বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মেসি গোল করলেন ও করালেন! ইন্টার মায়ামির ৫-০ দাপুটে জয়, প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে ছবি তুললেন LM10

মেসি গোল করলেন ও করালেন! ইন্টার মায়ামির ৫-০ দাপুটে জয়, প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে ছবি তুললেন LM10

৫-০ দাপুটে জয়ের পরে প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে ছবি তুললেন LM10 (ছবি- এক্স)

ম্যাচের শেষের দিকে মেসিকে বদলি করা হলে গ্যালারিতে থাকা দর্শকরা স্ট্যান্ডিং ওভেশন দিয়ে তাঁকে সম্মান জানান। ম্যাচের শেষ বাঁশির পরও মাঠে এক অনন্য দৃশ্য দেখা যায়—CD Olimpia-র খেলোয়াড়রা মেসিকে ঘিরে ধরে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

বর্তমানে উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রাক-মরশুম সফরে রয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই সময়ে তারা হন্ডুরাসের ক্লাব CD Olimpia-র বিরুদ্ধে খেলতে নেমেছিল এবং এই ম্যাচে দুর্দান্ত ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এই ম্যাচে লিওনেল মেসি একটি গোল করেন এবং একটি অ্যাসিস্টও করেন। ২০২২ বিশ্বকাপজয়ী তারকা প্রথমার্ধেই স্কোরশিটে নাম লেখান, লুইস সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের পর মেসি ও সুয়ারেজ একে অপরকে জড়িয়ে ধরে সেলিব্রেশন করতে থাকেন।

এরপর ৪৪তম মিনিটে আর্জেন্তিনার তরুণ মিডফিল্ডার ফেডেরিকো রেডোন্ডো স্কোরলাইন ২-০ করেন এবং মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে ৩-০ করে ইন্টার মায়ামি। প্রথমার্ধের শেষের দিকে মেসি অসাধারণ স্কিল দেখিয়ে দুইজন ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করেন। তবে নিজে শট না নিয়ে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার নোয়া অ্যালেনকে, যিনি সহজেই বল জালে জড়িয়ে দেন এবং স্কোরলাইন ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধের আট মিনিট পর সুয়ারেজ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে গোলরক্ষককে নাটমেগ করে (পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে) গোল করেন, যা স্কোরলাইন ৪-০ করে দেয়। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে রায়ান সেলার ইন্টার মায়ামির হয়ে শেষ গোলটি করেন এবং দল ৫-০ ব্যবধানে জয়লাভ করে।

আরও পড়ুন … UFC: এক ঘুষিতেই খেলা শেষ! মাত্র ১৯ সেকেন্ডে নকআউট ভারতের অংশুল জুবলি, তারপরেই শুরু বিতর্ক

সেলফির উন্মাদনা ও মেসির জন্য স্ট্যান্ডিং ওভেশন

ম্যাচের শেষের দিকে মেসিকে বদলি করা হলে গ্যালারিতে থাকা দর্শকরা স্ট্যান্ডিং ওভেশন দিয়ে তাঁকে সম্মান জানান। ম্যাচের শেষ বাঁশির পরও মাঠে এক অনন্য দৃশ্য দেখা যায়—CD Olimpia-র খেলোয়াড়রা মেসিকে ঘিরে ধরে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন … IND s ENG 2nd ODI: মাত্র ৭৩ সেকেন্ডেই ওভার শেষ! ইংল্যান্ডের ইনিংসের ২৪তম ওভারে উঠল রবীন্দ্র জাদেজার ঝড়

ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামির অন্যতম প্রধান তারকা লিওনেল মেসি। তবে গত মরশুমে তিনি দলকে লিগ শিরোপা এনে দিতে পারেননি। যদিও দল নিয়মিত মরশুমের শীর্ষস্থান ধরে রেখেছিল, তারা প্লে-অফের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল।

মাসচেরানোর কোচিংয়ে পুরনো সতীর্থদের নতুন ভূমিকা

ইন্টার মায়ামি নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জাভিয়ের মাসচেরানোকে, যিনি আগে মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেটস এবং সুয়ারেজের সতীর্থ ছিলেন। মাসচেরানো কোচ হওয়ার পর বলেন, ‘আমি কখনও কিছু জোর করে প্রমাণ করতে চাই না। আমার শুধু লিওর সঙ্গেই নয়, বরং লুইস, জর্দি এবং বুসির সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। তবে ক্লাবের বাইরে আমাদের সম্পর্ক যেমন ছিল, তেমনই থাকবে। আমি ব্যক্তিগত সম্পর্ক ও পেশাদার সম্পর্ক মেশাতে পছন্দ করি না।’

আরও পড়ুন … IND vs ENG 2nd ODI: তোর মাথায় কি কিছুই নেই… কেন হর্ষিতের উপর রেগে গেলেন রোহিত? দেখুন ভিডিয়ো

সুয়ারেজও স্বীকার করেন যে প্রাক্তন সতীর্থের কোচ হওয়া একটু ভিন্ন অভিজ্ঞতা, তবে তাদের নতুন ভূমিকা বোঝা ও সম্মান দেখানো জরুরি। তিনি বলেন, ‘এটা একটু অদ্ভুত লাগছে যে এখন সে আমাদের কোচ, তবে আমরা সবাই তার দায়িত্বকে সম্মান করি। আমরা কথা বলেছি এবং বুঝেছি যে এখন সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে রয়েছে।’ তিনি আরও যোগ করে বলেন, ‘সে এখন আর শুধু একজন প্রাক্তন সতীর্থ নয়, সে দলটির প্রধান, এবং আমাদের সেই অনুযায়ী সম্মান দেখাতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2025 Purple Cap: বেগুনি টুপির দৌড়ে এগিয়ে নূর, সেরা ৭-এ KKR-এর কেউ আছেন কি? যাদবপুরে কোনও রাজনৈতিক নেতাকে নিয়ে মিটিং করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের যুদ্ধ আবহে ভারত সফরে আসবেন পুতিন! মোদীর সঙ্গে কোন সমীকরণের ইঙ্গিত? IPL 2025 Orange CAP: অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে ইশান, সেরা ৭-এ KKR-এর ডি'কক বিজেতা হিসেবে এগিয়ে, Indian Idol Finalist স্নেহা শঙ্করের বাবাও নামি গায়ক, চেনেন? বাংলাদেশের বিপক্ষে জঘন্য ফুটবল! হংকং ম্যাচের আগে তাইল্যান্ডে শিবির হবে সুনীলদের মঞ্চে নজর কাড়লেন দিশা পাটানি! IPL উদ্বোধনে কত ছিল পারিশ্রমিক? এল নয়া রিপোর্ট ১৪ এপ্রিল থেকে আবার বাজবে বিয়ের সানাই, দেখে নিন বিয়ের জন্য শুভ দিনের তালিকা তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ দলেরই বিধায়কের ‘‌আপনারা কবে ছাত্রভোট করবেন সেটা ঠিক করে জানান’‌, সময় বাঁধল কলকাতা হাইকোর্ট

IPL 2025 News in Bangla

‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...? KKR-র কাছে হেরে অবাঞ্ছিত রেকর্ড রিয়ানের, RR-র কোনও দলনায়কের এই হতাশাজনক নজির নেই জ্ঞান দিতে পয়সা পান না, ইডেনের কিউরেটরকে তোপ, KKR-কে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.