গত বছর রিয়াল কাশ্মীরকে যিনি আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করেছিলেন, সেই মিঠুন সামন্তকে মহমেডান স্পোর্টিং-এ বার সই করিয়ে নিল। রিয়েল কাশ্মীরের হয়ে গত বছর দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মিঠুন।
মিঠুন সামন্তের সঙ্গে মহমেডান দু' বছরের চুক্তি করেছে। ২৯ বছরের এই অভিজ্ঞ গোলকিপারকে নিয়ে আশাবাদী সাদা-কালো ব্রিগেড। গত বছর রিয়াল কাশ্মীরের হয়ে ১৩ ম্যাচ খেলে তিনি ১২ গোল খেয়েছেন। এ বার সাদা-কালো জার্সিতে নিজের সেরাটা দিতে মরিয়া মিঠুন।
মিঠুন এর আগে ইস্টবেঙ্গল, পিয়ারলেসের মত কলকাতা ক্লাবেও খেলে গিয়েছেন। ট্রাউ এফসির হয়ে আইলিগে খেলার প্রথম সুযোগ পান তিনি। গত মরশুমে আবার রিয়েল কাশ্মীরের হয়ে অসাধারণ ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে।
মহমেডান এই বছর সাফল্য পেতে মরিয়া। কলকাতা লিগের কথা মাথায় রেখেই আপাতত দল গুছিয়ে নিতে চাইছে মহমেডান। তারা ইতিমধ্যে বিদেশি প্লেয়ার কোটায় মার্কাস জোসেফ এবং দুই সার্বিয়ান ফুটবলার নিকালো স্টোজানোভিচ ও স্টেফান ইলিচকে সই করিয়ে নিয়েছে। তাদের প্রাথমিক লক্ষ্য, কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া।
কলকাতা লিগ এই বছর শুরু হচ্ছে সম্ভবত ১৮ অগস্ট থেকে। প্রথম ম্যাচে মহমেডান মুখোমুখি হচ্ছে সাদার্ন সমিতির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।