নতুন ভূমিকায় মাঠে ফিরতে চলেছন কলকাতা ময়দানের অতিপ্রিয় মেহতাব হোসেন। এ বার মধ্যপ্রদেশের ক্লাব মদন মহারাজে এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেহতাব। মধ্যপ্রদেশের ক্লাব মদন মহারাজ এফসি হল ভোপালের দ্বিতীয় ডিভিশন ক্লাব, তারা পেশাদার ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করছে। সেই ক্লাবেরই মেন্টর কাম ফুটবলারের ভূমিকায় দেখা যাবে মেহতাব হোসেনকে।
এ বার ভোপালের দ্বিতীয় ডিভিশন ক্লাবে দেখা যাবে মেহতাবকে। চলতি মাসের ২৩ তারিখ নাগাদ ভোপাল যাচ্ছেন তিনি। মেহতাবের সঙ্গে কলকাতা থেকেও বেশ কয়েকজন ফুটবলার সই করবেন মদন মহারাজ ক্লাবে। তাঁদের মধ্যে রয়েছেন ময়দানের পরিচিত মুখ অর্ণব দাসশর্মা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। তবে আগে দলে নিজের মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি। প্রয়োজন পরলে তবেই খেলোয়াড় হিসাবে মাঠে নামতে চান তিনি। মেহতাবকে নতুন ভূমিকায় দেখার জন্য কলকাতা ময়দান উদগ্রীব হয়ে রয়েছে।
এর আগে মোহনবাগানে খেলে বুট জোড়া তুলে রেখেছিলেন মেহতাব। খেলোয়াড় জীবনে মাঝমাঠের স্তম্ভ ছিলেন মেহতাব হোসেন। আইএসএলেও কেরল ব্লাস্টার্স, জামশেদপুরের হয়েও মাঠ কাঁপিয়ে ছিলেন তিনি। কেরল ব্লাস্টার্সের হলুদ জার্সিতে মাঝমাঠ সামলেছিলেন মেহতাব। মর্গ্যান জমানায় ইস্টবেঙ্গল জার্সিতে ময়দানে ফুল ফুটিয়েছিলেন তিনি। তবে সবুজ-মেরুন জার্সি পরেই ময়দানকে বিদায় জানিয়েছিলেন তিনি। পরে দীর্ঘ দিন সাদার্ন সমিতির মেন্টর কাম কোচের দায়িত্বও পালন করেছিলেন। এ বার মধ্যপ্রদেশের ক্লাব মদন মহারাজ এফসি মেহতাবের হাত ধরে নতুন করে পেশাদার ফুটবলে ঘুরে দাঁড়াতে চাইছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।