কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাস যেন দ্বিগুণ হয়ে গিয়েছে মহমেডানের। এ বার তারা আই লিগ জিততে মরিয়া হয়ে রয়েছে। শনিবার প্রস্তুতি ম্যাচেও সেই ঝলকই যেন পাওয়া গেল।
আইলিগের প্রথম ম্যাচে সুদেভা এফসি-কে ২-১ হারিয়েই যাত্রা শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। সেই রেশটাই যেন এখনও পুরো টিমের মধ্যে রয়ে গিয়েছে। পুরো টিমই চনমনে, উজ্জীবিত। করোনার জন্য আপাতত স্থগিত হয়ে গিয়েছে আই লিগ। কিন্তু মহমেডান জোর কদমে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলে চলেছে।
শনিবার মহমেডান নিজেদের রিজার্ভ দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই দলকে কার্যত খড়কুটোর মতোই উড়িয়ে দেয় সাদা-কালো ব্রিগেড। হ্যাটট্রিক করেন ইসমার তানদির। এ ছাড়া গোল করেছেন শেখ ফৈয়াজ, ওয়েন ভাজ, রুদোভিচ ও ফয়জাল।
প্রথমার্ধে মহমেডান ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তিন গোল দিয়ে ব্যবধান আরও বাড়ায় সাদা-কালো ব্রিগেড। মহমেডানের রিজার্ভ টিম সে ভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। তবে রিজার্ভ টিমের এ রকম হাল হলে মহমেডানকে কিন্তু চিন্তায় থাকতে হবে। প্রথম একাদশের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি, রিজার্ভ টিমকেও শক্তিশালী ভাবে গড়ে তুলতে হবে তাদের। তা না হলে কিন্তু আই লিগের মতো বড় মঞ্চে মুখ থুবড়ে পড়তে হবে মহমেডানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।