আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই ভারতের বুকে বসতে চলেছে বিশ্ব ফুটবলের কিংবদবন্তিদের নিয়ে আসর। চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠে চলতি মাসের শেষেই ৩০ মার্চ রয়েছে এক দুরন্ত ফুটবল ম্যাচ। যে ম্যাচে মাঠে নামবেন ২০০২ সালে ব্রাজিলকে ফুটবল বিশ্বকাপ জেতানো নাম করা সব তারকারা।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
৩০ মার্চ ব্রাজিলের ম্যাচ চেন্নাইতে
এর আগে বিক্ষিপ্তভাবে রোনাল্ডিনহো, কাফু, রোমারিওরা কলকাতায় এসেছেন। লুসিও খেলে গেছেন আইএসএলের ক্লাবে। তবে এভাবে ফুটবল ম্যাচে সেভাবে খেলতে দেখা যায়নি ব্রাজিলের কিংবদন্তিদের। এবার সেটাই সম্ভব হয়েছে। ৩০ মার্চ ব্রাজিল লেজেন্ড দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইন্ডিয়া অল স্টার দল। সেই ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে। খেলা শুরু সন্ধে ৭টায়।
ব্রাজিলের হয়ে খেলবেন কাকা-রোনাল্ডিনহোরা
ব্রাজিল শিবিরে যেমন থাকছেন রোনাল্ডিনহো, রিভালডো, কাকা, লুসিওর মতো বিশ্বকাপজয়ী তারকারা। তেমন ভারতীয় ব্রিগেডে থাকছেন মেহতাব হোসেনের মতো ভারতীয় ফুটবলের চেনা মুখরা। ইন্ডিয়া অল স্টার দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রশান্ত ব্যানার্জিকে। স্বপ্নের তারকাদের বিরুদ্ধেই খেলতে নামার আগে নষ্টালজিয়ায় ভাসছেন ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেল বলে পরিচিত মেহতাব হোসেন।
মেহতাবের সেই ভিডিয়ো-
মেহতাবকে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘যাদের বিরুদ্ধে খেলবে, সেই ব্রাজিল হচ্ছে ফুটবলের শেষ কথা। এখন আর্জেন্তিনাও উঠে এসেছে, তবে ব্রাজিলই শেষ কথা। কলকাতাকে যেমন ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়, তেমন পৃথীবির ফুটবলের মক্কা বলা হবে নিঃসন্দেহে ব্রাজিলকে।অসাধারণ প্রতিভা যদি কোথাও থেকে থাকে, তাহলে সেটা ব্রাজিলে। ’।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
মেহতাব আরও বলছেন, ‘ কাকা প্রথমবার আসছে। এর আগে রোনাল্ডিনহোকে দেখেছি, দুঙ্গাকে দেখেছি, রিভাল্ডোকে দেখনি। কিছু কিছু তারকা আছে যারা বিশ্বফুটবলে, চ্যাম্পিয়ন্স লিগে, লা লিগাতে অনেক মূহূর্ত দিয়ে গেছে। রিভাল্ডোর চেস ট্র্যাপ, বা টপ বক্স থেকে ভলি করা, এগুলোই আমরা দেখে এসেছি। ওই গোলগুলো টিভিতে রাত জেগে দেখেছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফুটবলারদের বিরুদ্ধে খেলব, এটা তো স্বপ্নের ব্যাপার। কাকাকে কখনও কাছ থেকে দেখিনি, রোনাল্ডিনহোকে এখানে আসতে দেখেছি। তাই এই ফুটবলারদের সঙ্গে এক মাঠে খেলতে নামা, একই ড্রেসিংরুম শেয়ার করা, একসঙ্গে খেলতে নামা, আমার কাছে গর্বের ব্যাপার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।