলেন বেঙ্গালুরু।
মুম্বইয়ের মেহতাব সিংয়ের শট বাঁচালেন গুরপ্রীত।
মুম্বইয়ের প্রথম পেনাল্টি মিস। মেহতাব সিংয়ের শট বাঁচালেন গুরপ্রীত।
বেঙ্গালুরুর সুরেশ ৮-৮ করলেন।
বেঙ্গালুরুর সুরেশ ৮-৮ করলেন।
মুম্বইয়ের বিনীত রাই ৮-৭ করলেন।
মুম্বইয়ের বিনীত রাই ৮-৭ করলেন।
বেঙ্গালুরুর রাহুল কুমার ৭-৭ করলেন
বেঙ্গালুরুর রাহুল কুমার ৭-৭ করলেন।
মুম্বইয়ের মুর্তাদা ফল ৭-৬ করলেন
মুম্বইয়ের মুর্তাদা ফল ৭-৬ করলেন।
বেঙ্গালুরুর প্রবীর ৬-৬ করলেন
বেঙ্গালুরুর প্রবীর ৬-৬ করলেন।
মুম্বইয়ের বিক্রম সিং ৬-৫ করলেন
মুম্বইয়ের বিক্রম সিং ৬-৫ করলেন।
টাইব্রেকার- ৫-৫ করলেন পেরেজ
বেঙ্গালুরুর পাবলো পেরেজ ৫-৫ করলেন
টাইব্রেকার- ৫-৪ করলেন রাহুল ভেকে
মুম্বইয়ের রাহুল ভেকে ৫-৪ করলেন।
টাইব্রেকার- ৪-৪ করলেন সুনীল
বেঙ্গালুরুর সুনীল ৪-৪ করলেন।
টাইব্রেকার- ৪-৩ করলেন জাহু
মুম্বইয়ের জাহু ৪-৩ করলেন।
টাইব্রেকার- ৩-৩ করলেন কোস্টা
বেঙ্গালুরুর অ্যালান কোস্টা ৩-৩ করলেন।
টাইব্রেকার- ৩-২ করল ছাংতে
মুম্বইয়ের ছাংতে ৩-২ করলেন।
টাইব্রেকার- ২-২ করল কৃষ্ণ
বেঙ্গালুরুর রয় কৃষ্ণ ২-২ করলেন।
টাইব্রেকার- ২-১ করল দিয়াজ
মুম্বইয়ের পেরেরা দিয়াজ ২-১ করলেন।
টাইব্রেকার- ১-১ করল জাভি
বেঙ্গালুরুর জাভি ১-১ করে ফেললেন।
টাইব্রেকার- ১-০ করল স্টুয়ার্ট
মুম্বইয়ের গ্রেগ স্টুয়ার্ট প্রথম গোলটি করে ফেললেন।
টাইব্রেকারে গড়াল ম্যাচ
দুই দল অনেক সুযোগ তৈরি করেছিল। দুই দলের গোলি খুব ভালো পারফরম্যান্স করেছে। তবে অতিরিক্ত সময়ে লাচেনপা মুম্বইকে রক্ষা করেছেন। দুরন্ত ছন্দে তিনি বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়েছে। তবে শেষ পর্যন্ত ম্য়াচ গড়াল টাইব্রেকারে।
বিপদ থেকে বাঁচল বেঙ্গালুরু
১১৩ মিনিট- ক্রস থেকে বল পেয়ে ধরে রাখতে পারেননি গুরপ্রীত। এক মুহুর্তের জন্য, মুম্বই খেলোয়াড়রা বল পেয়ে যাওয়ায় গোলের সুযোগ উন্মোচিত হয়ে যায় কিন্তু মুম্বই সুযোগ নষ্ট করায়, শেষ পর্যন্ত বিপদে পড়তে হয়নি বেঙ্গালুরুকে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলাও শুরু। দুই দলই মরিয়া। দেখার জিতবে কারা!
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলাও অমিমাংসিত
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলাও অমিমাংসিত ভাবেই শেষ হল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখার দ্বিতীয়ার্ধে গোল হয় নাকি!
দুরন্ত সেভ লাচেনপার
লাচেনপার তাঁর দলকে ফের বাঁচালেন। দুরন্ত সেভ করলেন তিনি। কৃষ্ণ বাঁ ফ্ল্যাঙ্ক থেকে বল পেয়ে, সেটা ধরে হেড করেন। কিন্তু নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন লাচেনপা। তবে ফিরতি বল গোলে ঢুকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কারণ মুর্তাদা ফল বল ক্লিয়ার করার সময়ে নিজের পোস্টেই মেরেছিল। ভাগ্যিস জালে জড়ায়নি বল। হাঁফ ছেড়ে বাঁচলেন মুম্বই।
দিয়াজের সুযোগ নষ্ট
৯৯ মিনিট- কী করে এ রকম গোল মিস করল মুম্বই? বিক্রম বক্সের ভিতরে নিচু ক্রস বাড়ান দিয়াজকে। দিয়াজ বলটি গোলে রাকার চেষ্টা করলেও, অল্পের জন্য মিস করে যান। এ রকম সুযোগ নষ্ট হওয়ার খেসারত না মুম্বইকে দিতে হয়?
সেভ করলেন লাচেনপা
৯৭ মিনিট- জাভির শট বাঁচিয়ে দেন মুম্বই সিটির কিপার লাচেনপা। অতিরিক্ত সময়ে কি গোল হবে? নাকি টাইব্রেকারে গড়াবে ম্য়াচ?
খেলা গড়াল অতিরিক্ত সময়ে
বেঙ্গালুরুতে মুম্বই ২-১ এগিয়ে ছিল। তবে দুই লেগ মিলিয়ে খেলার ফল ২-২। যে কারণে অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ।
৫ মিনিট ইনজুরি টাইম
নির্ধারিত সময়ের খেলা শেষ। হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচে ২-১ এগিয়ে মুম্বই। তবে ২ ম্যাচ মিলিয়ে খেলার ফল ২-২। ৫ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে। এই সময়ে গোল করতে পারবে কোনও দল, নাকি ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে?
চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন বিপিন
৮০ মিনিট- চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন বিপিন। তাঁকে পরিবর্তন করতে বাধ্য হল মুম্বই কোচ। বিপিনের বদলে নামলেন বিক্রম প্রতাপ সিং।
সুনীল নামলেন
৭০ মিনিট- শিবাশক্তির পরিবর্তে নালেন সুনীল ছেত্রী। সুনীল কি পারবেন ফের সুপার সাবের ভূমিকা নিতে?
দুরন্ত সেভ
৬৯ মিনিট- ডান পায়ে বল পেয়ে টার্নে দুর্দান্ত শট নেন জাভি। তবে বলটিকে বাঁচিয়ে দেন মুম্বইয়ের কিপার ফুর্বা। এটি নিঃসন্দেহে দুরন্ত সেভ।
গোওওওওওওওলললললল… মুম্বই ২-১ এগিয়ে গেল
৬৬ মিনিট- মুম্বাই সিটি এফসি ২-১ লিড নিল। এবং দুই লেগ মিলিয়ে তারা ২-২ করে ফেলল। এ বার চাপ বাড়বে বেঙ্গালুরুর। এ বার মেহতাব ২-১ করলেন। গ্রেগ স্টুয়ার্ট কর্নার থেকে একটি ভালো বল সুইং করেন এবং মেহতাব সিং ঝাঁপিয়ে পড়ে একটি দুরন্ত হেডারে বল জালে জড়ান।
দুরন্ত সেভ গুরপ্রীতের
৬৫ মিনিট- দ্বিতীয়ার্ধে মারাত্মক আক্রমণাত্মক রয়েছে মুম্বই। তারা মরিয়া গোলের জন্য। ক্রস থেকে বল পেয়ে হেডারে দুরন্ত ভাবে বলটি গোলে রাখতে চেয়েছিলেন বিপিন। কিন্তু গুরপ্রীত পুরো ডাইভ মেরে গোল বাঁচান। দুরন্ত সেভ।
কর্নার থেকে বিপজ্জনক শট
৫৫ মিনিট: রোশন কর্নার থেকে মুম্বইয়ের বক্সের ভিতরে একটি বিপজ্জনক ক্রস সুইং করেন। কিন্তু জাহু হেডা করে বলটি ক্লিয়ার করে দেন।
মুম্বইয়ের সুযোগ
৪৬ মিনিট- স্টুয়ার্ট চমৎকার পাস বাড়ান বিপিনকে। বক্সের ভিতরে ভালো জায়গায় থাকা বিপিন সেই পাস ধরে গোলে শট মারেন। কিন্তু গুরপ্রীত বল ধরে ফেলেন। দ্বিতীয়ার্ধেও ভালো শুরু মুম্বইয়ের।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। ম্যাচের ফল ১-১। তবে মুম্বই সিটি এফসি-কে েই ম্যাচ জিততেই হবে। বেঙ্গালুরু ড্র করলেই চলবে।
৬ মিনিট ইনজুরি টাইম
প্রথমার্ধ্বের নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ৬ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে।
জাভির সুযোগ নষ্ট
৪৩ মিনিট- জাভি হার্নান্ডেজ ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন। এবং তিনি ভালো শট নিলেও অল্পের জন্য তা মিস হয়। তাঁর শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়।
হলুদ কার্ড
৩৮ মিনিট- জাভিকে ফাউল করে মুর্তাদা ফল হলুদ কার্ড দেখলেন। কী হবে খেলার ফল? জিতবে কারা? উত্তেজনা চরমে
গোওওওওলললললল- বিপিনের গোলে ১-১ করল মুম্বই
৩০ মিনিট- ডান দিক থেকে আসা ক্রস সামলাতে পারেনি বেঙ্গালুরু। রাওলিনের শট গুরপ্রীত সেভ করেন কিন্তু ফিরতি শট ধরে গোল করে জড়ান বিপিন। ১-১ করে ফেলল মুম্বই।
গোওওওওওওললললল……জাভির গোলে এগিয়ে গেল বেঙ্গালুরু
২২ মিনিট- নিজের দক্ষতার জাভির দুরন্ত গোল। তরুণ শিবাশক্তি ক্রস বাড়ান জাভিকে। দুরন্ত হেডারে বেঙ্গালুরুকে ১-০ এগিয়ে দিলেন জাভি। অর্থাৎ এই মুহূর্তে বেঙ্গালুরু দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে গেল। একেবারে ব্যাকফুটে মুম্বই।
গোল বাঁচালেন গুরপ্রীত
১০ মিনিট- গ্রেগ স্টুয়ার্টের পেনাল্টি থেকে নেওয়া শট বাঁচালেন গুরপ্রীত। তাঁর জন্যই পেনাল্টি হয়েছিল। তিনিই রক্ষা করলেন বেঙ্গালুরুকে। তবে গ্রেগ স্টুয়ার্টের প্রচেষ্টা দুর্বল ছিল এবং গুরপ্রীত সঠিক দিকে ডাইভ মেরে বলটি সেভ করেন। এ ভাবেই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেন গুরপ্রীত।
পেনাল্টি পেল মুম্বই
৮মিনিট- গুরপ্রীত অনিচ্ছাকৃতই ফাউল করে বসেন পেরেরা দিয়াজকে। মুম্বই পেনাল্টি পায়। সমতা ফেরানোর বড় সুযোগ মুম্বইয়ের সামনে।
খেলা শুরু
আইএসএলের প্রথম লেগের দ্বিতীয় সেমিফাইনালের খেলা শুরু। বাঁশি বেজে গেল। বেঙ্গালুরু কি পারবে ফাইনালে উঠতে? না বেঙ্গালুরুকে চাপে ফেলে ম্যাচ জিতে যাবে মুম্বই?
দুই দলের প্রথম একাদশ
বেঙ্গালুরুর আইএসএল লিগের পারফরম্যান্স
বেঙ্গালুরু লিগের ২০টি ম্যাচের ১১টিতে জিতেছে। ১টি ম্যাচ তারা ড্র করেছে। ৮টি ম্যাচ হেরেছে। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছিল বেঙ্গালুরু এফসি। যে কারণে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্লে-অফ খেলেই সেমিফাইনালে উঠে আসতে হয়েছে তাদের। যদিও সেই প্লে-অফ ম্যাচ ছিল বিতর্কে ভরা। তবে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে বেঙ্গালুরুর দুরন্ত পারফরম্যান্স প্রমাণ করে দিল, তাদের সেমিফাইনালে উঠে আসাটা ফ্লুক ছিল না। সুনীলের একমাত্র গোলে জিতে আত্মবিশ্বাস নিয়ে আজ নামছে মুম্বই সিটি এফসি।
মুম্বইয়ের আইএসএল লিগের পারফরম্যান্স
লিগের ১০টি ম্যাচের মধ্যে ১৪টি তারা জেতে। ৪টি ড্র করে। টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়়ে তারা। শেষের দিকে দু'টি ম্যাচ তারা হারে। তবে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগশিল্ড জেতে মুম্বই। সেই সঙ্গে শীর্ষে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মুম্বই সিটি এফসি। তবে সেমির প্রথম লেগে হেরে চাপে মুম্বই।
অ্যাডভান্টেজে বেঙ্গালুরু, চাপে মুম্বই
লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি-কে তাদের ঘরের মাঠে গিয়ে সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে এসেছে বেঙ্গালুরু এফসি। সুপার সাব সুনীল ছেত্রীর একমাত্র গোলে তারা জয় ছিনিয়ে নিয়েছিল। আজ বেঙ্গালুরু তাদের ঘরের মাঠে ড্র করলেই বাজিমাত করে ফাইনালে পৌঁছে যাবে। সেখানে মুম্বই কিন্তু চাপে থাকবে। তাদের জিততেই হবে পরিস্থিতি।