আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না মহমেডান। জামশেদপুর এফসির সামনে ব্যর্থ হল সাদা-কালো ব্রিগেড। তিন ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরল জামশেদপুর। মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। চলতি লিগে এটি জামশেদপুর এফসির পাঁচ নম্বর জয়। এই জয়ের ফলে জামশেদপুর এফসি নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে উঠে এসেছে। তিন থেকে সাত নম্বরে থাকা প্রত্যেক দলেরই সংগ্রহ এখন ১৫ পয়েন্ট করে। নয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মহমেডান রয়ে গেল ১২ নম্বরেই।
১-৩ হারল মহমেডান-
সোমবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটের মধ্যে দু-দু’টি গোল করে জামশেদপুর এফসি-কে জয়ের দিকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড মহম্মদ সনন ও হাভিয়ে সিভেরিও। ৭৯ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়িয়ে নেন তাদের নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজে। নির্ধারিত সময় শেষ হওয়ার দু’মিনিট আগে মোহনবাগানকে সান্ত্বনা গোল করেন মহম্মদ ইরশাদ।
ম্যাচ হারের পরে কী বললেন মহমেডানের রাশিয়ান কোচ-
এদিকে নয়টি ম্যাচে ১৬ গোল হজম করেছে মহমেডান। যদিও তাদের চেয়েও বেশি গোল খেয়েছে, এমন দল প্রথম পাঁচেও রয়েছে। কিন্তু গোলের সুযোগ হাতছাড়া করার ধারাবাহিকতাই যে তাদের প্রধান সমস্যা হয়ে উঠেছে, তা নিজেই স্বীকার করে নিলেন মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ। ছ’নম্বর হারের পর চেরনিশভ বলেন, ‘কাসিমভ, অ্যালেক্সি যে দলের কত গুরুত্বপূর্ণ ফুটবলার, তা আজ বোঝা গেল। ওরা না খেলায়, বল ধরে খেলার মতোই কেউ ছিল না আমাদের। তবু আমরা প্রথমার্ধে যথেষ্ট ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধেও শুরুটা ভালো করেছিলাম। কিন্তু অসাধারণ একটা গোল করে এগিয়ে যায় ওরা। তার পরেও যে আমরা দমে গিয়েছিলাম, তাও না। কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমাদের গোলকিপারই ভুল করে।’
তরুণ গোলকিপারের পাশে দাঁড়ালেন-
এ জন্য অবশ্য তরুণ গোলকিপার ভাস্কর রায়কে দোষ দিতে রাজি নন দলের কোচ। তিনি বলেন, ‘ফুটবলে এ রকম হয়ই। ভাস্কর যথেষ্ট ভালো খেলেছে, আমাদের দলকে অনেক সাহায্য করেছে। ওকেও আমাদের সাহায্য করতে হবে।’ কোচ আরও বলেন, ‘আমাদের আরও আক্রমণাত্মক ও আগ্রাসী ফুটবল খেলতে হবে। খেলোয়াড় পরিবর্তন করে আমরা পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। যখন শেষদিকে একটা গোল পাই, ওই সময়ে আক্রমণ করেছি আমরা। এমনকী, পেনাল্টিও আদায় করে নিই। তাও গোল পাইনি।’
আরও পড়ুন… WI vs BAN 2nd Test Day 3: নাহিদ রানার ৫ উইকেট, ২১১ রানে এগিয়ে বাংলাদেশ! ঘরের মাঠে চাপে ওয়েস্ট ইন্ডিজ
বেশকিছু ফুটবলারের পারফরেন্স নিয়ে চিন্তায় মহমেডান কোচ-
চেরনিশভ আরও বলেন, ‘অনেক গোলের সুযোগ পেয়েছি আমরা। কিন্তু গোল করতে পারিনি। গোল করতে না পারলে কি ম্যাচ জেতা যায়?’ দলের কয়েকজন ফুটবলারের পারফরম্যান্সে যে তিনি সন্তুষ্ট নন মহমেডান কোচ। চেরনিশভ বলেন, ‘ম্যাচের ফল নিয়ে আমি উদ্বিগ্ন নই। বরং দলের কয়েকজন ফুটবলারকে নিয়ে আমি বেশি চিন্তিত। তাদের কাছ থেকে যতটা ভালো পারফরম্যান্স আশা করেছিলাম, তারা তা দিতে পারছে না। তাদের আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে।’
আগামী শুক্রবার মহমেডানের পরবর্তী ম্যাচ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। লিগ টেবলে পাঁচ নম্বরে থাকা পঞ্জাব আরও কঠিন প্রতিপক্ষ। সোমবারের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে চান মহমেডান কোচ। বলেন, হারলেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। এই ম্যাচের বিশ্লেষণে বসব আমরা। তার পর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।