প্রথমবার আইএসএলে খেলার জন্য তৈরি আন্দ্রে চেরনিশভের মহমেডান। আই লিগ জিতে আইএসএলে খেলার ছাড়পত্র জয় করেছে মহমেডান। মাঠে লড়াই করে আইএসএল-এ নিজেদের জায়গা পাকা করেছে তারা। এবার আসন্ন আইএসএল খেলার জন্য আত্মবিশ্বাসী মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ। বুধবারের এক অনুষ্ঠানে সে কথাই জানান তিনি। সেই অনুষ্ঠানে মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন সাদা কালো দলের অধিনায়ক সামাদ আলি মল্লিকও। সেই সঙ্গে ছিলেন জোসেফ আদযাই এবং জোডিংলিয়ানা রালতে। তাঁরা সকলেই আইএসএলে ভালো ফল করা নিয়ে আশাবাদী।
বুধবার মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, ‘গত মরশুমে আমরা খুব ভালো খেলেছি। আইলিগ জিতেছি। সমর্থকদের জন্য আমরা খুব খুশি। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন ওঁরা।’ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল আগে থেকেই আইএসএলে খেলছে। এ বার তাদের সঙ্গে যোগ দিয়েছে মহমেডান। এর ফলে আবারও কলকাতা ময়দানে তিন প্রধানের লড়াই ফিরতে চলেছে। মহমেডান দলের অধিনায়ক সামাদ বলেন, ‘ভালো দল হয়েছে। অনেক সমর্থক আসবেন মাঠে। দুটো বড় ম্যাচ রয়েছে।’ সামাদ আলি মল্লিক মুখিয়ে আছেন আইএসএল খেলতে। তিনি বললেন,‘আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট। কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আশা করছি ভালো কিছু করতে পারব।’
দল নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ। তবে আত্মবিশ্বাসী চেরনিশভ বেশ সাবধানে পথ চলতে চান। মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, ‘সব ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু সমর্থকদের সামনে এটা প্রমাণ করতে চাই যে, আমরা ভালো দল। মাঠে সাহস দেখাতে হবে। জানি আইএসএল যথেষ্ট কঠিন প্রতিযোগিতা। আমাদের অনেক মনোযোগ দিয়ে খেলতে হবে। প্রতি মুহূর্তে ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।’ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পর ১৩৩ বছরের পুরনো এই ক্লাবকে ইন্ডিয়ান সুপার লিগের ময়দানে দেখতে বাঙালি ফুটবল সমর্থকরা যে মুখিয়ে রয়েছেন, তা বলা যেতেই পারে।
আইএসএলে মহমেডানের প্রথম ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর সেই ম্যাচ হবে কিশোরভারতী স্টেডিয়ামে। এই মরশুমে আইএসএলে সেটাই মহমেডানের ঘরের মাঠ। মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভ আরও বলেন, ‘আমি জানি আইএসএলের মান কতটা উন্নত। এটা কলকাতা লিগ বা আই-লিগ নয়। দলে আমাদের একাধিক তরুণ ফুটবলার আছে। আশা করছি ভালো করব। চ্যালেঞ্জ তো রয়েছেই। এমন সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত। এছাড়াও সব দলের বিদেশিরাও অনেক ভয়ঙ্কর।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।