গতবারের কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসওয়ানকে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। বি এস এস স্পোর্টিং এর হয়ে কলকাতা লিগে সর্বাধিক গোল করেছিলেন রাহুল পাসওয়ান। এরপরেই তাকে ইস্টবেঙ্গল সই করিয়েছিল। কিন্তু রাহুলকে সেভাবে কাজেই লাগাতে পারেনি তারা। তবে এবারও লাল হলুদে খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠল না। কারণ এখনও দল গঠন নিয়ে জট কাটেনি। ইস্টবেঙ্গলে নিজের ভবিষ্যত অনিশ্চিত দেখেই মহমেডানে সই করে নিলেন রাহুল পাসওয়ান।
কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল থেকে গোলকিপার শঙ্কর রায়কেও ছিনিয়ে নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার তারা রাহুল পাসওয়ানকেও নিয়ে নিল। সাদা কালো জার্সি গায়ে তোলার আগে রাহুল পাসওয়ান বলেন,‘ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু, ওরা কিছু জানাল না। সেই কারণে আর অপেক্ষা করলাম না। মহামেডানের মতো এমন ঐতিহ্যবাহী এক ক্লাবে যোগ দেওয়া আমার কাছে স্বপ্নের মতো। বাংলার সব ফুটবলারই এই বড় ক্লাবগুলিতে খেলার স্বপ্ন দেখে এবং আমিও সেই তালিকায় আছি।’
আরও পড়ুন… ইস্টবেঙ্গলে ঝুঁকি না নিয়ে মহমেডানে সই করলেন আই লিগ জয়ী গোলরক্ষক শঙ্কর রায়
আরও পড়ুন… ইস্টবেঙ্গলে ঝুঁকি না নিয়ে মহমেডানে সই করলেন আই লিগ জয়ী গোলরক্ষক শঙ্কর রায়
২৩ বছর বয়সি তরুণ প্রতিভা দলে যোগ দেওয়ায় খুশি মহমেডানের সচিব দানিশ ইকবালও। তিনি জানান,‘রাহুল পাসওয়ান একজন প্রতিভাবান ফুটবলার। ও দলের শক্তি বাড়াবে। আমি নিশ্চিত যে ও দলের হয়ে নিজের সেরাটা দেবে।’